নদিয়া, 5 এপ্রিল : পাটের জমিতে বীজ ছড়ানোকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন এক ব্যক্তি (Nadia Murder Case)। গ্রেফতার অভিযুক্ত ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে নদিয়ার পিয়ারপুর গ্রাম এলাকায় । ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ মৃতের নাম ওয়াসেফ মণ্ডল ৷
স্থানীয় সূত্রে জানা যায় , ওয়াসেফ মণ্ডল তাঁর নিজের জমিতে পাটের বীজ ছড়াচ্ছিলেন ৷ তাঁরই পাশের জমিতে কাজ করছিল সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তি ৷ সিরাজ ওয়াসেফকে তার জমিতে কাজ করতে বলে । ওয়াসেফ কথা না শুনলে দু‘জনের মধ্যে বিবাদ শুরু হয়। তখনই সিরাজ হাঁসুয়া দিয়ে গলায় কোপ মারে ওয়াসেফকে । জমিতে লুটিয়ে পড়েন ওয়াসেফ মণ্ডল।
আরও পড়ুন : ব্যান্ডেলে অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন, আত্মসমর্পণ স্বামীর
প্রতিবেশীরা উদ্ধার করে তাঁকে নতিডাঙ্গা হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে চিকিৎসারত ডাক্তাররা ওয়াসেফকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরে পুলিশকে খবর দিলে থানার পাড়ার পুলিশ পৌছায় এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় । ধৃত ব্যক্তি সিরাজ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ ৷ পুরো বিষয়ের তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পরে ধৃত সিরাজ মণ্ডলকে কৃষ্ণনগর আদালতে নিয়ে যাওয়া হয় ৷