ETV Bharat / state

নিখোঁজ পুরোহিতের দেহ জলাশয়ে, পুলিশকে ঘিরে বিক্ষোভ - নদিয়ায় খুন

পেশায় পুরোহিত ছিলেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ৷ স্থানীয় একটি মন্দিরে পূজা করতেন ৷ নবমীর রাতে পুজো করে বাড়ি ফেরেন ৷ তারপর তাঁর মেয়েদের জানান, তিনি একটু বাইরে যাচ্ছেন ৷ আবার ফিরে আসবেন ৷ কিন্তু সেইদিন রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ দশমীর দিন তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ ৷

murder
author img

By

Published : Oct 10, 2019, 1:45 PM IST

Updated : Oct 10, 2019, 3:11 PM IST

শান্তিপুর , 10 অক্টোবর : নবমীর রাত থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল স্থানীয় একটি জলাশয় থেকে ৷ মৃতের নাম সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে ৷

পেশায় পুরোহিত ছিলেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ৷ স্থানীয় একটি মন্দিরে পূজা করতেন ৷ নবমীর রাতে পুজো করে বাড়ি ফেরেন ৷ তারপর তাঁর মেয়েদের জানান, তিনি একটু বাইরে যাচ্ছেন ৷ আবার ফিরে আসবেন ৷ কিন্তু সেইদিন রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ দশমীর দিন তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ ৷

দশমীর সকালে পরিবারের সদস্যরা সুপ্রিয়বাবুর খোঁজে বেরোন ৷ পাশের লক্ষ্মীনাথপুর গ্রামে সুপ্রিয়বাবুর স্কুটি দেখতে পান । সেখানে জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যরা ৷ জানতে পারেন , নবমীর রাতে মদ্যপ ছিলেন সুপ্রিয়বাবু ৷ ওই এলাকার কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল । এরপর আজ সকালে বাগদেবী তলার একটি জলাশয়ে সুপ্রিয়বাবুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ এরপর স্থানীয়রা শান্তিপুর বাগ-আছড়া রাজ্য সড়ক অবরোধ করে ৷ তাদের বক্তব্য, পুলিশ সঠিক পদক্ষেপ না করলে মৃতদেহ ছাড়বে না তারা ৷

দেখুন ভিডিয়োয়...

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ তাদের দাবি , অবিলম্বে গ্রেপ্তার করতে হবে খুনিদের ৷ নিখোঁজ ডায়েরি করার পরও কেন পদক্ষেপ করেনি পুলিশ, এই প্রশ্ন তোলে ৷ এখনও পর্যন্ত 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শান্তিপুর থানার পুলিশ ৷ ঘটনাস্থানে পৌঁছান রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার ৷ তিনি বলেন , " ভারতীয় জনতা পার্টির সদস্যদের ভয় দেখিয়ে খুন করা হচ্ছে ৷ এটি একটি পরিকল্পিত খুন ৷ খুন করে মৃতদেহ গায়েব করারও চেষ্টা হয়েছে ৷ এর তদন্ত চাই ও বিচার চাই ৷ "

স্থানীয় সূত্রে খবর, পুজোর আগে বেশ বড় অঙ্কের টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলেন সুপ্রিয়বাবু । সেই টাকা সংক্রান্ত কারণেই খুন? না অন্য কোনও কারণ রয়েছে? তদন্ত করেছে পুলিশ । বিক্ষোভ চলছে এখনও ৷

শান্তিপুর , 10 অক্টোবর : নবমীর রাত থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল স্থানীয় একটি জলাশয় থেকে ৷ মৃতের নাম সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে ৷

পেশায় পুরোহিত ছিলেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ৷ স্থানীয় একটি মন্দিরে পূজা করতেন ৷ নবমীর রাতে পুজো করে বাড়ি ফেরেন ৷ তারপর তাঁর মেয়েদের জানান, তিনি একটু বাইরে যাচ্ছেন ৷ আবার ফিরে আসবেন ৷ কিন্তু সেইদিন রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ দশমীর দিন তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ ৷

দশমীর সকালে পরিবারের সদস্যরা সুপ্রিয়বাবুর খোঁজে বেরোন ৷ পাশের লক্ষ্মীনাথপুর গ্রামে সুপ্রিয়বাবুর স্কুটি দেখতে পান । সেখানে জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যরা ৷ জানতে পারেন , নবমীর রাতে মদ্যপ ছিলেন সুপ্রিয়বাবু ৷ ওই এলাকার কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল । এরপর আজ সকালে বাগদেবী তলার একটি জলাশয়ে সুপ্রিয়বাবুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ৷ এরপর স্থানীয়রা শান্তিপুর বাগ-আছড়া রাজ্য সড়ক অবরোধ করে ৷ তাদের বক্তব্য, পুলিশ সঠিক পদক্ষেপ না করলে মৃতদেহ ছাড়বে না তারা ৷

দেখুন ভিডিয়োয়...

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ তাদের দাবি , অবিলম্বে গ্রেপ্তার করতে হবে খুনিদের ৷ নিখোঁজ ডায়েরি করার পরও কেন পদক্ষেপ করেনি পুলিশ, এই প্রশ্ন তোলে ৷ এখনও পর্যন্ত 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শান্তিপুর থানার পুলিশ ৷ ঘটনাস্থানে পৌঁছান রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার ৷ তিনি বলেন , " ভারতীয় জনতা পার্টির সদস্যদের ভয় দেখিয়ে খুন করা হচ্ছে ৷ এটি একটি পরিকল্পিত খুন ৷ খুন করে মৃতদেহ গায়েব করারও চেষ্টা হয়েছে ৷ এর তদন্ত চাই ও বিচার চাই ৷ "

স্থানীয় সূত্রে খবর, পুজোর আগে বেশ বড় অঙ্কের টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলেন সুপ্রিয়বাবু । সেই টাকা সংক্রান্ত কারণেই খুন? না অন্য কোনও কারণ রয়েছে? তদন্ত করেছে পুলিশ । বিক্ষোভ চলছে এখনও ৷

Intro:নবমীর রাত থেকে নিখোঁজ পুরোহিত এর দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা নদীয়ায় শান্তিপুরে।মৃত পুরোহিতের নাম সুপ্রিয় ব্যানার্জি(45)।পুলিশের গাফিলতির কারণেই এই খুন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপুর বাগ আচড়া রোড অবরোধ করে স্থানীয় মানুষজন।দেহ উদ্ধার করতে এলে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয় মানুষজন।সূত্রের খবর,নদীয়ার শান্তিপুর থানার বাগ আচড়া পঞ্চায়েত এর বাগদেবী তলার বাসিন্দা পেশায় পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি।পরিবারের অভিযোগ,নবমীর রাতে পুজো শেষে বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সুপ্রিয় বাবু।অভিযোগ,দশমীর সকালে পরিবারের সদস্যরা সুপ্রিয় বাবুর খোঁজ নিতে গিয়ে পাশের গ্রাম লক্ষিনাথপুরে সুপ্রিয় বাবুর স্কুটি দেখতে পান।অভিযোগ,সেখানে জিজ্ঞাসাবাদ করে পরিবারের লোক জানতে পারে ওই এলাকার কয়েক জনের সাথে নবমীর রাতে কথা কাটাকাটি হয়েছিল সুপ্রিয় বাবুর।অভিযোগ,এর পরই দশমীর দিন শান্তিপুর থানায় ওই গন্ডগোলের কথা জানিয়ে নিখোঁজ ডায়েরী করেন ওই পুরোহিতের পরিবার।পরিবারের অভিযোগ,নিখোঁজ ডায়েরি করার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।এরপর বৃহস্পতিবার সকালে বাগদেবী তলার একটি জলাশয়ের ভিতর থেকে সুপ্রিয় বাবুর দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন।পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে এলে শান্তিপুর থানার পুলিশ কে আটকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন। পুলিশ কুকুর না এনে মৃতদেহ তোলা যাবেনা দাবি জানিয়ে শান্তিপুর বাগআছড়া রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় মানুষজন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাটের sdpo।তাতেও কোনো সুরাহা হয়নি।দোষীদের অবিলম্বে গ্রেফতার ও পুলিশ কুকুর এনে তদন্তের দাবি জানিয়ে এখনো পুলিশ কে আটকে অবরোধ চালাচ্ছে এলাকাবাসী।সূত্রের খবর,পুজোর আগে বেশ বড় অংকের টাকা ব্যাংক থেকে তুলেছিল সুপ্রিয় বাবু।সেই টাকা সংক্রান্ত বিষয়ে খুন,না এর পিছনে অন্য কোনো কারণ আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।পাশাপাশি এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ এখনো চলছে।Body:SANTIPUR MARDARConclusion:
Last Updated : Oct 10, 2019, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.