ETV Bharat / state

ওসির গাড়ির ধাক্কায় প্রাণ গেল কনস্টেবলের, থানায় অভিযোগ পরিবারের - Road Accident in Nadia

Road Accident in Nadia: পুলিশের গাড়ির বেপরোয়া গতির বলি এক কনস্টেবল ৷ যদিও এই অভিযোগ করেছেন অভিযুক্ত ভারপ্রাপ্ত ওসি ৷ ঠিক কী ঘটনা ঘটেছিল ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 4:01 PM IST

মৃত কনস্টেবলের আত্মীয়ের বক্তব্য

নদিয়া, 6 ডিসেম্বর: পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার কালীগঞ্জ থানার পাথরজোনা এলাকায় ৷ মৃত কনস্টেবলের পরিবারের তরফ থেকে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

মৃত পুলিশ কনস্টেবলের নাম শেখ শামিম আখতার (27) ৷ মঙ্গলবার রাতে তিনি বাচ্চার ওষুধ কিনে দেবগ্রাম থেকে জাতীয় সরকারের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন ৷ তখনই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের গাড়ি দ্রুত গতিতে আসছিল ৷ সেই গাড়ি শামিমকে ধাক্কা মারতেই তিনি একটি লরির নীচে গিয়ে পড়েন ৷ ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই পুলিশ কর্মী । এলাকাবাসীরা তড়িঘড়ি তাঁকে প্রথমে নিয়ে যায় কালীগঞ্জ স্থানীয় হাসপাতালে ৷ সেখানে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে । এরপর বুধবার ভোররাতে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের ।

পরিবারের দাবি, পুলিশ এইভাবে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । যদিও এই অভিযোগ অস্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তথা দুর্ঘটনায় অভিযুক্ত অভ্র বিশ্বাসের দাবি, ওই পুলিশ কনস্টেবল স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ৷ তাঁর গাড়ির গতি থাকার কারণে চাকা স্লিপ করে । পুলিশের গাড়ি যথেষ্টই নিয়ন্ত্রণে ছিল । এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তিনি নিজে গাড়ি থেকে নেমে ওই কনস্টেবলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷

তবে দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় এলাকা-সহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । অন্যদিকে, পুলিশের গাড়িকেই দায়ী করে কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কনস্টেবলের পরিবার । যদিও ঘটনার কতটা সত্যতা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ ।

আরও পড়ুন :

1 ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3

2 কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা

3 দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8

মৃত কনস্টেবলের আত্মীয়ের বক্তব্য

নদিয়া, 6 ডিসেম্বর: পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার কালীগঞ্জ থানার পাথরজোনা এলাকায় ৷ মৃত কনস্টেবলের পরিবারের তরফ থেকে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

মৃত পুলিশ কনস্টেবলের নাম শেখ শামিম আখতার (27) ৷ মঙ্গলবার রাতে তিনি বাচ্চার ওষুধ কিনে দেবগ্রাম থেকে জাতীয় সরকারের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন ৷ তখনই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের গাড়ি দ্রুত গতিতে আসছিল ৷ সেই গাড়ি শামিমকে ধাক্কা মারতেই তিনি একটি লরির নীচে গিয়ে পড়েন ৷ ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই পুলিশ কর্মী । এলাকাবাসীরা তড়িঘড়ি তাঁকে প্রথমে নিয়ে যায় কালীগঞ্জ স্থানীয় হাসপাতালে ৷ সেখানে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে । এরপর বুধবার ভোররাতে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের ।

পরিবারের দাবি, পুলিশ এইভাবে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । যদিও এই অভিযোগ অস্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তথা দুর্ঘটনায় অভিযুক্ত অভ্র বিশ্বাসের দাবি, ওই পুলিশ কনস্টেবল স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ৷ তাঁর গাড়ির গতি থাকার কারণে চাকা স্লিপ করে । পুলিশের গাড়ি যথেষ্টই নিয়ন্ত্রণে ছিল । এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তিনি নিজে গাড়ি থেকে নেমে ওই কনস্টেবলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ৷ পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷

তবে দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় এলাকা-সহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । অন্যদিকে, পুলিশের গাড়িকেই দায়ী করে কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কনস্টেবলের পরিবার । যদিও ঘটনার কতটা সত্যতা রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ ।

আরও পড়ুন :

1 ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3

2 কালিম্পংয়ে 400 ফুট খাদে পড়ল গাড়ি, মৃত সিকিমের 2 বাসিন্দা

3 দ্রুত গতিতে আসা ভ্যানের ধাক্কা দাঁড়িয়ে থাকা ট্রাককে, মৃত 8

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.