শান্তিপুর , 10 অক্টোবর : নবমীর রাত থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল স্থানীয় একটি জলাশয় থেকে ৷ মৃতের নাম সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে ৷
পেশায় পুরোহিত ছিলেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ৷ স্থানীয় একটি মন্দিরে পূজা করতেন ৷ নবমীর রাতে পুজো করে বাড়ি ফেরেন ৷ তারপর তাঁর মেয়েদের জানান, তিনি একটু বাইরে যাচ্ছেন ৷ আবার ফিরে আসবেন ৷ কিন্তু সেইদিন রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ দশমীর দিন তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ ৷
দশমীর সকালে পরিবারের সদস্যরা সুপ্রিয়বাবুর খোঁজে বেরোন ৷ পাশের লক্ষ্মীনাথপুর গ্রামে সুপ্রিয়বাবুর স্কুটি দেখতে পান । সেখানে জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যরা ৷ জানতে পারেন , নবমীর রাতে মদ্যপ ছিলেন সুপ্রিয়বাবু ৷ ওই এলাকার কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল । এরপর আজ সকালে বাগদেবী তলার একটি জলাশয়ে সুপ্রিয়বাবুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ এরপর স্থানীয়রা শান্তিপুর বাগ-আছড়া রাজ্য সড়ক অবরোধ করে ৷ তাদের বক্তব্য, পুলিশ সঠিক পদক্ষেপ না করলে মৃতদেহ ছাড়বে না তারা ৷
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ তাদের দাবি , অবিলম্বে গ্রেপ্তার করতে হবে খুনিদের ৷ নিখোঁজ ডায়েরি করার পরও কেন পদক্ষেপ করেনি পুলিশ, এই প্রশ্ন তোলে ৷ এখনও পর্যন্ত 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শান্তিপুর থানার পুলিশ ৷ ঘটনাস্থানে পৌঁছান রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার ৷ তিনি বলেন , " ভারতীয় জনতা পার্টির সদস্যদের ভয় দেখিয়ে খুন করা হচ্ছে ৷ এটি একটি পরিকল্পিত খুন ৷ খুন করে মৃতদেহ গায়েব করারও চেষ্টা হয়েছে ৷ এর তদন্ত চাই ও বিচার চাই ৷ "
স্থানীয় সূত্রে খবর, পুজোর আগে বেশ বড় অঙ্কের টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলেন সুপ্রিয়বাবু । সেই টাকা সংক্রান্ত কারণেই খুন? না অন্য কোনও কারণ রয়েছে? তদন্ত করেছে পুলিশ । বিক্ষোভ চলছে এখনও ৷