ETV Bharat / state

সংগ্রহে 108টি পাখির ডিম, ছোটো থেকেই আজব নেশা বৃদ্ধের - Krishnanagar

কৃষ্ণনগরের অমরেশ মিত্রের সংগ্রহে রয়েছে 108 টি বিভিন্ন পাখির ডিম ৷ নিজের বাড়ির একটি ঘরে তৈরি করেছেন আস্ত সংগ্রহশালা ৷ শুধু ডিম নয়, তাঁর সংগ্রহে রয়েছে প্রায় 252 ধরনের ধানের বীজ, পেন, পাথর আরও অনেক কিছু ৷

Amaresh Mitra from Krishnanagar
অমরেশ মিত্র
author img

By

Published : Feb 29, 2020, 12:03 AM IST

Updated : Mar 8, 2020, 4:24 PM IST

কৃষ্ণনগর, 28 ফেব্রুয়ারি : শুনেছিলেন, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে ৷ মনে প্রশ্ন জেগেছিল, কাক, কোকিল দু'টো তো আলাদা পাখি, তাহলে ডিমও নিশ্চয়ই আলাদা হবে ৷ তাহলে পাখি কেন চিনতে পারে না ? উত্তর খুঁজতে বেড়িয়ে পড়েছিলেন কৃষ্ণনগরের অমরেশ মিত্র ৷

তখন নবম শ্রেণীর ছাত্র ৷ ডিম খুঁজতে বেড়িয়ে কখন যে ডিম সংগ্রহের নেশা চেপেছিল তা অবশ্য নিজেও টের পাননি ৷ প্রথম সংগ্রহ ঘুঘুর ডিম ৷ তারপর একে একে কাক, কোকিল, হাঁস... ৷ এখন বয়স 82 বছর ৷ তাঁর সংগ্রহে রয়েছে মোট 108 টি বিভিন্ন পাখির ডিম ৷ নিজের বাড়ির একটি ঘরে তৈরি করেছেন আস্ত সংগ্রহশালা ৷ শুধু ডিম নয়, তাঁর সংগ্রহে রয়েছে প্রায় 252 ধরনের ধানের বীজ, পেন, পাথর আরও কত কী !

নবদ্বীপ হাইস্কুলে শিক্ষকতা করতেন অমরেশবাবু ৷ মনের টানে শিক্ষকতার পাশাপাশি চালিয়ে গেছেন সংগ্রহের কাজ ৷ এর জন্য বেশ পরিশ্রমও করতে হয়েছে ৷ ঘুরতে হয়ে মাঠে-ঘাটে, বনে-বাদাড়ে ৷ বন্ধুরাও সাহায্য করেছিলেন ৷ তবে এখনকার দিনে পাখির ডিম সংগ্রহ খুব একটা সহজ কাজ নয় ৷ বলেন, "আমি কখনও পাখির বাসা ডিম শূন্য করে দিইনি ৷ দেখেছি দু'টো ডিম রয়েছে, একটা নিয়েছি ৷ চারটে ডিম থাকলে দু'টো নিয়েছি ৷ এভাবেই সংগ্রহ করেছি ৷ " জানান, আজকের দিনে এই কাজ করা খুব সহজ নয় ৷ উদ্বেগ প্রকাশ করে বলেন, "নগরায়ন, শিল্পায়নের ফলে শহরের গাছপালা কেটে নষ্ট করে দেওয়া হচ্ছে ৷ পাখি যাবে কোথায় ? পাখিকে তো খুঁজে পাওয়া যাবে না ৷ বিপন্ন আজ পাখিকূল ৷ আর কিছুদিন পর খুঁজে পাওয়া যাবে না ৷ "

সংগ্রহে 108টি পাখির ডিম, 252 ধরনের ধানের বীজ, পেন, পাথর আরও অনেক কিছু ৷

এই কাজে সহযোগিতা করেছিলেন বন্ধু রবীন্দ্রনাথ সিংহ রায় ৷ রবীন্দ্রনাথবাবু জানান, অমরেশবাবু তাঁর ছোটোবেলার বন্ধু ৷ তিনিও অনেক কিছু তাঁকে খুঁজে এনে দিয়েছিলেন ৷ বলেন, "ওঁর (অমরেশ মিত্র) সংগ্রহ করার একটা বাতিক ছিল ৷ কোনও কিছু যেমন পোস্ট কার্ড, খবরের কাগজ পেলেই সংগ্রহ করে রাখতেন ৷ আমিও অনেক কিছু সংগ্রহ করে দিয়েছি ৷ " সহযোগিতা করেছিলেন স্ত্রী আরতি মিত্রও ৷

এখন বয়স হয়েছে ৷ ভাঙা শরীরে আর সেই জোর নেই ৷ তাই চাইছেন তাঁর অবর্তমানে সংগ্রহশালার জিনিসগুলি কোনও সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানকে দান করতে ৷ একটি প্রতিষ্ঠানের সঙ্গে এনিয়ে আলোচনা চলছে ৷

কৃষ্ণনগর, 28 ফেব্রুয়ারি : শুনেছিলেন, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে ৷ মনে প্রশ্ন জেগেছিল, কাক, কোকিল দু'টো তো আলাদা পাখি, তাহলে ডিমও নিশ্চয়ই আলাদা হবে ৷ তাহলে পাখি কেন চিনতে পারে না ? উত্তর খুঁজতে বেড়িয়ে পড়েছিলেন কৃষ্ণনগরের অমরেশ মিত্র ৷

তখন নবম শ্রেণীর ছাত্র ৷ ডিম খুঁজতে বেড়িয়ে কখন যে ডিম সংগ্রহের নেশা চেপেছিল তা অবশ্য নিজেও টের পাননি ৷ প্রথম সংগ্রহ ঘুঘুর ডিম ৷ তারপর একে একে কাক, কোকিল, হাঁস... ৷ এখন বয়স 82 বছর ৷ তাঁর সংগ্রহে রয়েছে মোট 108 টি বিভিন্ন পাখির ডিম ৷ নিজের বাড়ির একটি ঘরে তৈরি করেছেন আস্ত সংগ্রহশালা ৷ শুধু ডিম নয়, তাঁর সংগ্রহে রয়েছে প্রায় 252 ধরনের ধানের বীজ, পেন, পাথর আরও কত কী !

নবদ্বীপ হাইস্কুলে শিক্ষকতা করতেন অমরেশবাবু ৷ মনের টানে শিক্ষকতার পাশাপাশি চালিয়ে গেছেন সংগ্রহের কাজ ৷ এর জন্য বেশ পরিশ্রমও করতে হয়েছে ৷ ঘুরতে হয়ে মাঠে-ঘাটে, বনে-বাদাড়ে ৷ বন্ধুরাও সাহায্য করেছিলেন ৷ তবে এখনকার দিনে পাখির ডিম সংগ্রহ খুব একটা সহজ কাজ নয় ৷ বলেন, "আমি কখনও পাখির বাসা ডিম শূন্য করে দিইনি ৷ দেখেছি দু'টো ডিম রয়েছে, একটা নিয়েছি ৷ চারটে ডিম থাকলে দু'টো নিয়েছি ৷ এভাবেই সংগ্রহ করেছি ৷ " জানান, আজকের দিনে এই কাজ করা খুব সহজ নয় ৷ উদ্বেগ প্রকাশ করে বলেন, "নগরায়ন, শিল্পায়নের ফলে শহরের গাছপালা কেটে নষ্ট করে দেওয়া হচ্ছে ৷ পাখি যাবে কোথায় ? পাখিকে তো খুঁজে পাওয়া যাবে না ৷ বিপন্ন আজ পাখিকূল ৷ আর কিছুদিন পর খুঁজে পাওয়া যাবে না ৷ "

সংগ্রহে 108টি পাখির ডিম, 252 ধরনের ধানের বীজ, পেন, পাথর আরও অনেক কিছু ৷

এই কাজে সহযোগিতা করেছিলেন বন্ধু রবীন্দ্রনাথ সিংহ রায় ৷ রবীন্দ্রনাথবাবু জানান, অমরেশবাবু তাঁর ছোটোবেলার বন্ধু ৷ তিনিও অনেক কিছু তাঁকে খুঁজে এনে দিয়েছিলেন ৷ বলেন, "ওঁর (অমরেশ মিত্র) সংগ্রহ করার একটা বাতিক ছিল ৷ কোনও কিছু যেমন পোস্ট কার্ড, খবরের কাগজ পেলেই সংগ্রহ করে রাখতেন ৷ আমিও অনেক কিছু সংগ্রহ করে দিয়েছি ৷ " সহযোগিতা করেছিলেন স্ত্রী আরতি মিত্রও ৷

এখন বয়স হয়েছে ৷ ভাঙা শরীরে আর সেই জোর নেই ৷ তাই চাইছেন তাঁর অবর্তমানে সংগ্রহশালার জিনিসগুলি কোনও সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানকে দান করতে ৷ একটি প্রতিষ্ঠানের সঙ্গে এনিয়ে আলোচনা চলছে ৷

Last Updated : Mar 8, 2020, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.