ETV Bharat / state

Duare Sarkar : ভিড় নিয়ন্ত্রণে শান্তিপুরে দুয়ারে সরকারে ‘মুখ্যমন্ত্রী’ ও ‘দেবী লক্ষ্মী’

দুয়ারে সরকার পরিদর্শনে এবার দেবী লক্ষ্মীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ খতিয়ে দেখতে নাকি তিনি মর্ত্যে নেমে এসেছেন ৷ এমনটাই জানাচ্ছেন দেবী লক্ষ্মী ৷

দুয়ারে সরকার
দুয়ারে সরকার
author img

By

Published : Sep 5, 2021, 4:04 PM IST

Updated : Sep 6, 2021, 6:34 PM IST

শান্তিপুর, 5 সেপ্টেম্বর : এক ঝলক দেখলে ভাববেন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন দেবী লক্ষ্মীও ৷ দু‘জন মিলে ক্যাম্প ঘুরে দেখছেন ঠিকঠাক লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ হচ্ছে কিনা ৷ শান্তিপুর থানার ফুলিয়া বিদ্যামন্দিরে আজ ধরা পড়ল এমনই ছবি ।

রাজ্যের বিভিন্ন জেলায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প ৷ ক্যাম্পেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তুলে ফিলআপ করে তা জমা দেওয়ার কাজও হচ্ছে ৷ প্রতিটি ক্যাম্পে উপচে পড়ছে ভিড় ৷ এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে দেখা গিয়েছে পুরুলিয়া ও কালিম্পং প্রশাসনকে ৷ ছৌ নাচ, ড্রাগন ডান্স প্রভৃতি এলাকাভিত্তিক সংস্কৃতিকে দুয়ারে সরকার শিবিরে নিয়ে এসে মানুষের লাইনে দাঁড়ানোর একঘেয়েমি কাটাতে ও ভিড় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন ৷

এবার তেমনই জিনিস দেখা গেল নদিয়ার শান্তিপুরে ৷ মুখ্যমন্ত্রী ও লক্ষ্মীর বেশে দু‘জন মহিলাকে দুয়ারে সরকারের ক্যাম্পে দেখা গেল আজ ৷ উদ্দেশ্য একটাই ৷ ভিড় নিয়ন্ত্রণ ও একঘেয়েমি কাটানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রকল্প সম্পর্কে উৎসাহ বাড়িয়ে তোলা ৷ এমনটাই জানালেন ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধান উৎপল বসাক ৷

ভিড় নিয়ন্ত্রণে শান্তিপুরে দুয়ারে সরকারে ‘মুখ্যমন্ত্রী’ ও ‘দেবী লক্ষ্মী’

লক্ষ্মীর বেশধারী রেখা মল্লিক বলেন, ‘‘খুব ভাল লাগছে মানুষের এত উৎসাহ দেখে ৷ এখানে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ কেমন চলছে সেটা দেখতেই স্বর্গ থেকে মর্ত্যে এসেছি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমি দু‘জনেই ঘুরে দেখছি ৷’’

মুখ্যমন্ত্রীর সাজে দুয়ারে সরকারে এসে কেমন লাগছে তা জানতে চাওয়ায় অপর মহিলা মৌসুমি বিশ্বাস জানান, সবটা ঘুরে দেখছি ঠিকঠাক কাজ চলছে কিনা ৷ লক্ষ্মীর সঙ্গে প্রকল্পের বিষয়ে নিয়ে আলোচনা করছি ৷ মানুষের উৎসাহ দেখে ভীষণ ভাল লাগছে ৷

আরও পড়ুন : Lakshmi Bhander : লক্ষীর ভাণ্ডারকে কটাক্ষ করে গান বাঁধলেন বিজেপি বিধায়ক

শান্তিপুর, 5 সেপ্টেম্বর : এক ঝলক দেখলে ভাববেন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন দেবী লক্ষ্মীও ৷ দু‘জন মিলে ক্যাম্প ঘুরে দেখছেন ঠিকঠাক লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ হচ্ছে কিনা ৷ শান্তিপুর থানার ফুলিয়া বিদ্যামন্দিরে আজ ধরা পড়ল এমনই ছবি ।

রাজ্যের বিভিন্ন জেলায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প ৷ ক্যাম্পেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তুলে ফিলআপ করে তা জমা দেওয়ার কাজও হচ্ছে ৷ প্রতিটি ক্যাম্পে উপচে পড়ছে ভিড় ৷ এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে দেখা গিয়েছে পুরুলিয়া ও কালিম্পং প্রশাসনকে ৷ ছৌ নাচ, ড্রাগন ডান্স প্রভৃতি এলাকাভিত্তিক সংস্কৃতিকে দুয়ারে সরকার শিবিরে নিয়ে এসে মানুষের লাইনে দাঁড়ানোর একঘেয়েমি কাটাতে ও ভিড় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন ৷

এবার তেমনই জিনিস দেখা গেল নদিয়ার শান্তিপুরে ৷ মুখ্যমন্ত্রী ও লক্ষ্মীর বেশে দু‘জন মহিলাকে দুয়ারে সরকারের ক্যাম্পে দেখা গেল আজ ৷ উদ্দেশ্য একটাই ৷ ভিড় নিয়ন্ত্রণ ও একঘেয়েমি কাটানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রকল্প সম্পর্কে উৎসাহ বাড়িয়ে তোলা ৷ এমনটাই জানালেন ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধান উৎপল বসাক ৷

ভিড় নিয়ন্ত্রণে শান্তিপুরে দুয়ারে সরকারে ‘মুখ্যমন্ত্রী’ ও ‘দেবী লক্ষ্মী’

লক্ষ্মীর বেশধারী রেখা মল্লিক বলেন, ‘‘খুব ভাল লাগছে মানুষের এত উৎসাহ দেখে ৷ এখানে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ কেমন চলছে সেটা দেখতেই স্বর্গ থেকে মর্ত্যে এসেছি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমি দু‘জনেই ঘুরে দেখছি ৷’’

মুখ্যমন্ত্রীর সাজে দুয়ারে সরকারে এসে কেমন লাগছে তা জানতে চাওয়ায় অপর মহিলা মৌসুমি বিশ্বাস জানান, সবটা ঘুরে দেখছি ঠিকঠাক কাজ চলছে কিনা ৷ লক্ষ্মীর সঙ্গে প্রকল্পের বিষয়ে নিয়ে আলোচনা করছি ৷ মানুষের উৎসাহ দেখে ভীষণ ভাল লাগছে ৷

আরও পড়ুন : Lakshmi Bhander : লক্ষীর ভাণ্ডারকে কটাক্ষ করে গান বাঁধলেন বিজেপি বিধায়ক

Last Updated : Sep 6, 2021, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.