ETV Bharat / state

করোনার বলি আরও এক সরকারি কর্মী - coronavirus

অসুস্থ অবস্থায় 17 তারিখে রাজ্যের পঞ্চম দফা ভোটের ডিউটিতে কল্যাণী মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন শম্ভু বিশ্বাস। এরপর উপসর্গ দেখা দিলে তিনি করোনার পরীক্ষা করান ৷ রিপোর্ট পজিটিভ আসে । করোনা আক্রান্ত হবার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

করোনার বলি আরও এক সরকারি কর্মী
করোনার বলি আরও এক সরকারি কর্মী
author img

By

Published : Apr 27, 2021, 12:05 PM IST

কল্যাণী, 27 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক সরকারি আধিকারিকের । করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এ রাজ্যের আরও এক সরকারি আধিকারিক । পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শম্ভু বিশ্বাস ৷ বয়স 59 বছর ।

তিনি কর্মরত ছিলেন কল্যাণী ও রানাঘাটের মহাকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক হিসাবে । সূত্রের খবর, অসুস্থ অবস্থায় 17 তারিখে রাজ্যের পঞ্চম দফা ভোটের ডিউটিতে কল্যাণী মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন তিনি । এরপর উপসর্গ দেখা দিলে তিনি করোনার পরীক্ষা করান ৷ রিপোর্ট পজিটিভ আসে । করোনা আক্রান্ত হবার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

সোমবার সকালের দিকে শম্ভুবাবুর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হয় ৷ কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি ৷ জানা গিয়েছে, তাঁর বাড়ির সদস্যরা, শম্ভুবাবুর স্ত্রী, পুত্র এবং মা সকলেই কোভিড পজিটিভ ৷ শম্ভু বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার-সহ অফিস কর্মী দের মধ্যেও ।

আরও পড়ুন : ডোমদের কর্মবিরতির জের, রানাঘাটে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সে করোনা রোগীর দেহ

কল্যাণী, 27 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক সরকারি আধিকারিকের । করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এ রাজ্যের আরও এক সরকারি আধিকারিক । পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শম্ভু বিশ্বাস ৷ বয়স 59 বছর ।

তিনি কর্মরত ছিলেন কল্যাণী ও রানাঘাটের মহাকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক হিসাবে । সূত্রের খবর, অসুস্থ অবস্থায় 17 তারিখে রাজ্যের পঞ্চম দফা ভোটের ডিউটিতে কল্যাণী মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন তিনি । এরপর উপসর্গ দেখা দিলে তিনি করোনার পরীক্ষা করান ৷ রিপোর্ট পজিটিভ আসে । করোনা আক্রান্ত হবার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

সোমবার সকালের দিকে শম্ভুবাবুর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হয় ৷ কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি ৷ জানা গিয়েছে, তাঁর বাড়ির সদস্যরা, শম্ভুবাবুর স্ত্রী, পুত্র এবং মা সকলেই কোভিড পজিটিভ ৷ শম্ভু বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার-সহ অফিস কর্মী দের মধ্যেও ।

আরও পড়ুন : ডোমদের কর্মবিরতির জের, রানাঘাটে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সে করোনা রোগীর দেহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.