ETV Bharat / state

Porama Puja in Nabadwip : নবদ্বীপে মহাসমারোহে পালন বটবৃক্ষের আবির্ভাব তিথি - Nabadwip

108 ঘড়া জল ঢেলে মহাসমারোহে পালন করা হল নবদ্বীপের জাগ্রত পোড়ামা তলা বটবৃক্ষের আবির্ভাব তিথি (Porama Puja celebrated in Nabadwip)।

Porama Puja celebrated in Nabadwip
Porama Puja
author img

By

Published : Jun 15, 2022, 4:10 PM IST

নবদ্বীপ, 15 জুন : প্রাচীন মন্দির নগরী নবদ্বীপ বৈষ্ণব ধর্মের মানুষের জন্য পুণ্য একটি স্থান । কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এই নবদ্বীপে হাজার হাজার লোকের সমাগম ঘটে প্রতিবছর । বিশেষত দোলপূর্ণিমা এবং রাসপূর্ণিমাতে নবদ্বীপে প্রচুর ভক্তের সমাগম ঘটে । তবে দোলপূর্ণিমা বা রাখিপূর্ণিমা ছাড়াও একাধিক পুজোতে নবদ্বীপ শহর সেজে ওঠে । ঠিক তেমনই জগন্নাথের স্নানযাত্রা তিথিতে (Lord Jagannath Snan Yatra)সেজে উঠেছে মন্দির নগরী নবদ্বীপ । নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা তলা বটবৃক্ষের পুনরাবির্ভাব হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন ।

মা পোড়ামার মূর্তিটি নীল সরস্বতীর মূর্তি । নবদ্বীপবাসী ভক্তি ও নিষ্ঠা সহকারে সারাবছর পূজার্চনা করে থাকেন পোড়ামায়ের । এই পোড়ামা মন্দিরের উপরে রয়েছে শতাধিক প্রাচীন একটি বটবৃক্ষ । প্রাচীনকালে এই বটবৃক্ষ কোন কারণে শুকিয়ে যায় । এর পরেই নবদ্বীপের পুরোহিত ও পণ্ডিতেরা বিভিন্ন হোম যজ্ঞ করে এবং 108 ঘড়া জল ঢেলে এই বটবৃক্ষকে আবার পুনর্জীবন দেন (Porama Puja celebrated in Nabadwip)।

পোড়ামা তলা বটবৃক্ষের আবির্ভাব তিথি তিথি

আরও পড়ুন : Lord Jagannath Snan Yatra : আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, পুণ্যতিথিতে মায়াপুরের রাজাপুর গ্রামে ভক্তের ঢল

মূলত, জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতেই নবদ্বীপের পোড়ামা তলা মন্দিরের বটবৃক্ষের পুনরাবির্ভাব ঘটে । সেই কারণে প্রতিবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়া মন্দিরে বটবৃক্ষে 108 ঘড়া জল ঢালা হয় । এদিন সকাল থেকেই ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো । অসংখ্য ভক্তরা এদিন সকাল থেকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমান । অসংখ্য ভক্তের সমাগমে জমজমাট হয়ে ওঠে প্রাচীন মন্দির নগরী শ্রীধাম নবদ্বীপ ।

নবদ্বীপ, 15 জুন : প্রাচীন মন্দির নগরী নবদ্বীপ বৈষ্ণব ধর্মের মানুষের জন্য পুণ্য একটি স্থান । কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এই নবদ্বীপে হাজার হাজার লোকের সমাগম ঘটে প্রতিবছর । বিশেষত দোলপূর্ণিমা এবং রাসপূর্ণিমাতে নবদ্বীপে প্রচুর ভক্তের সমাগম ঘটে । তবে দোলপূর্ণিমা বা রাখিপূর্ণিমা ছাড়াও একাধিক পুজোতে নবদ্বীপ শহর সেজে ওঠে । ঠিক তেমনই জগন্নাথের স্নানযাত্রা তিথিতে (Lord Jagannath Snan Yatra)সেজে উঠেছে মন্দির নগরী নবদ্বীপ । নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা তলা বটবৃক্ষের পুনরাবির্ভাব হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন ।

মা পোড়ামার মূর্তিটি নীল সরস্বতীর মূর্তি । নবদ্বীপবাসী ভক্তি ও নিষ্ঠা সহকারে সারাবছর পূজার্চনা করে থাকেন পোড়ামায়ের । এই পোড়ামা মন্দিরের উপরে রয়েছে শতাধিক প্রাচীন একটি বটবৃক্ষ । প্রাচীনকালে এই বটবৃক্ষ কোন কারণে শুকিয়ে যায় । এর পরেই নবদ্বীপের পুরোহিত ও পণ্ডিতেরা বিভিন্ন হোম যজ্ঞ করে এবং 108 ঘড়া জল ঢেলে এই বটবৃক্ষকে আবার পুনর্জীবন দেন (Porama Puja celebrated in Nabadwip)।

পোড়ামা তলা বটবৃক্ষের আবির্ভাব তিথি তিথি

আরও পড়ুন : Lord Jagannath Snan Yatra : আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, পুণ্যতিথিতে মায়াপুরের রাজাপুর গ্রামে ভক্তের ঢল

মূলত, জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতেই নবদ্বীপের পোড়ামা তলা মন্দিরের বটবৃক্ষের পুনরাবির্ভাব ঘটে । সেই কারণে প্রতিবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা তিথিতেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়া মন্দিরে বটবৃক্ষে 108 ঘড়া জল ঢালা হয় । এদিন সকাল থেকেই ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো । অসংখ্য ভক্তরা এদিন সকাল থেকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমান । অসংখ্য ভক্তের সমাগমে জমজমাট হয়ে ওঠে প্রাচীন মন্দির নগরী শ্রীধাম নবদ্বীপ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.