কল্যাণী, 17 অগাস্ট : কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের অবস্থানে লাঠিচার্জ করল পুলিশ ৷ গতকাল কলকাতায় আন্দোলন সফল না হওয়ায় শিক্ষকরা আজ নদিয়ার কল্যাণীতে অবস্থানে বসেন ৷ শিক্ষকদের অভিযোগ, রাজ্য সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও রাখেনি ৷
গতকাল প্রায় এক হাজার পার্শ্ব শিক্ষক বিভিন্ন দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন ৷ সেই অভিযান আটকাতে সল্টলেকের PNB মোড়ে ব্যারিকেড করে পুলিশ ৷ শিক্ষকদের ফিরে যেতে বলা হলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ৷ এই ঘটনার প্রতিবাদে শিক্ষকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান ৷ পার্শ্ব শিক্ষকদের দাবি, বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই প্রতিশ্রুতি রাখা হয়নি ৷
গতকালের বিকাশ ভবন অভিযান সফল না হওয়ায় আজ কল্যাণী স্টেশনের বাস টার্মিনালে অবস্থানে বসেন পার্শ্ব শিক্ষকরা ৷ সেখানেই তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ তাঁদের জোর করে তুলে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ তারপর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷