ETV Bharat / state

Turtles Released in Ganga : জেলেদের থেকে কিনে বড় করে গঙ্গাবক্ষে 3টি কচ্ছপ ছাড়লেন নবদ্বীপের বাসিন্দা - Nadia Man Released Turtles in Ganga

জালে পড়েছিল তিন কচ্ছপ (Turtles Released in Ganga in Nadia) ৷ জেলেদের থেকে কিনে ছোট থেকে খাইয়ে বড় করে তিনটি কচ্ছপকে গঙ্গায় ছেড়ে দিলেন নবদ্বীপের এক ব্যক্তি ৷

Nadia News
কচ্ছপের গল্প
author img

By

Published : May 8, 2022, 1:31 PM IST

নবদ্বীপ, 8 মে : দেড় মাস আগে জেলেদের জালে উঠে আসে ছোট তিনটি কচ্ছপ ৷ তা দেখে নবদ্বীপের স্বরূপগঞ্জের এক মিষ্টান্ন ব্যবসায়ী মিঠুন ঘোষ সেগুলি কিনে নেন (Nadia Man Released Turtles in Ganga) ৷ তিনি ভেবেছিলেন, জেলেরা কচ্ছপগুলিকে বাজারে বিক্রি করে দিলে কেউ তা কিনে ফেয়ে ফেলবে ৷ তাই দেড় হাজার টাকা দিয়ে তিনি কচ্ছপগুলো কিনে বাড়ি নিয়ে আসেন ৷

জালে পড়ার ফলে কচ্ছপগুলির গলায় জালের দাগ ছিল ৷ বেশ কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছিল ৷ সেগুলির চিকিৎসা করে, অনলাইন থেকে তাদের পছন্দের খাবার আনিয়ে ধীরে ধীরে সেগুলিকে বড় করে তোলেন ৷ এরপর শনিবার ওই তিনটি কচ্ছপকে বাড়ির পাশে গঙ্গায় ছেড়ে দেন ৷

কেনার পর কচ্ছপগুলিকে গঙ্গায় ছাড়ার মুহূর্ত

এই বিষয়ে মিঠুনবাবু বলেন, "প্রথম থেকেই কচ্ছপগুলিকে বড় করে সুস্থ করে ছেড়ে দেব ভেবেই কিনেছিলাম ৷ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের বাঁচিয়ে রাখা জরুরি ৷ আজ ওদের নিজের ঠিকানায় ছেড়ে দিতে পেরে আমি খুব খুশি ৷ তাই সকল জেলে বন্ধুদের কাছে আমার অনুরোধ কচ্ছপ ধরা পড়লে তা ছেড়ে দেবেন ৷"

আরও পড়ুন : মুখ দিয়ে মূত্রত্যাগ, আশ্চর্য অভ্যাস যে প্রাণীর

নবদ্বীপ, 8 মে : দেড় মাস আগে জেলেদের জালে উঠে আসে ছোট তিনটি কচ্ছপ ৷ তা দেখে নবদ্বীপের স্বরূপগঞ্জের এক মিষ্টান্ন ব্যবসায়ী মিঠুন ঘোষ সেগুলি কিনে নেন (Nadia Man Released Turtles in Ganga) ৷ তিনি ভেবেছিলেন, জেলেরা কচ্ছপগুলিকে বাজারে বিক্রি করে দিলে কেউ তা কিনে ফেয়ে ফেলবে ৷ তাই দেড় হাজার টাকা দিয়ে তিনি কচ্ছপগুলো কিনে বাড়ি নিয়ে আসেন ৷

জালে পড়ার ফলে কচ্ছপগুলির গলায় জালের দাগ ছিল ৷ বেশ কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছিল ৷ সেগুলির চিকিৎসা করে, অনলাইন থেকে তাদের পছন্দের খাবার আনিয়ে ধীরে ধীরে সেগুলিকে বড় করে তোলেন ৷ এরপর শনিবার ওই তিনটি কচ্ছপকে বাড়ির পাশে গঙ্গায় ছেড়ে দেন ৷

কেনার পর কচ্ছপগুলিকে গঙ্গায় ছাড়ার মুহূর্ত

এই বিষয়ে মিঠুনবাবু বলেন, "প্রথম থেকেই কচ্ছপগুলিকে বড় করে সুস্থ করে ছেড়ে দেব ভেবেই কিনেছিলাম ৷ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের বাঁচিয়ে রাখা জরুরি ৷ আজ ওদের নিজের ঠিকানায় ছেড়ে দিতে পেরে আমি খুব খুশি ৷ তাই সকল জেলে বন্ধুদের কাছে আমার অনুরোধ কচ্ছপ ধরা পড়লে তা ছেড়ে দেবেন ৷"

আরও পড়ুন : মুখ দিয়ে মূত্রত্যাগ, আশ্চর্য অভ্যাস যে প্রাণীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.