ETV Bharat / state

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে গেলে BJP সাংসদকে বাধা পুলিশের - BJP সাংসদ

পুষ্পস্তবক নিয়ে ভিতরে যেতেই পুলিশ তাঁকে আটকায় বলে অভিযোগ । দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তাঁর বচসা হয় ।

BJP MP
BJP MP
author img

By

Published : Nov 16, 2020, 11:44 AM IST

নদিয়া, 16 নভেম্বর : নদিয়ার শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে এলে BJP সাংসদকে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । জেলার DM ও SP-র নির্দেশেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ BJP সাংসদ জগন্নাথ সরকারের ।

আজ শহিদ জওয়ান সুবোধ ঘোষের বাড়িতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি । পুষ্পস্তবক নিয়ে ভিতরে যেতেই পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ । দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তাঁর বচসা হয় । কী কারণে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে জানতেও চান তিনি ।

দীর্ঘক্ষণ তাঁকে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ । শেষে তাঁকে ভিতরে যেতে দেয় পুলিশ ।

জগন্নাথবাবু বলেন, "আমি জেলার সাংসদ । তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নির্দেশেই পুলিশ আমাকে আটকায় । BJP সাংসদ বলেই আমাকে আটকে দেওয়া হয়েছে । একটা নির্লজ্জ সরকার চলছে । সৌজন্যবোধও এই সরকারের নেই । এখানে একজন জওয়ান দেশের জন্য প্রাণ হারিয়েছেন । একজন সাংসদ হিসেবে তাঁকে শ্রদ্ধা জানানোর মৌলিক অধিকার আছে আমার ।"

নদিয়া, 16 নভেম্বর : নদিয়ার শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে এলে BJP সাংসদকে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । জেলার DM ও SP-র নির্দেশেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ BJP সাংসদ জগন্নাথ সরকারের ।

আজ শহিদ জওয়ান সুবোধ ঘোষের বাড়িতে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি । পুষ্পস্তবক নিয়ে ভিতরে যেতেই পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ । দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তাঁর বচসা হয় । কী কারণে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে জানতেও চান তিনি ।

দীর্ঘক্ষণ তাঁকে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ । শেষে তাঁকে ভিতরে যেতে দেয় পুলিশ ।

জগন্নাথবাবু বলেন, "আমি জেলার সাংসদ । তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নির্দেশেই পুলিশ আমাকে আটকায় । BJP সাংসদ বলেই আমাকে আটকে দেওয়া হয়েছে । একটা নির্লজ্জ সরকার চলছে । সৌজন্যবোধও এই সরকারের নেই । এখানে একজন জওয়ান দেশের জন্য প্রাণ হারিয়েছেন । একজন সাংসদ হিসেবে তাঁকে শ্রদ্ধা জানানোর মৌলিক অধিকার আছে আমার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.