ETV Bharat / state

Nadia housewife murder: বধূ মৃত্যুর 5 মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল দেহ - নদিয়ায় বধূ হত্যা

নদিয়ায় বধূ মৃত্যুর (Nadia housewife murder) 5 মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল দেহ (Nadia murder case) ৷ হত্যার অভিযোগ পেয়ে ফের তদন্ত শুরু করেছে পুলিশ (police takes out housewife's body from burial ground) ৷

police takes out housewife's body from burial ground as per court order for murder case probe
বধূ মৃত্যুর 5 মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল দেহ
author img

By

Published : Apr 10, 2022, 4:27 PM IST

নদিয়া, 10 এপ্রিল: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পাঁচ (Nadia housewife murder) মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মৃতদেহ তুলে নতুন করে তদন্ত শুরু করল পুলিশ । নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার পলাশী 2 নং গ্ৰাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার ঘটনা । আদালতের নির্দেশে এদিন কালীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কবর থেকে কঙ্কাল তোলা হয় (police takes out housewife's body from burial ground)।

কালীগঞ্জ থানার পলাশী 2 নং গ্ৰাম পঞ্চায়েতের পলাশী (Nadia murder case) নতুন পাড়ার বাসিন্দা সুজাউদ্দিন শেখের সঙ্গে পলাশীরই জানকীনগরের বাসিন্দা রোজিপা খাতুনের বিয়ে হয় । 15 বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়ে গত ডিসেম্বর মাসে । পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ রোজিপা খাতুনকে খুন করা হয় বলে অভিযোগ । ঘটনার পরপরই দেহটি তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকজন কবর দিয়ে দিলেও বিষয়টি মেনে নিতে পারেননি রোজিপার বাপেরবাড়ির লোকেরা ।

আরও পড়ুন: Hanskhali Rape : ধর্ষণে নাবালিকার মৃত্য়ু, প্রমাণ লোপাটে তড়িঘড়ি পোড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

হত্যা করার তথ্য গোপনের অভিযোগ আনেন তাঁরা ৷ তারই ভিত্তিতে বধূ হত্যার মামলা রুজু হয় । ওই মামলার প্রেক্ষিতে বিচারক দেহ কবর থেকে তুলে তদন্তের নির্দেশ দেয় ৷ শনিবার বিকেলে কালীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আদালতের পর্যবেক্ষণে কবর থেকে দেহটি তুলে পুনরায় তদন্ত প্রক্রিয়া শুরু হয় । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন: Rape Allegation Against Police Constable : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল

নদিয়া, 10 এপ্রিল: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পাঁচ (Nadia housewife murder) মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মৃতদেহ তুলে নতুন করে তদন্ত শুরু করল পুলিশ । নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার পলাশী 2 নং গ্ৰাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার ঘটনা । আদালতের নির্দেশে এদিন কালীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কবর থেকে কঙ্কাল তোলা হয় (police takes out housewife's body from burial ground)।

কালীগঞ্জ থানার পলাশী 2 নং গ্ৰাম পঞ্চায়েতের পলাশী (Nadia murder case) নতুন পাড়ার বাসিন্দা সুজাউদ্দিন শেখের সঙ্গে পলাশীরই জানকীনগরের বাসিন্দা রোজিপা খাতুনের বিয়ে হয় । 15 বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়ে গত ডিসেম্বর মাসে । পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ রোজিপা খাতুনকে খুন করা হয় বলে অভিযোগ । ঘটনার পরপরই দেহটি তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকজন কবর দিয়ে দিলেও বিষয়টি মেনে নিতে পারেননি রোজিপার বাপেরবাড়ির লোকেরা ।

আরও পড়ুন: Hanskhali Rape : ধর্ষণে নাবালিকার মৃত্য়ু, প্রমাণ লোপাটে তড়িঘড়ি পোড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

হত্যা করার তথ্য গোপনের অভিযোগ আনেন তাঁরা ৷ তারই ভিত্তিতে বধূ হত্যার মামলা রুজু হয় । ওই মামলার প্রেক্ষিতে বিচারক দেহ কবর থেকে তুলে তদন্তের নির্দেশ দেয় ৷ শনিবার বিকেলে কালীগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আদালতের পর্যবেক্ষণে কবর থেকে দেহটি তুলে পুনরায় তদন্ত প্রক্রিয়া শুরু হয় । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন: Rape Allegation Against Police Constable : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.