ETV Bharat / state

Threatening Letter in Fulia: 30 লক্ষ টাকা না দিলে এলাকায় অগ্নিসংযোগের হুমকি চিঠি ফুলিয়ায়, তদন্তে পুলিশ - পুলিশ চিঠিটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে

হুমকি চিঠি ঘিরে হইচই নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়াতে (Threatening Letter in Fulia) ৷ চিঠিতে 30 লক্ষ টাকা দাবি করা হয়েছে ৷ টাকা না দিলে এলাকার একটি স্কুল ও সব বাড়িতে অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Threatening Letter in Fulia
Threatening Letter in Fulia
author img

By

Published : Mar 24, 2023, 1:28 PM IST

30 লক্ষ টাকা না দিলে এলাকায় অগ্নিসংযোগের হুমকি চিঠি ফুলিয়ায়

ফুলিয়া (নদিয়া), 24 মার্চ: 30 লক্ষ টাকা দিতে হবে, না দিলে বিদ্যালয়-সহ পুরো এলাকায় আগুন জ্বালিয়ে দেওয়া হবে (Threat of Arson) । সাদা কাগজে লেখা এমন হুমকি চিঠি উদ্ধার হল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় । পুলিশ চিঠিটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে (Police Starts Investigation on Threatening Letter) ৷

এলাকার বাসিন্দাদের দাবি, শান্তিপুর থানার ফুলিয়া উমাপুর গোয়ালপাড়া এলাকায় শুক্রবার সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রাস্তার ধারে একটি গাছে ব্যাগ ঝুলতে দেখা যায় ৷ এরপর স্থানীয় বাসিন্দারা ওই ব্যাগটি খুলে দেখেন ভিতরে সাদা কাগজে কিছু একটা লেখা রয়েছে । সঙ্গে বেশ কিছু মেডিক্যাল রিপোর্টও রয়েছে । সেই রিপোর্টে স্বপন দাস নামে একজনের নাম পাওয়া গিয়েছে ৷

সাদা কাগজে লেখা, এই চিঠি পড়ার পর এই এলাকার মানুষ যেন 30 লক্ষ টাকার ব্যবস্থা করে দেয় (Threatening Letter Demanding 30 Lakhs Rupees) । না হলে প্রথমে ওই এলাকার বিদ্যালয় ও পরে এলাকার গোটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে । এই চিঠির জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষ ।

ওই এলাকার বাসিন্দা নির্মল পাল বলেন, ‘‘আমিও খবর পেয়ে ঘটনাস্থলে আসি ৷ ওই চিঠিটি পড়ে দেখি সেখানে 30 লক্ষ টাকার দাবি করা হয়েছে । যার কারণে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় । তবে আমরা সন্দেহ করছি এলাকারই এক ব্যক্তিকে ৷ সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন । এর আগেও তিনি নাকি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন ।’’

এদিকে ওই চিঠিতে কারও নাম না লেখার থাকার কারণে স্পষ্টভাবে কিছুই জানাচ্ছেন না এলাকাবাসী । তাঁরা চাইছেন প্রশাসন দ্রুত এই চিঠিটির তদন্ত শুরু করুক । এর পিছনে কারা রয়েছে কিংবা কে এই ঘটনা ঘটিয়েছে, তা পরিষ্কার হলেই কিছুটা হলেও আতঙ্ক থেকে মুক্ত হবেন বলে এলাকাবাসীর দাবি ।

ওই এলাকার আরেক বাসিন্দা তাপসী পাল বলেন, ‘‘সবার মুখে শুনে আমিও জানতে পারলাম চিঠিতে 30 লক্ষ টাকার দাবি করা হয়েছে । 30 লক্ষ টাকা না তুলে দিলে এলাকা জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে । ছোট বাচ্চারা সবসময় স্কুলে যাতায়াত করে ও পরিবারের সঙ্গে বাচ্চাদের নিয়ে থাকি, তাই আতঙ্ক যথেষ্টই রয়েছে আমাদের । প্রশাসন অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক ।’’

তবে এলাকার মানুষ সন্দেহ করলেও কোনও নাম না থাকায় তাঁরাও বুঝে উঠতে পারছে না যে ওই ঘটনাটা আদতে কে ঘটিয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ । ওই ব্যাগ ও চিঠিটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় কে বা কারা কোন উদ্দেশ্যে এই চিঠিটি লিখেছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে আদৌ স্বপন দাস ওই চিঠি লিখেছেন, নাকি তাঁর মেডিক্যাল রিপোর্ট ব্যবহার করে কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে ৷

আরও পড়ুন: চলছিল নাকা চেকিং! স্কুটি আটকাতেই মিলল প্রায় 11 লাখ টাকা

30 লক্ষ টাকা না দিলে এলাকায় অগ্নিসংযোগের হুমকি চিঠি ফুলিয়ায়

ফুলিয়া (নদিয়া), 24 মার্চ: 30 লক্ষ টাকা দিতে হবে, না দিলে বিদ্যালয়-সহ পুরো এলাকায় আগুন জ্বালিয়ে দেওয়া হবে (Threat of Arson) । সাদা কাগজে লেখা এমন হুমকি চিঠি উদ্ধার হল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় । পুলিশ চিঠিটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে (Police Starts Investigation on Threatening Letter) ৷

এলাকার বাসিন্দাদের দাবি, শান্তিপুর থানার ফুলিয়া উমাপুর গোয়ালপাড়া এলাকায় শুক্রবার সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রাস্তার ধারে একটি গাছে ব্যাগ ঝুলতে দেখা যায় ৷ এরপর স্থানীয় বাসিন্দারা ওই ব্যাগটি খুলে দেখেন ভিতরে সাদা কাগজে কিছু একটা লেখা রয়েছে । সঙ্গে বেশ কিছু মেডিক্যাল রিপোর্টও রয়েছে । সেই রিপোর্টে স্বপন দাস নামে একজনের নাম পাওয়া গিয়েছে ৷

সাদা কাগজে লেখা, এই চিঠি পড়ার পর এই এলাকার মানুষ যেন 30 লক্ষ টাকার ব্যবস্থা করে দেয় (Threatening Letter Demanding 30 Lakhs Rupees) । না হলে প্রথমে ওই এলাকার বিদ্যালয় ও পরে এলাকার গোটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে । এই চিঠির জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষ ।

ওই এলাকার বাসিন্দা নির্মল পাল বলেন, ‘‘আমিও খবর পেয়ে ঘটনাস্থলে আসি ৷ ওই চিঠিটি পড়ে দেখি সেখানে 30 লক্ষ টাকার দাবি করা হয়েছে । যার কারণে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় । তবে আমরা সন্দেহ করছি এলাকারই এক ব্যক্তিকে ৷ সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন । এর আগেও তিনি নাকি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন ।’’

এদিকে ওই চিঠিতে কারও নাম না লেখার থাকার কারণে স্পষ্টভাবে কিছুই জানাচ্ছেন না এলাকাবাসী । তাঁরা চাইছেন প্রশাসন দ্রুত এই চিঠিটির তদন্ত শুরু করুক । এর পিছনে কারা রয়েছে কিংবা কে এই ঘটনা ঘটিয়েছে, তা পরিষ্কার হলেই কিছুটা হলেও আতঙ্ক থেকে মুক্ত হবেন বলে এলাকাবাসীর দাবি ।

ওই এলাকার আরেক বাসিন্দা তাপসী পাল বলেন, ‘‘সবার মুখে শুনে আমিও জানতে পারলাম চিঠিতে 30 লক্ষ টাকার দাবি করা হয়েছে । 30 লক্ষ টাকা না তুলে দিলে এলাকা জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে । ছোট বাচ্চারা সবসময় স্কুলে যাতায়াত করে ও পরিবারের সঙ্গে বাচ্চাদের নিয়ে থাকি, তাই আতঙ্ক যথেষ্টই রয়েছে আমাদের । প্রশাসন অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক ।’’

তবে এলাকার মানুষ সন্দেহ করলেও কোনও নাম না থাকায় তাঁরাও বুঝে উঠতে পারছে না যে ওই ঘটনাটা আদতে কে ঘটিয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ । ওই ব্যাগ ও চিঠিটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় কে বা কারা কোন উদ্দেশ্যে এই চিঠিটি লিখেছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে আদৌ স্বপন দাস ওই চিঠি লিখেছেন, নাকি তাঁর মেডিক্যাল রিপোর্ট ব্যবহার করে কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে ৷

আরও পড়ুন: চলছিল নাকা চেকিং! স্কুটি আটকাতেই মিলল প্রায় 11 লাখ টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.