ETV Bharat / state

Cash Recovered in Nadia: চলছিল নাকা চেকিং! স্কুটি আটকাতেই মিলল প্রায় 11 লাখ টাকা - স্কুটি থেকে উদ্ধার 10 লক্ষ টাকা

চলছিল পুলিশের নাকা চেকিং ৷ স্কুটি আটকাতেই পুলিশের চোখ কপালে উঠল(Cash Recover on naka Checking) । গাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা । গুনে দেখা গেল উদ্ধার হওয়া টাকার পরিমাণ 10 লক্ষ 86 হাজার ।

Cash Recover
স্কুটি থেকে উদ্ধার 10 লক্ষ টাকা
author img

By

Published : Mar 1, 2023, 10:25 AM IST

Updated : Mar 1, 2023, 12:34 PM IST

নদিয়া, 1 মার্চ: স্কুটি থেকে উদ্ধার লাখ লাখ টাকা ৷ মঙ্গলবার রাতে নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা (naka checking in nadia)৷ নাকা চেকিং চলছিল ৷ সেই সময়েই একটি স্কুটিকে দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় পুলিশ ৷ সেই তল্লাশিতেই উদ্ধার হয়েছে 10 লক্ষ 86 হাজার টাকা ৷ জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভীমপুর থানার সামনে নাকা চেকিং চলছিল ৷ সেইসময়েই ওই এলাকা দিয়ে যাচ্ছিলএক স্কুটি আরোহী ৷ তার গতিবিধি দেখে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয় । স্কুটিটিকে থামতে বলে পুলিশ তাতে তল্লাশি চালায় ৷ চালককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার কথায় অঙ্গতি ছিল বলে পুলিশ সূত্রে খবর। এই টাকা কোথা থেকে এল এবং কোথায় যাচ্ছিল তার ব্যাখ্যা দিতে পারেনি ওই ব্যক্তি ।

তল্লাশিতে উদ্ধার হয় একটি ব্যাগ ৷ তা খুলতেই পুলিশের চোখ কপালে উঠে যায় ৷ ব্যাগ থেকে 10 লক্ষ 86 হাজার টাকা উদ্ধার হয়েছে ৷ এই বিপুল পরিমাণ টাকা তিনি কোথায় পেলেন এবং কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেই প্রশ্নেরও উত্তর জানতেই অভিযুক্তকে আটকে করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ পরে তাকে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে যাত্রীর ব্যাগে মিলল নগদ 40 লক্ষ টাকা, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আবু জাহিদ মণ্ডল । বাড়ি নদিয়ার চাপরা থানার হাটখোলা এলাকায় । আরও জানা গিয়েছে, আজ তাঁকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে তোলা হবে । প্রশাসন সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ জন্য আদালতে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে । ওই ব্যক্তি কোনও বড় চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে । তার আগে এই ধরনের টাকা উদ্ধারেরক ঘটনা প্রশাসনের চিন্তা বাড়াবে তাতে সন্দেহ নেই ।

নদিয়া, 1 মার্চ: স্কুটি থেকে উদ্ধার লাখ লাখ টাকা ৷ মঙ্গলবার রাতে নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা (naka checking in nadia)৷ নাকা চেকিং চলছিল ৷ সেই সময়েই একটি স্কুটিকে দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালায় পুলিশ ৷ সেই তল্লাশিতেই উদ্ধার হয়েছে 10 লক্ষ 86 হাজার টাকা ৷ জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভীমপুর থানার সামনে নাকা চেকিং চলছিল ৷ সেইসময়েই ওই এলাকা দিয়ে যাচ্ছিলএক স্কুটি আরোহী ৷ তার গতিবিধি দেখে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয় । স্কুটিটিকে থামতে বলে পুলিশ তাতে তল্লাশি চালায় ৷ চালককে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার কথায় অঙ্গতি ছিল বলে পুলিশ সূত্রে খবর। এই টাকা কোথা থেকে এল এবং কোথায় যাচ্ছিল তার ব্যাখ্যা দিতে পারেনি ওই ব্যক্তি ।

তল্লাশিতে উদ্ধার হয় একটি ব্যাগ ৷ তা খুলতেই পুলিশের চোখ কপালে উঠে যায় ৷ ব্যাগ থেকে 10 লক্ষ 86 হাজার টাকা উদ্ধার হয়েছে ৷ এই বিপুল পরিমাণ টাকা তিনি কোথায় পেলেন এবং কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেই প্রশ্নেরও উত্তর জানতেই অভিযুক্তকে আটকে করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ পরে তাকে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন: হাওড়া স্টেশনে যাত্রীর ব্যাগে মিলল নগদ 40 লক্ষ টাকা, গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আবু জাহিদ মণ্ডল । বাড়ি নদিয়ার চাপরা থানার হাটখোলা এলাকায় । আরও জানা গিয়েছে, আজ তাঁকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে তোলা হবে । প্রশাসন সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ জন্য আদালতে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে । ওই ব্যক্তি কোনও বড় চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে । তার আগে এই ধরনের টাকা উদ্ধারেরক ঘটনা প্রশাসনের চিন্তা বাড়াবে তাতে সন্দেহ নেই ।

Last Updated : Mar 1, 2023, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.