নদিয়া, 10 মে : নদিয়া জেলাজুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে ক্ষতির মুখে পড়তে হয় ধান চাষিদের (Due to cyclone asani nadia farmers are affected)।
অশনির প্রভাব গোটা নদিয়া জেলাজুড়ে । মঙ্গলবার সকাল থেকেই আকাশে কালো মেঘের ছায়া, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে শুরু হয় ঝোড়ো হাওয়া ৷ চলছে মাঝারি বৃষ্টি । কোথাও কোথাও শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি ৷ শুধু ভারী বৃষ্টিপাতই নয়, সঙ্গে চলছে বজ্রবিদ্যুৎ । একাধিক ধান চাষের জমিতে জল জমে যাওয়ার কারণে কৃষকরা সেই ধান কেটে জমির পাশে ঝেড়ে ফেলার ব্যবস্থা করেন । মঙ্গলবারও একইভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আবারও ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন ধান চাষিরা এমনটাই আশঙ্কা ।
আরও পড়ুন : শক্তি কমছে অশনির, আজ রাতে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়
অশনি সংকেত পাওয়ার পর থেকেই আগেভাগে খুব অল্প সংখ্যক কৃষক তাঁদের ফসল কেটে ঘরে তুলে ফেলেছেন ৷ কিন্তু এখনও অনেক চাষের জমিতে অনেক কাঁচা-সবজি থেকে শুরু করে ধান রয়ে গিয়েছে । এদিনও যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে চিন্তায় পড়েছেন চাষিরা । এমতাবস্থায় চাষিরা বলছেন, এই বৃষ্টিপাত হওয়ার ফলে মাঠেতেই ধানের অঙ্কুর বেরিয়ে যেতে পারে । যেহেতু ঝড় হওয়ার ফলে ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে সেই কারণে ক্ষতির সম্ভাবনা আরও বেশি ।