নদিয়া, 14 জুলাই : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের নদিয়া কালেক্টরি ইউনিটের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রীর কোরোনা ত্রাণ তহবিলে এক লাখ 51 হাজার টাকা প্রদান করা হয় । আজ জেলা শাসকের হাতে চেক তুলে দেন নদিয়া কালেক্টরি ইউনিটের সদস্যরা।
কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তৎপর রাজ্য । বারবার জারি করা হয়েছে লকডাউন ৷ যার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থায়। লকডাউনের জেরে অনেকটাই পিছিয়ে পড়েছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা। এই পরিস্থিতিতে খোলা হয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল । রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন সাহায্য করার জন্য।
আজ নদিয়ার কালেক্টরি ইউনিটের পক্ষ থেকে জেলা শাসক বিভূ গোয়েলের হাতে ত্রাণের চেক তুলে দেন তারা। নদিয়া কালেক্টরি ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, "যে সমস্ত সরকারি কর্মীরা কালেক্টরি অফিসে কাজ করেন তারা সকলেই তাদের বেতন থেকে যে যেমন পেরেছেন সাহায্য করেছেন। শুধু সরকারি কালেক্টরি ইউনিটের সদস্যরাই নয় বাইরে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।" আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের কাজ করে যাবেন বলে জানিয়েছেন ইউনিট সভাপতি ।