নদিয়া, 22 জুলাই: সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার চাপড়ার মহেশনগর গ্রামে । খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থানে ৷ পরে বম স্ক্যয়াড এসে নিষ্ক্রিয় করে বোমাগুলি ৷
নদিয়া চাপড়া থানার মহেশ নগর পূর্বপাড়ার জঙ্গল লাগোয়া একটি পরিত্যক্ত জায়গায় সকেট বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা । ঘটনায় আতঙ্ক ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে এসে 3 টি সকেট বোমা উদ্ধার করে চাপড়া থানার পুলিশ । বোম স্ক্যয়াডকে খবর দেওয়া হলে তারা এসে নিষ্ক্রিয় করে বোমাগুলি । কী উদ্দেশ্যে এখানে বোমাগুলিকে মজুত করা হয়েছিল তার তদন্ত নেমেছে পুলিশ ।
কিছুদিন আগেই রাজনৈতিক কারণে উত্তপ্ত হয়ে ওঠে চাপড়া । মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে । এরপর আজ এলাকা থেকে 3 টি সকেট বোমা উদ্ধার হল ৷ এর আগেও চাপড়ার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করেছে পুলিশ । বুধবারের বোমা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি ।