ETV Bharat / state

চাপড়ায় লজে মধুচক্র, গ্রেফতার 12

গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার চাপড়ার একটি লজ থেকে পুলিশ মধুচক্রের একটি গ্যাংকে গ্রেফতার করল ৷ মোট 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়াও লজের মালিককেও গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় চক্রের পাণ্ডাদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

police-arrested-a-group-of-sex-racket-from-a-private-lodge-in-nadia
বেসরকারি লজ়ে মধুচক্র, গ্রেফতার 12
author img

By

Published : Mar 13, 2021, 10:52 PM IST

নদিয়া, 13 মার্চ : একটি বেসরকারি লজ থেকে মধুচক্রের একটি দলকে গ্রেফতার করল পুলিশ ৷ নদিয়ার চাপড়া থানার পুকুরিয়া লজ় থেকে যুবক-যুবতি সহ 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনায় লজ়ের কয়েকজন কর্মীকেও আটক করেছে পুলিশ ৷ স্থানীয় সূত্রে খবর পেয়েই এই অভিযান চালিয়েছিল পুলিশ ৷ ঘটনায় লজ়ের মালিককেও গ্রেফতার করা হয়েছে ৷

শনিবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে, চাপড়ার পুকুরিয়া লজে গোপনে দেহ ব্যবসা চালানো হচ্ছে ৷ সেই মতো ওই লজ়ে আজ হানা দেন পুলিশ ৷ হানা দিয়ে মোট 12 জন পুরুষ এবং মহিলাকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতার হওয়া মহিলাদের মধ্যে কয়েকজন পড়ুয়া এবং গৃহবধূ ছিল বলে জানা গিয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, তারা প্রত্যেকেই এখন পুলিশের হেফাজতে রয়েছে ৷ এরা সবাই নদিয়ার বিভিন্ন জায়গার বাসিন্দা বলে মনে করছে পুলিশ ৷ তবে, এ নিয়ে কোনও তথ্য জানাতে চায়নি তদন্তকারীরা ৷ লজের মালিককেও জেরা করা হচ্ছে ৷

আরও পড়ুন : বাড়িতে সুড়ঙ্গ কেটে গোপন ডেরায় মধুচক্র, গ্রেপ্তার 6

পুলিশ মামলাটি নিয়ে খুবই গোপনে তদন্ত চালাচ্ছে ৷ কে বা কারা এই চক্রের মূলপাণ্ডা তা এখনও জানা যায়নি ৷ সেই কারণে, লজ়ের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আর এই চক্রের সঙ্গে ওই যুবতি এবং মহিলারা কীভাবে জড়াল ? তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে ধৃত ওই যুবতি এবং মহিলাদের ৷

নদিয়া, 13 মার্চ : একটি বেসরকারি লজ থেকে মধুচক্রের একটি দলকে গ্রেফতার করল পুলিশ ৷ নদিয়ার চাপড়া থানার পুকুরিয়া লজ় থেকে যুবক-যুবতি সহ 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনায় লজ়ের কয়েকজন কর্মীকেও আটক করেছে পুলিশ ৷ স্থানীয় সূত্রে খবর পেয়েই এই অভিযান চালিয়েছিল পুলিশ ৷ ঘটনায় লজ়ের মালিককেও গ্রেফতার করা হয়েছে ৷

শনিবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে, চাপড়ার পুকুরিয়া লজে গোপনে দেহ ব্যবসা চালানো হচ্ছে ৷ সেই মতো ওই লজ়ে আজ হানা দেন পুলিশ ৷ হানা দিয়ে মোট 12 জন পুরুষ এবং মহিলাকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতার হওয়া মহিলাদের মধ্যে কয়েকজন পড়ুয়া এবং গৃহবধূ ছিল বলে জানা গিয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, তারা প্রত্যেকেই এখন পুলিশের হেফাজতে রয়েছে ৷ এরা সবাই নদিয়ার বিভিন্ন জায়গার বাসিন্দা বলে মনে করছে পুলিশ ৷ তবে, এ নিয়ে কোনও তথ্য জানাতে চায়নি তদন্তকারীরা ৷ লজের মালিককেও জেরা করা হচ্ছে ৷

আরও পড়ুন : বাড়িতে সুড়ঙ্গ কেটে গোপন ডেরায় মধুচক্র, গ্রেপ্তার 6

পুলিশ মামলাটি নিয়ে খুবই গোপনে তদন্ত চালাচ্ছে ৷ কে বা কারা এই চক্রের মূলপাণ্ডা তা এখনও জানা যায়নি ৷ সেই কারণে, লজ়ের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আর এই চক্রের সঙ্গে ওই যুবতি এবং মহিলারা কীভাবে জড়াল ? তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে ধৃত ওই যুবতি এবং মহিলাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.