ETV Bharat / state

Nabadwip State General Hospital : স্বল্প পরিকাঠামোতেই জটিল অস্ত্রোপচার, অসাধ্যসাধন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের - Nabadwip State General Hospital

অসাধ্য সাধন করলেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ৷ স্বল্প পরিকাঠামোতেই শিরদাঁড়ার জটিল অস্ত্রোপচারের সাফল্যের মুখ দেখল জেলার হাসপাতাল (Nabadwip State General Hospital) ৷

Nabadwip State General Hospital
অসাধ্যসাধন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের
author img

By

Published : May 21, 2022, 11:05 PM IST

Updated : May 22, 2022, 10:26 AM IST

নদিয়া, 21 মে : বছর পঁচিশের যুবক সৌরভ সরকার ভুগছিলেন শিরদাঁড়ার সমস্যায় ৷ শিরদাঁড়ার একদম শেষে অর্থাৎ পায়ুদ্বারের উপরে পুঁজরক্ত জমে গিয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন তিনি ৷ ফলে সোজা হয়ে হাঁটাচলাও করতে পারতেন না । ডাক্তাররা একপ্রকার জানিয়েই দিয়েছিল, বাকি জীবনটাও এভাবেই কাটবে (Nabadwip State General Hospital) ৷

সেই অসাধ্যই সাধন করলেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ৷ তাঁদের জন্যই এবার আর পাঁচজনের মতোই মতো সোজা হয়ে চলবেন সৌরভ ৷ গোটাটাই সম্ভব হয়েছে শল্য চিকিৎসক বকুলচাঁদ শেখের অক্লান্ত পরিশ্রমের ফলে । এই ধরনের জটিল অস্ত্রোপচার শুধুমাত্র মেডিক্যাল কলেজ বা আধুনিক বেসরকারি নার্সিংহোমেই করা সম্ভব ৷ কিন্তু নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের মতো একটি আঞ্চলিক সরকারি হাসপাতালেই সেই জটিল অস্ত্রোপচারে সফলতা এনে কার্যত নজির স্থাপন করলেন চিকিৎসকরা (Nabadwip State General Hospital has successfully done complicated Spinal surgery) ।

চিকিৎসক বকুলচাঁদ শেখ বলেন, ‘‘ওই যুবকের শিরদাঁড়ার শেষে কোমরের দিকে সেক্র কক সিরিয়াল এলাকায় অত্যন্ত জটিল অস্ত্রোপচারটি করা হয় ৷’’ নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য হওয়ার কারণে অর্থ ব্যয় করে জটিল ও ব্যয়বহুল এই অপারেশন করার মতো সামর্থ্য না থাকায় প্রাথমিকভাবে ব্যথার ওষুধ খেয়েই দিন কাটাতেন সৌরভ ৷ ব্যথার ওষুধে সাময়িক সুস্থ থাকলেও পরে সেই সমস্যা কার্যত চরম আকার নেয় ।

নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের অসাধ্যসাধন

আরও পড়ুন : অস্ত্রোপচার করে ভাঙড়ে মহিলার জরায়ু থেকে 3 কেজির টিউমার বাদ

প্রায় দু'ঘণ্টা ধরে চলে জটিল ও ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার ৷ ব্যয়বহুল অস্ত্রোপচারটি হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ৷

নদিয়া, 21 মে : বছর পঁচিশের যুবক সৌরভ সরকার ভুগছিলেন শিরদাঁড়ার সমস্যায় ৷ শিরদাঁড়ার একদম শেষে অর্থাৎ পায়ুদ্বারের উপরে পুঁজরক্ত জমে গিয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন তিনি ৷ ফলে সোজা হয়ে হাঁটাচলাও করতে পারতেন না । ডাক্তাররা একপ্রকার জানিয়েই দিয়েছিল, বাকি জীবনটাও এভাবেই কাটবে (Nabadwip State General Hospital) ৷

সেই অসাধ্যই সাধন করলেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ৷ তাঁদের জন্যই এবার আর পাঁচজনের মতোই মতো সোজা হয়ে চলবেন সৌরভ ৷ গোটাটাই সম্ভব হয়েছে শল্য চিকিৎসক বকুলচাঁদ শেখের অক্লান্ত পরিশ্রমের ফলে । এই ধরনের জটিল অস্ত্রোপচার শুধুমাত্র মেডিক্যাল কলেজ বা আধুনিক বেসরকারি নার্সিংহোমেই করা সম্ভব ৷ কিন্তু নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের মতো একটি আঞ্চলিক সরকারি হাসপাতালেই সেই জটিল অস্ত্রোপচারে সফলতা এনে কার্যত নজির স্থাপন করলেন চিকিৎসকরা (Nabadwip State General Hospital has successfully done complicated Spinal surgery) ।

চিকিৎসক বকুলচাঁদ শেখ বলেন, ‘‘ওই যুবকের শিরদাঁড়ার শেষে কোমরের দিকে সেক্র কক সিরিয়াল এলাকায় অত্যন্ত জটিল অস্ত্রোপচারটি করা হয় ৷’’ নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য হওয়ার কারণে অর্থ ব্যয় করে জটিল ও ব্যয়বহুল এই অপারেশন করার মতো সামর্থ্য না থাকায় প্রাথমিকভাবে ব্যথার ওষুধ খেয়েই দিন কাটাতেন সৌরভ ৷ ব্যথার ওষুধে সাময়িক সুস্থ থাকলেও পরে সেই সমস্যা কার্যত চরম আকার নেয় ।

নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের অসাধ্যসাধন

আরও পড়ুন : অস্ত্রোপচার করে ভাঙড়ে মহিলার জরায়ু থেকে 3 কেজির টিউমার বাদ

প্রায় দু'ঘণ্টা ধরে চলে জটিল ও ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার ৷ ব্যয়বহুল অস্ত্রোপচারটি হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ৷

Last Updated : May 22, 2022, 10:26 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.