ধানতলা (নদিয়া), 16 এপ্রিল: দিদির বাড়ি ঘুরতে এসে নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ৷ পরিবারে পক্ষ থেকে রানাঘাট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের 4 জনের বিরুদ্ধে ৷ অভিযোগের ভিত্তিতেই 3 অভিযুক্তকে গ্রেফতার করল রানাঘাট থানার পুলিশ (Unnatural Death of Minor Girl)৷
পুলিশ সূত্রে খবর, নাবালিকার দেহটি দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়ানাতদন্তের রিপোর্ট এলেই সমস্ত বিষয়টি জানা যাবে ৷
উল্লেখ্য, নদিয়ার ধানতলায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে (Unnatural Death of Minor Girl) ঘিরে উত্তেজনা ৷ পিসতুতো দিদির বাড়ি ঘুরতে গিয়ে ওই নাবালিকা নাকি আত্মহত্যা করেছে ৷ এমনটাই জানিয়েছে, মৃতের পিসতুতো দিদি এবং জামাইবাবু ৷ এমনকি পরিবারের লোকজন পৌঁছনোর আগেই দেহের ময়নাতদন্ত করে ফেলা হয় বলে অভিযোগ ৷ তবে, মৃতের পরিবার আত্মহত্যার বিষয়টি মানতে নারাজ ৷ (Second Postmortem of Minor Girl Due to Unnatural Death in Nadia) ৷