ETV Bharat / state

নদিয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার ব্যাগ ভরতি বোমা - shantipur

ভোটের আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা । শান্তিপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে ।

উদ্ধার হল বোমা
author img

By

Published : Apr 23, 2019, 11:46 AM IST

কৃষ্ণনগর, 23 এপ্রিল : ভোটের আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা । নদিয়ার বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের সদস্য তারক মৈত্রের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভরতি বোমা । শান্তিপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে।

তারক মৈত্রর বক্তব্য, "ভোটের আগে আমাকে ভয় দেখানোর জন্য কোনও বিরোধী শক্তি এইভাবে বোমা রেখেছিল ।"

কৃষ্ণনগর, 23 এপ্রিল : ভোটের আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা । নদিয়ার বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের সদস্য তারক মৈত্রের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভরতি বোমা । শান্তিপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে।

তারক মৈত্রর বক্তব্য, "ভোটের আগে আমাকে ভয় দেখানোর জন্য কোনও বিরোধী শক্তি এইভাবে বোমা রেখেছিল ।"

Intro:তৃণমূল এবং বিজেপি বোঝাপড়া করে ভোটে লড়ছে। তৃণমূল আর বিজেপির মধ্যে কোন ফারাক নেই, ওরা মুদ্রার দুই দিক। নদিয়ায় এই প্রথম লোকসভার প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে তৃণমূল এবং বিজেপিকে এই ভাষাতেই আক্রমণ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
আজি প্রথম রানাঘাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী রমা বিশ্বাস এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তনু সাহার সমর্থনে প্রচারে আসেন বিমান বসু। প্রথমে তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রমা বিশ্বাস কে সঙ্গে নিয়ে নদীয়া তাহেরপুর এলাকায় হট খোলা গাড়িতে প্রচার সারেন। তারপরেই কৃষ্ণনগরে শান্তনু সাহার সমর্থনে প্রচার করেন তিনি।
আর এই প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল আর বিজেপির মধ্যে কোন ফারাক নেই, ওরা মুদ্রার দুই দিক। বিজেপি ভয়ঙ্কর রাজনৈতিক প্রচার করছে। তৃণমূলকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। আর বিজেপিকে ভোট দেওয়া মানেই তৃণমূলকে ভোট দেওয়া। বিজেপি এবং তৃণমূল বোঝাপড়া করে ভোটে লড়ছে। স্বাভাবিকভাবেই দেশের গণতন্ত্র সুরক্ষা রাখতে হবে। দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে বামপন্থা মনোনীত প্রার্থীদের জয়ী করার দরকার। রাম নবমী তো কত দিন ধরে হয়। কিন্তু রম নবমীতে রাজপুত হয়ে যেভাবে মিছিল করল, না দেখলে বোঝা যাবে না এটা তৃণমূল না বিজেপি। এটা অদ্ভুত ব্যাপার।
বামেরা এবারের ভোটে নো ফ্যাক্টর, বিরোধীদের তোলা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বামেরা নো ফ্যাক্টর যদি হয়, তাহলে বামেদের সম্পর্কে কথা বলে কেন। তৃণমূল নেত্রী সিপিআইএম সম্পর্কে কথা বলে কেন।
এবারের ভোটে কেন্দ্র বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ কাজ করা উচিত। যেখানে যেখানে ভোট লুট হয়েছে, এক বছর আগেও পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছে, মানুষকে বেরোতে দেয়নি, সেই সব জায়গা গুলিতে নিজের ভোট নিজে দেওয়ার সুরক্ষিত করতে কেন্দ্র বাহিনীকে ব্যবহার করতে হবে। এটা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন এটা করবে প্রত্যাশা রাখি।
তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীদের নির্বাচন কমিশন এবং আধাসামরিক বাহিনীর কে আক্রমণ প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বলেন, নেত্রী এবং বিজেপি প্রধানমন্ত্রী এরা একে অপরকে বোঝাবুঝি করে তেরে গালা গালি দেয়। নরেন্দ্র মোদী এবং দিদিভাই একে অপরকে গালি গালাজ করে। এই ব্যাপারটা বোঝাপড়া করা। এবং রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে তৃণমূল নেত্রী বলে এসেছেন, আমি তেড়ে-ফুঁড়ে গালি দেবো। যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি গায়ে মাখেন, কিছু মনে না করেন। আর উনিও আমাকে তেড়ে-ফুঁড়ে গালি দেবেন, আমিও কিছু মনে করব না।Body:NADIA BIMAN BASUConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.