ETV Bharat / state

করোনার বলি আরও এক সরকারি কর্মী

অসুস্থ অবস্থায় 17 তারিখে রাজ্যের পঞ্চম দফা ভোটের ডিউটিতে কল্যাণী মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন শম্ভু বিশ্বাস। এরপর উপসর্গ দেখা দিলে তিনি করোনার পরীক্ষা করান ৷ রিপোর্ট পজিটিভ আসে । করোনা আক্রান্ত হবার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

করোনার বলি আরও এক সরকারি কর্মী
করোনার বলি আরও এক সরকারি কর্মী
author img

By

Published : Apr 27, 2021, 12:05 PM IST

কল্যাণী, 27 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক সরকারি আধিকারিকের । করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এ রাজ্যের আরও এক সরকারি আধিকারিক । পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শম্ভু বিশ্বাস ৷ বয়স 59 বছর ।

তিনি কর্মরত ছিলেন কল্যাণী ও রানাঘাটের মহাকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক হিসাবে । সূত্রের খবর, অসুস্থ অবস্থায় 17 তারিখে রাজ্যের পঞ্চম দফা ভোটের ডিউটিতে কল্যাণী মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন তিনি । এরপর উপসর্গ দেখা দিলে তিনি করোনার পরীক্ষা করান ৷ রিপোর্ট পজিটিভ আসে । করোনা আক্রান্ত হবার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

সোমবার সকালের দিকে শম্ভুবাবুর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হয় ৷ কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি ৷ জানা গিয়েছে, তাঁর বাড়ির সদস্যরা, শম্ভুবাবুর স্ত্রী, পুত্র এবং মা সকলেই কোভিড পজিটিভ ৷ শম্ভু বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার-সহ অফিস কর্মী দের মধ্যেও ।

আরও পড়ুন : ডোমদের কর্মবিরতির জের, রানাঘাটে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সে করোনা রোগীর দেহ

কল্যাণী, 27 এপ্রিল : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক সরকারি আধিকারিকের । করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এ রাজ্যের আরও এক সরকারি আধিকারিক । পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শম্ভু বিশ্বাস ৷ বয়স 59 বছর ।

তিনি কর্মরত ছিলেন কল্যাণী ও রানাঘাটের মহাকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক হিসাবে । সূত্রের খবর, অসুস্থ অবস্থায় 17 তারিখে রাজ্যের পঞ্চম দফা ভোটের ডিউটিতে কল্যাণী মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন তিনি । এরপর উপসর্গ দেখা দিলে তিনি করোনার পরীক্ষা করান ৷ রিপোর্ট পজিটিভ আসে । করোনা আক্রান্ত হবার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

সোমবার সকালের দিকে শম্ভুবাবুর শারীরিক অবস্থার সাময়িক উন্নতি হয় ৷ কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি ৷ জানা গিয়েছে, তাঁর বাড়ির সদস্যরা, শম্ভুবাবুর স্ত্রী, পুত্র এবং মা সকলেই কোভিড পজিটিভ ৷ শম্ভু বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার-সহ অফিস কর্মী দের মধ্যেও ।

আরও পড়ুন : ডোমদের কর্মবিরতির জের, রানাঘাটে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সে করোনা রোগীর দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.