বগুলা (নদিয়া), 10 মে : নির্বাচন পরবর্তী হিংসা অব্যাহত নদিয়ায় । ভোটের দিন হুমকি দেওয়া হয়েছিল ভোট দিতে গেলে পিঠে বস্তা বাঁধতে হবে । কিন্তু সেই হুমকিকে অগ্রাহ্য করে ভোট দিয়েছিলেন BJP কর্মী সুকুমার বিশ্বাস । আর তাই বাঁশ, ইট, বন্দুক দিয়ে বেধড়ক মেরে সারা শরীর থেঁতলে দেওয়া হয় । আশঙ্কাজনক অবস্থায় বগুলা হাসপাতালে চিকিৎসাধীন সুকুমারবাবু । অভিযুক্ত তৃণমূল । ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত বগুলার দুর্গাপুর গ্রামে ।
অভিযোগ, গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ হঠাৎ-ই তাঁর বাড়িতে হামলা চালায় 10 থেকে 12 জন । হামলাকারীদের মধ্যে ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য অর্চনা বিশ্বাসের স্বামী ভুবন বিশ্বাস ও দেওর লাল্টু বিশ্বাস । এছাড়াও ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী বিমল সরকার । বাড়ির গ্রিল ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয় । সুকুমার বিশ্বাসকে বাঁশ, লাঠি, ইট ও বন্দুক দিয়ে আঘাত করা হয় । প্রায় আধ ঘণ্টা ধরে তাঁকে বেধড়ক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।
BJP কর্মীকে মারধরের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । ভুবন বিশ্বাস ও লাল্টু বিশ্বাস সহ বাকিদের বিরুদ্ধে হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।