ফুলিয়া, 21 জানুয়ারি : এপিজে আব্দুল কালাম, নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং ৷ দেশের প্রথমসারির রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধানদের মুখাবয়ব তাঁর নিপুণ শিল্পদক্ষতায় এর আগে শোভা পেয়েছে শাড়িতে ৷ এবার তাঁর হাতের ছোঁয়ায় শাড়িতে জীবন্ত হয়ে উঠলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ৷ 125তম নেতাজি জন্মজয়ন্তীতে দেশপ্রেমিককে এমব্রয়ডারি শিল্পের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করছেন ফুলিয়ার তাঁতশিল্পী পদ্মশ্রী বীরেন বসাক (Padmashree Biren Basak tributes Netaji Subhash Chandra Bose through his embroidery) ৷
গতবছর পদ্মশ্রী সম্মান অর্জনের আগে রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় পুরস্কারের মতো সম্মান এসেছে বীরেন বসাকের ঝুলিতে ৷ শিল্পী বলছেন, বছরের পর বছর মানুষের ভালবাসা পেয়েছি ৷ তাই আরও ভাল কাজের তাগিদ থেকেই এই ভাবনা ৷ তবে তাঁর এই নতুন ভাবনায় শরিক হয়েছে শিল্পীর ছেলেও ৷ প্রায় দেড় মাসের নিরলস প্রচেষ্টায় সম্ভব হয়েছে সবকিছু ৷ আগামিদিনে কলকাতার নেতাজি ভবন কর্তৃপক্ষের হাতে এমব্রয়ডারি করা মুর্শিদাবাদের কোরা সিল্ক তুলে দিতে চান বীরেনবাবু ৷
আরও পড়ুন : নেতাজির সৌজন্যে সংশোধিত হল এক ঐতিহাসিক অসঙ্গতি