ETV Bharat / state

নদিয়ায় কোরোনায় আক্রান্ত আরও 11 - corona pandemic

নদিয়ায় আরও 11 জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়ল ৷ তাঁদের কল্যাণী হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পরিবারের লোকদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷

more 11 people are infected with corona virus, total number in nadia increased 228
নদিয়ায় আক্রান্ত আরও 11, মোট আক্রান্ত 228
author img

By

Published : Jun 19, 2020, 2:40 PM IST

শান্তিপুর, 19 জুন : নদিয়ায় আরও 11 জনের ধরা পড়ল কোরোনা পজ়িটিভ । জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, তাঁদের কল্যাণী কার্নিভাল কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পাশাপাশি , পরিবারের যাঁরা সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ৷

প্রতিটি জেলার সঙ্গে নদিয়াতে পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের হার । মূলত পরিযায়ী শ্রমিকরা জেলায় ফেরার পর থেকেই সংক্রমণের সংখ্যাটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে । স্বাস্থ্যবিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আরও 11 জনের কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । এর আগে নদিয়াতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 217 জন ৷ নতুন সংক্রমিতদের নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 228 ।

নতুন করে আক্রান্তদের মধ্যে 3 জন তেহট্ট এলাকার বাসিন্দা ৷ 4 জন চাকদহ থানা এলাকার বাসিন্দা । বাকি 1 জন করে নাকাশিপাড়া থানা, গয়েশপুর থানা, হরিণঘাটা থানা ও শান্তিপুর থানা এলাকার বাসিন্দা ৷ স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসনের বক্তব্য, পরিযায়ী শ্রমিকরা জেলাতে ফেরার পর থেকেই কোরোনা সংক্রমণ অনেকটাই বেড়ে গেছে । যে 11 জনের মধ্যে নতুন করে কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে তাদের সিংহভাগ পরিযায়ী শ্রমিক ।

উল্লেখ্য, গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 435 জন । সুস্থ হয়ে উঠেছেন 468 জন । এই নিয়ে পরপর 4 দিন নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হয়ে ওঠার সংখ্যা । রাজ্যে এই মুহূর্তে কোরোনায় আক্রান্তের সংখ্যা 12 হাজার 735 জন । সুস্থ হয়ে উঠেছেন 7 হাজার 1 জন । অন্যদিকে, রাজ্যে শেষ 24 ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে 12 জনের । এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা 518 । এই মুহূর্তে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 5 হাজার 216 জন । পরিস্থিতি সামাল দিতে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে 47টি ।

শান্তিপুর, 19 জুন : নদিয়ায় আরও 11 জনের ধরা পড়ল কোরোনা পজ়িটিভ । জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, তাঁদের কল্যাণী কার্নিভাল কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পাশাপাশি , পরিবারের যাঁরা সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ৷

প্রতিটি জেলার সঙ্গে নদিয়াতে পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণের হার । মূলত পরিযায়ী শ্রমিকরা জেলায় ফেরার পর থেকেই সংক্রমণের সংখ্যাটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে । স্বাস্থ্যবিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আরও 11 জনের কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । এর আগে নদিয়াতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 217 জন ৷ নতুন সংক্রমিতদের নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 228 ।

নতুন করে আক্রান্তদের মধ্যে 3 জন তেহট্ট এলাকার বাসিন্দা ৷ 4 জন চাকদহ থানা এলাকার বাসিন্দা । বাকি 1 জন করে নাকাশিপাড়া থানা, গয়েশপুর থানা, হরিণঘাটা থানা ও শান্তিপুর থানা এলাকার বাসিন্দা ৷ স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসনের বক্তব্য, পরিযায়ী শ্রমিকরা জেলাতে ফেরার পর থেকেই কোরোনা সংক্রমণ অনেকটাই বেড়ে গেছে । যে 11 জনের মধ্যে নতুন করে কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে তাদের সিংহভাগ পরিযায়ী শ্রমিক ।

উল্লেখ্য, গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 435 জন । সুস্থ হয়ে উঠেছেন 468 জন । এই নিয়ে পরপর 4 দিন নতুন করে কোরোনায় আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হয়ে ওঠার সংখ্যা । রাজ্যে এই মুহূর্তে কোরোনায় আক্রান্তের সংখ্যা 12 হাজার 735 জন । সুস্থ হয়ে উঠেছেন 7 হাজার 1 জন । অন্যদিকে, রাজ্যে শেষ 24 ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে 12 জনের । এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা 518 । এই মুহূর্তে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 5 হাজার 216 জন । পরিস্থিতি সামাল দিতে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরি রয়েছে 47টি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.