ETV Bharat / state

বাইক চুরি চক্রে জড়িত সন্দেহে গ্রেপ্তার 3

author img

By

Published : Jun 25, 2020, 9:40 PM IST

বাইক চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷

bike theft
বাইক চুরি

ধানতলা,25 জুন : বাইক চুরির বড়সড় চক্রের হদিস পেল নদিয়ার ধানতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধানতলা থানার আড়ংঘাটা এলাকা থেকে বাইক চুরি চক্রের তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে রানাঘাট 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় লাগাতার বাইক চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, চোরেরা বাইক চালকের অসতর্কতার সুযোগে বাইক নিয়ে চম্পট দিচ্ছিল। এমনকি বাইকের হ্যান্ডেল লক করা থাকলেও রেহাই মিলছিল না।

অভিযোগ, প্রতি ক্ষেত্রেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়লেও এই বাইক চুরি চক্রের কোনও হদিস পাচ্ছিল না পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে গোপন সূত্রে পুলিশ একটি বাইক চুরি চক্রের হদিস পায়। আর তার পরই অভিযান চালিয়ে আড়ংঘাটা এলাকা থেকে তিন বাইক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত অসীম বিশ্বাস , বিবেক বিশ্বাস ও হিমাদ্রি রায় নামের তিন অভিযুক্তকে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ৷ ধৃতদের 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷

ধানতলা,25 জুন : বাইক চুরির বড়সড় চক্রের হদিস পেল নদিয়ার ধানতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধানতলা থানার আড়ংঘাটা এলাকা থেকে বাইক চুরি চক্রের তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে রানাঘাট 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় লাগাতার বাইক চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, চোরেরা বাইক চালকের অসতর্কতার সুযোগে বাইক নিয়ে চম্পট দিচ্ছিল। এমনকি বাইকের হ্যান্ডেল লক করা থাকলেও রেহাই মিলছিল না।

অভিযোগ, প্রতি ক্ষেত্রেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়লেও এই বাইক চুরি চক্রের কোনও হদিস পাচ্ছিল না পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে গোপন সূত্রে পুলিশ একটি বাইক চুরি চক্রের হদিস পায়। আর তার পরই অভিযান চালিয়ে আড়ংঘাটা এলাকা থেকে তিন বাইক চোরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত অসীম বিশ্বাস , বিবেক বিশ্বাস ও হিমাদ্রি রায় নামের তিন অভিযুক্তকে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ৷ ধৃতদের 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.