ETV Bharat / state

Hanskhali Rape : শোকে খাওয়া বন্ধ, হাসপাতালে হাঁসখালি ধর্ষণে মৃত নাবালিকার বাবা-মা

মেয়ের মৃত্যুশোকে খাবার না খেয়ে অসুস্থ হাঁসখালি ধর্ষণ (Hanskhali Rape) কাণ্ডে মৃত নাবালিকার বাবা-মা ৷ পুলিশি সহায়তায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হল স্থানীয় হাসপাতালে ৷

Hanskhali Rape
অসুস্থ হয়ে হাসপাতালে হাঁসখালি ধর্ষণে মৃত নাবালিকার বাবা মা
author img

By

Published : Apr 13, 2022, 4:32 PM IST

হাঁসখালি, 13 এপ্রিল : সাতদিন হল মেয়েকে হারিয়েছেন ৷ সেই থেকেই শোকাতুর বাবা-মা খাওয়া বন্ধ করে দিয়েছিলেন ৷ তার জেরেই অসুস্থ হয়ে পড়েন হাঁসখালি ধর্ষণ কাণ্ডে মৃত নাবালিকার বাবা-মা (Parents of Hanskhali Raped Minor Girl are ill they Admitted to Hospital) । বুধবার তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বগুলা হাসপাতালে ৷

ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণ (Hanskhali Rape Update) কাণ্ডের তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট । রাজ্য পুলিশের উপর আস্থা না রাখতে পেরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে । সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দেওয়াই খুশি হয় নির্যাতিতার পরিবার । তাঁরা চাইছেন অবিলম্বে এই ঘটনায় যারা যুক্ত তাদের চিহ্নিত করে ফাঁসির ব্যবস্থা করুক সিবিআই ।

তবে মেয়ের মৃত্যু নিয়ে গোটা রাজ্য তোলপাড় হলেও মনোকষ্টে নিয়মিত খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়েন শোকাতুর বাবা-মা । অবস্থা এতটাই গুরুতর যে পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অন্যদিকে, আজই নির্যাতিতার বাড়ি আসার কথা রয়েছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের ৷

আরও পড়ুন : Hanskhali Rape : ধর্ষণে নাবালিকার মৃত্য়ু, প্রমাণ লোপাটে তড়িঘড়ি পোড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

হাঁসখালি, 13 এপ্রিল : সাতদিন হল মেয়েকে হারিয়েছেন ৷ সেই থেকেই শোকাতুর বাবা-মা খাওয়া বন্ধ করে দিয়েছিলেন ৷ তার জেরেই অসুস্থ হয়ে পড়েন হাঁসখালি ধর্ষণ কাণ্ডে মৃত নাবালিকার বাবা-মা (Parents of Hanskhali Raped Minor Girl are ill they Admitted to Hospital) । বুধবার তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বগুলা হাসপাতালে ৷

ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণ (Hanskhali Rape Update) কাণ্ডের তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট । রাজ্য পুলিশের উপর আস্থা না রাখতে পেরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে । সিবিআইয়ের হাতে তদন্ত তুলে দেওয়াই খুশি হয় নির্যাতিতার পরিবার । তাঁরা চাইছেন অবিলম্বে এই ঘটনায় যারা যুক্ত তাদের চিহ্নিত করে ফাঁসির ব্যবস্থা করুক সিবিআই ।

তবে মেয়ের মৃত্যু নিয়ে গোটা রাজ্য তোলপাড় হলেও মনোকষ্টে নিয়মিত খাবার না খেয়ে অসুস্থ হয়ে পড়েন শোকাতুর বাবা-মা । অবস্থা এতটাই গুরুতর যে পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অন্যদিকে, আজই নির্যাতিতার বাড়ি আসার কথা রয়েছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের ৷

আরও পড়ুন : Hanskhali Rape : ধর্ষণে নাবালিকার মৃত্য়ু, প্রমাণ লোপাটে তড়িঘড়ি পোড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.