নবদ্বীপ, 3 সেপ্টেম্বর : অ্যাম্বুলেন্সে ডাকাতি করতে এসেছিল একদল দুষ্কৃতী ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেই ছক বানচাল করল পুলিশ ৷ অ্যাম্বুলেন্সটিকে আটক করা হয়েছে ৷ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে ছ'জনকে ৷ নদিয়ার নবদ্বীপ থানা এলাকার বাবলারি গ্রাম পঞ্চায়েতের ঘরের মুখ গ্রামের ঘটনা ৷
বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল যে একদল দুষ্কৃতী গ্রামের একাধিক এলাকায় ঘোরাঘুরি করছে ৷ ডাকাতির পরিকল্পনা করছে ৷ খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 6 দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ৷ সেইসঙ্গে অ্যাম্বুলেন্সটিকে আটক করে ৷ দুষ্কৃতীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । অভিযুক্তদের নাম স্বপন মণ্ডল, রিপন মণ্ডল, শ্যামল ডোম, সুশান্ত হালদার, শংকর সরকার এবং শাহিদ শেখ ।
পুলিশের তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীদের প্রত্যেকের বাড়ি নদিয়া জেলার বিভিন্ন এলাকায় ৷ একজনের বাড়ি বর্ধমানের কালনায় । অ্যাম্বুলেন্সটি কালনা থেকে এসেছিল ৷ গতকাল ধৃতদের কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷