ETV Bharat / state

বগুলায় BJP কর্মীকে লাঠি, বাঁশ দিয়ে মার; গ্রেপ্তার 2

বগুলায় BJP কর্মীকে আক্রমণ ও ব্যাপক মারধর করা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত দু'জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।

আক্রান্ত BJP কর্মী
author img

By

Published : May 10, 2019, 9:42 PM IST

বগুলা (নদিয়া), 10 মে : নির্বাচন পরবর্তী হিংসা অব্যাহত নদিয়ায় । ভোটের দিন হুমকি দেওয়া হয়েছিল ভোট দিতে গেলে পিঠে বস্তা বাঁধতে হবে । কিন্তু সেই হুমকিকে অগ্রাহ্য করে ভোট দিয়েছিলেন BJP কর্মী সুকুমার বিশ্বাস । আর তাই বাঁশ, ইট, বন্দুক দিয়ে বেধড়ক মেরে সারা শরীর থেঁতলে দেওয়া হয় । আশঙ্কাজনক অবস্থায় বগুলা হাসপাতালে চিকিৎসাধীন সুকুমারবাবু । অভিযুক্ত তৃণমূল । ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত বগুলার দুর্গাপুর গ্রামে ।

অভিযোগ, গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ হঠাৎ-ই তাঁর বাড়িতে হামলা চালায় 10 থেকে 12 জন । হামলাকারীদের মধ্যে ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য অর্চনা বিশ্বাসের স্বামী ভুবন বিশ্বাস ও দেওর লাল্টু বিশ্বাস । এছাড়াও ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী বিমল সরকার । বাড়ির গ্রিল ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয় । সুকুমার বিশ্বাসকে বাঁশ, লাঠি, ইট ও বন্দুক দিয়ে আঘাত করা হয় । প্রায় আধ ঘণ্টা ধরে তাঁকে বেধড়ক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

BJP কর্মীকে মারধরের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । ভুবন বিশ্বাস ও লাল্টু বিশ্বাস সহ বাকিদের বিরুদ্ধে হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

বগুলা (নদিয়া), 10 মে : নির্বাচন পরবর্তী হিংসা অব্যাহত নদিয়ায় । ভোটের দিন হুমকি দেওয়া হয়েছিল ভোট দিতে গেলে পিঠে বস্তা বাঁধতে হবে । কিন্তু সেই হুমকিকে অগ্রাহ্য করে ভোট দিয়েছিলেন BJP কর্মী সুকুমার বিশ্বাস । আর তাই বাঁশ, ইট, বন্দুক দিয়ে বেধড়ক মেরে সারা শরীর থেঁতলে দেওয়া হয় । আশঙ্কাজনক অবস্থায় বগুলা হাসপাতালে চিকিৎসাধীন সুকুমারবাবু । অভিযুক্ত তৃণমূল । ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত বগুলার দুর্গাপুর গ্রামে ।

অভিযোগ, গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ হঠাৎ-ই তাঁর বাড়িতে হামলা চালায় 10 থেকে 12 জন । হামলাকারীদের মধ্যে ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য অর্চনা বিশ্বাসের স্বামী ভুবন বিশ্বাস ও দেওর লাল্টু বিশ্বাস । এছাড়াও ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী বিমল সরকার । বাড়ির গ্রিল ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয় । সুকুমার বিশ্বাসকে বাঁশ, লাঠি, ইট ও বন্দুক দিয়ে আঘাত করা হয় । প্রায় আধ ঘণ্টা ধরে তাঁকে বেধড়ক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

BJP কর্মীকে মারধরের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । ভুবন বিশ্বাস ও লাল্টু বিশ্বাস সহ বাকিদের বিরুদ্ধে হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Intro:নদিয়ায় ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেলেও, ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত। ভোটের দিন হুমকি এসেছিল ভোট দিতে গেলে পিঠে বস্তা বাঁধতে হবে। শাসানী অগ্রাহ্য করে ও ভোট দিয়েছিলেন। কিন্তু পিঠে বস্তা বেঁধেও শেষ রক্ষা হল না ওই বিজেপি কর্মীর। বাশ, ইট, বন্দুক দিয়ে বেধড়ক মেরে সারা শরীর থেঁতলে দেওয়া হল। আশঙ্কাজনক অবস্থায় বগুলা হাসপাতালে ভর্তি বিজেপির সক্রিয় কর্মী সুকুমার বিশ্বাস। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নদীয়ার হাঁসখালি থানার বগুলার দুর্গাপুর গ্রামের ঘটনা।
উল্লেখ্য, গতকাল আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ বাড়িতে বসে টিভি দেখছিলেন সুকুমার বিশ্বাস এবং তার স্ত্রী শিলা বিশ্বাস। অভিযোগ, তখনই গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যা অর্চনা বিশ্বাসের স্বামী ভুবন বিশ্বাস এবং দেওর লালটু বিশ্বাস এছাড়া স্থানীয় তৃণমূল কর্মী দিনও মজুমদার বিমল সরকার সহ প্রায় 10-12 জন অতর্কিতে হামলা চালায় সুকুমার বিশ্বাস এর বাড়িতে। ঘরের গ্রিল ভেঙে ঢুকে প্রথমে ভাঙচুর চালানো হয় জিনিসপত্র। এরপর এই বিজেপি কর্মীর সুকুমার বিশ্বাস কে লক্ষ্য করে বাঁশ লাঠি ইট এবং বন্দুক দিয়ে সারা শরীরে আঘাত করা হয়। প্রায় আধা ঘন্টা চলে এই নির্মম অত্যাচার। চেঁচামেচি শুরু করতেই তারা সেখান থেকে দল বেঁধে চলে যায়। এরপরই আশঙ্কাজনক অবস্থায় সুকুমার বিশ্বাস এবং শিলা বিশ্বাসকে বগুলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বগুড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। বিজেপি কর্মীকে মারধরের জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অর্চনা বিশ্বাসের স্বামী এবং দেওর সহ একাধিক জনের বিরুদ্ধে হাঁসখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর,এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।Body:HANSKHALI BJP ATTACKSConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.