ETV Bharat / state

শান্তিপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ 200 জনের - বিজেপিতে যোগদান শান্তিপুরে

নদিয়ার শান্তিপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় 200-র বেশি কর্মী। তাদের অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৷

BJP at Shantipu
বিজেপিতে যোগদান শান্তিপুরে
author img

By

Published : Jan 18, 2021, 1:44 PM IST

শান্তিপুর, 18 জানুয়ারি : তৃণমূল কংগ্রেস ছেড়ে নদিয়ার শান্তিপুরে বিজেপিতে যোগ দিল প্রায় 200-র বেশি কর্মী। রবিবার রাতে বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। নদিয়ার শান্তিপুর থানা ডাকঘর মোড়ে এই পথসভা হয়। এই পথসভাকে কেন্দ্র করে প্রচুর বিজেপি সমর্থকদের উৎসাহ লক্ষ্য করা যায়। এই পথসভায় শান্তিপুর থানা এলাকার প্রায় 200 বেশি তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করে। শান্তিপুর বিজেপির পক্ষ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শহর বিজেপি সভাপতি বিপ্লব কর।

বিপ্লব কর বলেন, "মূলত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি অনেকাংশে এরাজ্যে বাস্তবায়িত হচ্ছে। যেগুলি বাস্তবায়িত হচ্ছে সেখান থেকেও কাটমানি খাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। মূলত সাধারণ মানুষ তাদের এই ভাবমূর্তি বুঝে গেছেন। সেই কারণেই তাঁরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। "

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ

যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন তার মধ্যে অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। শান্তিপুরে এভাবে তৃণমূল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগ দেওয়ায় অস্বস্তিতে শাসকদল ৷

শান্তিপুর, 18 জানুয়ারি : তৃণমূল কংগ্রেস ছেড়ে নদিয়ার শান্তিপুরে বিজেপিতে যোগ দিল প্রায় 200-র বেশি কর্মী। রবিবার রাতে বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। নদিয়ার শান্তিপুর থানা ডাকঘর মোড়ে এই পথসভা হয়। এই পথসভাকে কেন্দ্র করে প্রচুর বিজেপি সমর্থকদের উৎসাহ লক্ষ্য করা যায়। এই পথসভায় শান্তিপুর থানা এলাকার প্রায় 200 বেশি তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করে। শান্তিপুর বিজেপির পক্ষ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শহর বিজেপি সভাপতি বিপ্লব কর।

বিপ্লব কর বলেন, "মূলত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি অনেকাংশে এরাজ্যে বাস্তবায়িত হচ্ছে। যেগুলি বাস্তবায়িত হচ্ছে সেখান থেকেও কাটমানি খাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। মূলত সাধারণ মানুষ তাদের এই ভাবমূর্তি বুঝে গেছেন। সেই কারণেই তাঁরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। "

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ

যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন তার মধ্যে অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। শান্তিপুরে এভাবে তৃণমূল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগ দেওয়ায় অস্বস্তিতে শাসকদল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.