ETV Bharat / state

"এলাকায় একাধিকবার লোডশেডিং হয়েছিল, সেই সুযোগেই খুন করা হয় সত্যজিৎকে" - loadsheding

লোডশেডিংয়ের সুযোগে খুন করা হয়েছে সত্যজিৎ বিশ্বাসকে বলে দাবি করছেন স্থানীয়রা।

মৃত তৃণমূল বিধায়ক
author img

By

Published : Feb 10, 2019, 2:28 PM IST

কৃষ্ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি : কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে উঠে আসছে একের পর এক তথ্য। পরিকল্পিতভাবে লোডশেডিং করে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

গতকাল এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠান চলাকালীন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ককে গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় আজ দু'জনকে গ্রেপ্তার করা হয়। সাসপেন্ড করা হয় হাঁসখালি থানার OC অনিন্দ্য বসুকেও।

গতকাল সরস্বতী পুজোর অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকবার লোডশেডিং হয়েছিল। আর দুষ্কৃতীরা তারই সুযোগ নিয়েছে বলে স্থানীয়দের বক্তব্য।

মল্লিকা দফাদার নামে কৃষ্ণগঞ্জের এক বাসিন্দা বলেন, "গতকাল অনুষ্ঠান চলাকালীন অনেকবার এলাকায় লোডশেডিং হয়েছে। এর আগে আমাদের এলাকায় কখনও এতবার লোডশেডিং হয়নি। যারা ওঁকে মেরেছে তারা পরিকল্পনা করেই এসেছিল। ওঁ খুবই ভালো মানুষ ছিল। আমরা ভাবতেই পারিনি এরকম একটা আনন্দের দিনে শোকের ছায়া নেমে আসবে। আমরা দুষ্কৃতীদের চরম শাস্তি চাই।"

ঘটনায় অভিযুক্ত অভিজিৎ পুণ্ডরি এখনও পলাতক। পুলিশ তার খোঁজ চালাচ্ছে। অভিজিতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বউদিও। তার বক্তব্য, অভিজিৎ সৎ মানুষ ছিল না।

কৃষ্ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি : কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে উঠে আসছে একের পর এক তথ্য। পরিকল্পিতভাবে লোডশেডিং করে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

গতকাল এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠান চলাকালীন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ককে গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় আজ দু'জনকে গ্রেপ্তার করা হয়। সাসপেন্ড করা হয় হাঁসখালি থানার OC অনিন্দ্য বসুকেও।

গতকাল সরস্বতী পুজোর অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকবার লোডশেডিং হয়েছিল। আর দুষ্কৃতীরা তারই সুযোগ নিয়েছে বলে স্থানীয়দের বক্তব্য।

মল্লিকা দফাদার নামে কৃষ্ণগঞ্জের এক বাসিন্দা বলেন, "গতকাল অনুষ্ঠান চলাকালীন অনেকবার এলাকায় লোডশেডিং হয়েছে। এর আগে আমাদের এলাকায় কখনও এতবার লোডশেডিং হয়নি। যারা ওঁকে মেরেছে তারা পরিকল্পনা করেই এসেছিল। ওঁ খুবই ভালো মানুষ ছিল। আমরা ভাবতেই পারিনি এরকম একটা আনন্দের দিনে শোকের ছায়া নেমে আসবে। আমরা দুষ্কৃতীদের চরম শাস্তি চাই।"

ঘটনায় অভিযুক্ত অভিজিৎ পুণ্ডরি এখনও পলাতক। পুলিশ তার খোঁজ চালাচ্ছে। অভিজিতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বউদিও। তার বক্তব্য, অভিজিৎ সৎ মানুষ ছিল না।


Agartala (Tripura), Feb 09 (ANI): Prime Minister Narendra Modi unveiled the statue of Maharaj Bir Bikram Kishore Manikya Bahadur in Agartala, Tripura on Saturday. He will also address a public rally in Swami Vivekananda Maidan. Maharaj Bir Bikram Kishore was king of Tripura and is considered the father of modern architecture in Tripura.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.