ETV Bharat / state

চুরি যাওয়া 6টি বাইক উদ্ধার, গ্রেপ্তার 1

সুতি থানা এলাকায় দুর্গাপূজার সময় বহু বাইক চুরি হয় । যার কিনারা করতে পারছিল না পুলিশ ।

Suti police seized 6 bikes and arrested one
সুতি থানা এলাকায় ছ'টি বাইক সহ গ্রেপ্তার 1
author img

By

Published : Oct 31, 2020, 9:11 PM IST

সুতি, 31 অক্টোবর : চুরি যাওয়া ছ'টি বাইকসহ একজনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। ধৃতের নাম আবুল আলম শেখ। ধৃতের বাড়ি সুতি থানা এলাকাতে। আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয় ।

দুর্গাপুজোর সময় সুতি থানা এলাকায় একের পর এক বাইক চুরির ঘটনা ঘটছিল । কিন্তু তার কিনারা করতে পারেনি পুলিশ। আজ আবুল আলম শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ছ'টি বাইক। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, এই চক্রে জড়িত রয়েছে ঝাড়খণ্ডের একটি গ্যাং। চুরি হওয়া বাইকগুলি সামাল দিত আলম শেখ। পরে সেগুলির নম্বর প্লেট বদল করে ঝাড়খণ্ড ও মালদায় পাচার করা হত। আলম শেখকে পুলিশ হেপাজতে নিয়েছে । চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সুতি, 31 অক্টোবর : চুরি যাওয়া ছ'টি বাইকসহ একজনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। ধৃতের নাম আবুল আলম শেখ। ধৃতের বাড়ি সুতি থানা এলাকাতে। আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয় ।

দুর্গাপুজোর সময় সুতি থানা এলাকায় একের পর এক বাইক চুরির ঘটনা ঘটছিল । কিন্তু তার কিনারা করতে পারেনি পুলিশ। আজ আবুল আলম শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ছ'টি বাইক। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, এই চক্রে জড়িত রয়েছে ঝাড়খণ্ডের একটি গ্যাং। চুরি হওয়া বাইকগুলি সামাল দিত আলম শেখ। পরে সেগুলির নম্বর প্লেট বদল করে ঝাড়খণ্ড ও মালদায় পাচার করা হত। আলম শেখকে পুলিশ হেপাজতে নিয়েছে । চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.