ETV Bharat / state

গরিব মানুষের খাবারের ব্যবস্থা করল নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব - নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব

কার্যত লকডাউনে গরিব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল নদিয়ার নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব ৷ নবদ্বীপ ওলাদেবীতলা এলাকায় প্রায় 200 মানুষের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন ফ্যান ক্লাবের সদস্যরা ৷

Navadwip Mohun Bagan Fan Club arranged food for the poor people in lockdown situation
কার্যত লকডাউনে গরিব মানুষের খাবারের ব্যবস্থা করল নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব
author img

By

Published : May 24, 2021, 6:49 PM IST

নদিয়া, 24 মে : কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করল নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব ৷ এদিন নবদ্বীপ ওলাদেবীতলা এলাকায় প্রায় 200 মানুষের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন ফ্যান ক্লাবের সদস্যরা ৷

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে জেরেবার গোটা দেশ ৷ প্রায় প্রতিদিনই 2 লক্ষের বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন ৷ রাজ্যেও প্রতিদিন 18 থেকে 19 হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন ৷ প্রতিদিনের এই লাগামছাড়া সংক্রমণের জেরে চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দফতর । সেই সঙ্গে প্রতিদিন করোনার মৃতের পরিসংখ্যানও চিন্তার কারণ হয়ে উঠছে ৷ বেলাগাম এই সংক্রমণকে রুখতে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ।

কার্যত লকডাউনে গরিব মানুষের খাবারের ব্যবস্থা করল নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব

আরও পড়ুন : পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের সাহায্য জেলা তৃণমূলের

এই পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছেন ৷ ফলে কার্যত লকডাউন দিশাহীন সাধারণ মানুষ ৷ তাঁদের পাশে দাঁড়াতেই এগিয়ে এলেন নদিয়া নবদ্বীপের মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা ৷ এলাকার শতাধিক গরিব মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তাঁরা ৷

নদিয়া, 24 মে : কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করল নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব ৷ এদিন নবদ্বীপ ওলাদেবীতলা এলাকায় প্রায় 200 মানুষের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন ফ্যান ক্লাবের সদস্যরা ৷

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে জেরেবার গোটা দেশ ৷ প্রায় প্রতিদিনই 2 লক্ষের বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন ৷ রাজ্যেও প্রতিদিন 18 থেকে 19 হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন ৷ প্রতিদিনের এই লাগামছাড়া সংক্রমণের জেরে চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দফতর । সেই সঙ্গে প্রতিদিন করোনার মৃতের পরিসংখ্যানও চিন্তার কারণ হয়ে উঠছে ৷ বেলাগাম এই সংক্রমণকে রুখতে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ।

কার্যত লকডাউনে গরিব মানুষের খাবারের ব্যবস্থা করল নবদ্বীপ মোহনবাগান ফ্যান ক্লাব

আরও পড়ুন : পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের সাহায্য জেলা তৃণমূলের

এই পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছেন ৷ ফলে কার্যত লকডাউন দিশাহীন সাধারণ মানুষ ৷ তাঁদের পাশে দাঁড়াতেই এগিয়ে এলেন নদিয়া নবদ্বীপের মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা ৷ এলাকার শতাধিক গরিব মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.