ETV Bharat / state

মাসে ফি এক টাকা, এখানে পড়াশোনার সাথে খাওয়া-দাওয়াও পায় পড়ুয়ারা

পড়াশোনার পাশাপাশি শেখানো হয় গান, নাচ, আঁকা, ক্যারাটে, যোগ, ব্রতচারী ৷ ছাত্র-ছাত্রীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে ৷ ফি, ছাত্র-ছাত্রীপিছু মাসে মাত্র 1 টাকা ৷

এক টাকার পাঠশালা
author img

By

Published : Aug 7, 2019, 3:15 PM IST

Updated : Aug 7, 2019, 9:06 PM IST

কৃষ্ণনগর, 7 অগাস্ট : 'এক টাকার পাঠশালা ' ৷ অবাক হলেন ? নদিয়ার কৃষ্ণনগর থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের ক্ষীরপুলি গ্রামে এই অভিনব পাঠশালার মাসিক ফি মাত্র 1 টাকা ৷ উদ্যোক্তা 'ভ্রমর' নামক এক সংস্থা ৷ আমগাছের নিচে সাপ্তাহিক এই পাঠশালায় পড়াশোনার পাশাপাশি শেখানো হয় গান, নাচ, আঁকা, ক্যারাটে, যোগ, ব্রতচারী ৷ রয়েছে মিড-ডে-মিলের ব্যবস্থাও ৷

নদিয়ার ক্ষীরপুলি গ্রামটি মূলত আদিবাসী অধ্যুষিত ৷ যোগাযোগ ব্যবস্থাও খুব একটা উন্নত নয় ৷ প্রত্যন্ত এই গ্রামের ছাত্র-ছাত্রীদের নিয়েই খোলা আকাশের নিচে পাঠশালা তৈরি করেছে 'ভ্রমর'৷ উদ্যোক্তারা প্রথমে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের পুরো বিষয়টি বুঝিয়ে বলেন ৷ অভিভাবকরাও রাজি হন ৷ সপ্তাহের রবিবার চলে পাঠশালার পঠন-পাঠন ৷ সকাল 11টা থেকে 3টে পর্যন্ত ৷ কিন্তু রবিবার কেন ? প্রশ্নের উত্তরে উদ্যোক্তাদের একজন সুদীপ সরকার জানান, ছাত্র-ছাত্রীর সপ্তাহের অন্য দিন স্কুল থাকে ৷ আর যাঁরা পড়ান তাঁরা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অথবা কলেজ স্টুডেন্ট ৷ তাই তাঁদেরও নিজের নিজের কাজ থাকে ৷ তাই রবিবারই ক্লাস করানো হয় ৷

special pathshala, one rupee fee, nadia
যোগ প্রশিক্ষণ

প্রথমে মাত্র 22 জন ছাত্র-ছাত্রীকে নিয়ে পথচলা শুরু করেছিল ভ্রমর ৷ তারপর যত দিন গড়িয়েছে, বেড়েছে ছাত্র-ছাত্রী সংখ্যা ৷ মূলত চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ছাত্র-ছাত্রীদের । A, B, C ও D ৷ যারা অপেক্ষাকৃত দুর্বল তাদের দিকে বিশেষ নজর দেওয়া হয় ৷ পড়াশোনার পাশাপাশি চলে নাচ, গান, ছবি আঁকা, যোগ ও ক্যারাটে প্রশিক্ষণ ।

special pathshala, one rupee fee, nadia
পড়াশোনা

কিন্তু পাঠশালার মাসিক ফি 1 টাকা কেন ? সংস্থার বক্তব্য, ছাত্ররা যাতে এটা না ভাবে যে তাদের দয়া করা হচ্ছে । ন্যূনতম খরচে যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্যই এই ব্যবস্থা ৷ সুদীপবাবু বলেন, "1 টাকা অর্থাৎ 16 আনা ৷ আমরা যদি ষোলোআনা চেষ্টা করি তবে ওদের কাছ থেকেও আমরা ষোলোআনা ভালোবাসা পাব ৷ অর্থাৎ মাইনাস করে দেখলে নিট ফল হল শূন্য ৷ মানে নিরাকার ভালোবাসা ৷ যার সন্ধান আমরা সব সময় করছি ৷ " জন-প্রতিনিধিদের কাছ থেকে কোনও সহযোগিতা পেয়েছেন? উত্তরে সুদীপবাবু জানান, তাঁরা কখনও কোনও জন-প্রতিনিধিদের কাছে যাননি ৷ নিজেদের সামর্থ্য মতো যতটা পারেন, করেন ৷

special pathshala, one rupee fee, nadia
আঁকার ক্লাস

পড়াশোনা শেষে ছাত্র-ছাত্রীদের জন্য থাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ৷ রবিবার তাই মেনুও স্পেশাল ৷ ভাত, ডাল, মাংস এবং আলুর চিপস । উদ্যোক্তাদের মতে মিড-ডে-মিলের মতো এই ব্যবস্থা ছাত্র-ছাত্রীদের আরও উৎসাহ বাড়িয়েছে ।

দেখুন ভিডিয়ো

পাঠশালা সম্পর্কে মঞ্জু বিশ্বাস নামের এক অভিভাবক জানান, কাজের চাপে বাড়িতে পড়াশোনা শেখাতে পারেন না তাঁরা ৷ কিন্তু ছুটির দিনে এই পাঠশালা সেই দায়িত্ব নিয়েছে । বাচ্চারাও স্কুলে আসার উৎসাহ দেখায় ৷

কৃষ্ণনগর, 7 অগাস্ট : 'এক টাকার পাঠশালা ' ৷ অবাক হলেন ? নদিয়ার কৃষ্ণনগর থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের ক্ষীরপুলি গ্রামে এই অভিনব পাঠশালার মাসিক ফি মাত্র 1 টাকা ৷ উদ্যোক্তা 'ভ্রমর' নামক এক সংস্থা ৷ আমগাছের নিচে সাপ্তাহিক এই পাঠশালায় পড়াশোনার পাশাপাশি শেখানো হয় গান, নাচ, আঁকা, ক্যারাটে, যোগ, ব্রতচারী ৷ রয়েছে মিড-ডে-মিলের ব্যবস্থাও ৷

নদিয়ার ক্ষীরপুলি গ্রামটি মূলত আদিবাসী অধ্যুষিত ৷ যোগাযোগ ব্যবস্থাও খুব একটা উন্নত নয় ৷ প্রত্যন্ত এই গ্রামের ছাত্র-ছাত্রীদের নিয়েই খোলা আকাশের নিচে পাঠশালা তৈরি করেছে 'ভ্রমর'৷ উদ্যোক্তারা প্রথমে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের পুরো বিষয়টি বুঝিয়ে বলেন ৷ অভিভাবকরাও রাজি হন ৷ সপ্তাহের রবিবার চলে পাঠশালার পঠন-পাঠন ৷ সকাল 11টা থেকে 3টে পর্যন্ত ৷ কিন্তু রবিবার কেন ? প্রশ্নের উত্তরে উদ্যোক্তাদের একজন সুদীপ সরকার জানান, ছাত্র-ছাত্রীর সপ্তাহের অন্য দিন স্কুল থাকে ৷ আর যাঁরা পড়ান তাঁরা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অথবা কলেজ স্টুডেন্ট ৷ তাই তাঁদেরও নিজের নিজের কাজ থাকে ৷ তাই রবিবারই ক্লাস করানো হয় ৷

special pathshala, one rupee fee, nadia
যোগ প্রশিক্ষণ

প্রথমে মাত্র 22 জন ছাত্র-ছাত্রীকে নিয়ে পথচলা শুরু করেছিল ভ্রমর ৷ তারপর যত দিন গড়িয়েছে, বেড়েছে ছাত্র-ছাত্রী সংখ্যা ৷ মূলত চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ছাত্র-ছাত্রীদের । A, B, C ও D ৷ যারা অপেক্ষাকৃত দুর্বল তাদের দিকে বিশেষ নজর দেওয়া হয় ৷ পড়াশোনার পাশাপাশি চলে নাচ, গান, ছবি আঁকা, যোগ ও ক্যারাটে প্রশিক্ষণ ।

special pathshala, one rupee fee, nadia
পড়াশোনা

কিন্তু পাঠশালার মাসিক ফি 1 টাকা কেন ? সংস্থার বক্তব্য, ছাত্ররা যাতে এটা না ভাবে যে তাদের দয়া করা হচ্ছে । ন্যূনতম খরচে যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্যই এই ব্যবস্থা ৷ সুদীপবাবু বলেন, "1 টাকা অর্থাৎ 16 আনা ৷ আমরা যদি ষোলোআনা চেষ্টা করি তবে ওদের কাছ থেকেও আমরা ষোলোআনা ভালোবাসা পাব ৷ অর্থাৎ মাইনাস করে দেখলে নিট ফল হল শূন্য ৷ মানে নিরাকার ভালোবাসা ৷ যার সন্ধান আমরা সব সময় করছি ৷ " জন-প্রতিনিধিদের কাছ থেকে কোনও সহযোগিতা পেয়েছেন? উত্তরে সুদীপবাবু জানান, তাঁরা কখনও কোনও জন-প্রতিনিধিদের কাছে যাননি ৷ নিজেদের সামর্থ্য মতো যতটা পারেন, করেন ৷

special pathshala, one rupee fee, nadia
আঁকার ক্লাস

পড়াশোনা শেষে ছাত্র-ছাত্রীদের জন্য থাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ৷ রবিবার তাই মেনুও স্পেশাল ৷ ভাত, ডাল, মাংস এবং আলুর চিপস । উদ্যোক্তাদের মতে মিড-ডে-মিলের মতো এই ব্যবস্থা ছাত্র-ছাত্রীদের আরও উৎসাহ বাড়িয়েছে ।

দেখুন ভিডিয়ো

পাঠশালা সম্পর্কে মঞ্জু বিশ্বাস নামের এক অভিভাবক জানান, কাজের চাপে বাড়িতে পড়াশোনা শেখাতে পারেন না তাঁরা ৷ কিন্তু ছুটির দিনে এই পাঠশালা সেই দায়িত্ব নিয়েছে । বাচ্চারাও স্কুলে আসার উৎসাহ দেখায় ৷

Intro:1 টাকায় পাঠশালা। নাম শুনে অনেকটা আন্দাজ করতে পারবেন এখানে কি হয়। ঠিকই ধরেছেন মাত্র এক টাকা খরচে পড়াশোনা করানো হয় এই পাঠশালায়। নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের ক্ষীরপুলি গ্রাম। মূলত আদিবাসী শ্রেণীর মানুষ বসবাস করে এই গ্রামে। জেলার পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মধ্যে এটি একটি। শিক্ষার আলো এখনো সেই ভাবে পৌঁছায়নি এই গ্রামে। তাই উদ্যোক্তারা বেছে নিলেন এই গ্রামটিকে। আম গাছ তলায় মূলত 40 জন ছাত্র নিয়ে শুরু হয় এই পাঠশালা। পাঠশালা শুরু হওয়ার পর যত দিন গেছে ততোই ছাত্র-ছাত্রীদের অভিভাবকের কাছে এর গুরুত্ব এবং চাহিদা দুটোই বেড়েছে। মূলত চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। এ বি সি এবং ডি। যে ছাত্রছাত্রীরা প্রথমে ভর্তি হবেন তারা এই গ্রুপে ভর্তি। একটু শেখার পড়বি তারপর সি এভাবেই ডি' গ্রুপে স্থানান্তরিত করা হয় তাদের। শুধু পড়াশোনাই নয়, এক টাকার পাঠশালায় চলে নাচ, গান, ছবি আঁকা, যোগা এবং ক্যারাটে প্রশিক্ষণ। এরা সকলেই তপশিলি উপজাতির ছাত্র-ছাত্রী ।সপ্তাহে একদিন করে চলে এই পাঠশালা অর্থাৎ শুধুমাত্র ছুটির দিন রবিবার এ। সোম থেকে শনি প্রতিটি ছাত্রী সরকারি স্কুলে পড়তে যান। আর ছুটির দিনে চলে এই স্কুল। সকাল 11 টা থেকে 3 টা পর্যন্ত চলে এই পাঠশালা। কিন্তু এক টাকা খরচ এই বা এই পাঠশালা কেন ? উদ্যোক্তা সংস্থার ভ্রমরের মতে, ছাত্ররা যাতে না অনুভব করতে পারে যে আমরা তাদের দয়া করছি। তারা টাকার বিনিময় পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পড়াশোনা শেষে ছাত্র-ছাত্রীদের জন্য থাকে ভোজন আহার। থাকে ভাত ডাল মাংস এবং আলুর চিপস। উদ্যোক্তাদের মতে মিড ডে মিলের আছে এই আহার আদিবাসী শ্রেণির ছাত্রছাত্রীদের আরো উৎসাহ বাড়িয়েছে। এই পাঠশালার এক ছাত্রের অভিভাবক বলেন, আমরা কাজের চাপে নিজের ছেলেমেয়েদের বাড়িতে পড়াশোনা শেখাতে পারি না। কিন্তু ছুটির দিনে এই পাঠশালা সেই শূন্যস্থান পূরণ করেছে। সবচেয়ে ছয়দিন যায় সরকারি প্রাইমারি স্কুলে। কিন্তু রবিবারে এই স্কুল ছাত্র-ছাত্রীদের শিক্ষা আরো বাড়িয়ে তুলেছে। অভিভাবকের মতে, তাদের ছেলেমেয়েদের উৎসাহ প্রচুর দেখা যায় এই স্কুলে আসার জন্য। স্বাভাবিকভাবেই ভ্রমরের এই উদ্যোগ আগামী দিনে শিক্ষার আলো দেখাবে ঘরে ঘরে।


Body:KRISHNAGAR SCHOOL


Conclusion:
Last Updated : Aug 7, 2019, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.