শান্তিপুর, 5 জুলাই : 2021 বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে রাজ্য বিজেপিতে ভাঙন লেগেই রয়েছে ৷ এবার একটা গোটা গ্রাম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ৷ সোমবার সকালে নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি 2নং গ্রাম পঞ্চায়েতের নিমতলা গ্রামের পাঁচশোর বেশি বাসিন্দা তৃণমূলে যোগ দিলেন ৷ সেই সঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা ৷
শান্তিপুরের নিমতলা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত লোকসভা ভোটে তাঁদের পাশের গ্রামের বাসিন্দা জগন্নাথ সরকারকে উন্নয়নের স্বার্থে সমর্থন করেছিলেন ৷ ভোটের আগে নিমতলা গ্রামে পাকা রাস্তা থেকে শুরু করে আরও অনেক উন্নয়নের কথা বলেছিলেন তিনি ৷ অভিযোগ, ভোট মিটে যাওয়ার পর থেকে তাঁর আর দেখা নেই ৷ জগন্নাথ সরকার নিজেকে নিয়েই ব্যস্ত ৷ গ্রামের উন্নয়ন তো দূর, সামান্য সমস্যাগুলোর কোনও সমাধান হয়নি ৷ তাই তাঁরা আর বিজেপির উপর ভরসা করতে পারছেন না বলে জানিয়েছেন গ্রামবাসীরা ৷
আরও পড়ুন : মন্ত্রীর হাত ধরে পঞ্চায়েত সদস্য-সহ শতাধিক বিজেপি কর্মীর দলবদল কোচবিহারে
তাই আজ সকালে গ্রামের পাঁচশোর বেশি মানুষ একসঙ্গে তৃণমূলে যোগদান করেন ৷ স্বাভাবিক ভাবেই এই যোগদানের ফলে শান্তিপুরে বিজেপির সংগঠনে বড় ভাঙন ধরল ৷ যার প্রভাব পরবর্তী পঞ্চায়েত ভোট পড়বে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল ৷