ETV Bharat / state

Jewellery Robbery: দিনদুপুরে একই সংস্থার দু'টি গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্রেফতার 4 - Jewelry Robbery

একই সংস্থার সোনার দোকানে দু'টি ভিন্ন জায়গায় লুটপাট চালাল দুষ্কৃতীরা ৷ রানাঘাটে দুষ্কৃতীদের সঙ্গে চলে পুলিশের গুলির লড়াই৷ ঘটনায় 8 জন দুষ্কৃতীদের মধ্যে 4 জন পুলিশের জালে ৷ একই ঘটনা ঘটেছে পুরুলিয়াতেও ৷ সেখানেও কোটি টাকার গয়না লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা ৷

Etv Bharat
সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডব
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 6:12 PM IST

Updated : Aug 29, 2023, 11:02 PM IST

রাণাঘাটে গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি

রানাঘাট ও পুরুলিয়া, 29 অগস্ট: দুঃসাহসিক ডাকাতি । একই সময়ে একই গয়না সংস্থার দুটি শো-রুমে চলল সোনা ও হীরের গয়না লুট । দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কিত ও দিশেহারা পরিস্থিতি । মঙ্গলবার রানাঘাটে গয়নার শোরুমে বন্দুক দেখিয়ে কর্মীদের মারধর এবং কোটি কোটি টাকা সোনার গয়না লুটের অভিযোগ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গুলির লড়াই দুষ্কৃতীদের ৷ এই ঘটনায় জড়িত 8 দুষ্কৃতীদের মধ্যে পুলিশের জালে 4 জন ৷ একই ঘটনা ঘটেছে পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায় ৷ এদিন 7 জনের একটি দুষ্কৃতী দল নামকরা গয়নার শোরুমে গ্রাহক সেজে ঢুকে হামলা চালায় । নিরাপত্তারক্ষী এবং শোরুমের কর্মীদের বেঁধে রেখে সোনা,হীরের গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ।

এই বিষয়ে সোনার দোকানের কর্মরত এক কর্মী বলেন, "আমরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ি। প্রথমে ওরা এক এক করে শোরুমে ঢোকে। দুষ্কৃতীদের ব্যাগে এবং পকেটে আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র বের করে প্রথমে আমাকে মারধর করে। এরপর সকল কর্মীদের এক জায়গায় বসিয়ে রেখে তারা লুটপাট চালায়।"

ঘটনাস্থলে পৌঁছন রানাঘাট পুরসভার পুরপ্রধান কুশল দেব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমার ঘটনাস্থলের পাশেই একটি অনুষ্ঠান ছিল। গুলির আওয়াজ শুনে ছুটে আসি। এতবড় ঘটনা আগে ঘটেনি ৷ আমরা চাই বাকি দুষ্কৃতী যারা ধরা পড়েনি তাদের অবিলম্বে চিহ্নিত করে প্রশাসন গ্রেফতার করুক।"

ঘটনায় সাংবাদিক সম্মেলনে রানাঘাট জেলার পুলিশ সুপার ডক্টর কে কান্নানকে পাশে নিয়ে ডিআইজি রশিদ মুনির খান বলেন, "এই ঘটনায় মোট আটজনের একটি টিম ছিল ৷ এরা প্রত্যেকে বিহারের বাসিন্দা। স্থানীয় একজন বিহারি প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে যায়। তারপর দুষ্কৃতি টিম বিহার থেকে আসে ৷ আজ আনুমানিক তিনটে নাগাদ তারা ক্রেতা সেজে শোরুমে প্রবেশ করে। তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। খবর পেয়ে কুড়ি মিনিটের মধ্যে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদেরকে তাড়া করে আমাদের পুলিশও ফায়ারিং করে ৷ দু'জনের পায়ে গুলি লাগে। তাদের কাছ থেকে মোট চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু অবৈধ বাইকের নম্বর প্লেট এবং আধার কার্ড উদ্ধার করা গিয়েছে ৷ চার দুষ্কৃতিকে আগামিকাল রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে ৷" দুষ্কৃতীদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ 8 জনের দুষ্কৃতী দল এক এক করে সোনার দোকানে ঢোকে। হঠাৎই প্রত্যেকে আগ্নেয়াস্ত্র বের করে হামলা চালায়। পাশাপাশি কর্মীদের মারধর শুরু করে বলে অভিযোগ। কুড়ি মিনিটের মধ্যে কয়েক কোটি টাকার সোনা লুট করে ব্যাগে ঢুকিয়ে নেয় তারা। ঘটনার পর চম্পট দেওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছে যায় রানাঘাট থানার পুলিশ।

পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে। তারপরেই শুরু হয় গুলির লড়াই ৷ পুলিশ, দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পালটা গুলি চালায়। ঘটনায় পুলিশের গুলিতে দুজন দুষ্কৃতী জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এরপর আরও দুই দুষ্কৃতী ধরা পড়ে পুলিশের হাতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানাঘাট থানার পুলিশ সুপার ডক্টর কে কান্নান।

আরও পড়ুন: ভিনরাজ্য থেকে এসে চন্দননগরে ডাকাতি, বিহারের তিন দুষ্কৃতীকে যাবজ্জীবন চুঁচুড়া আদালতের

অন্যদিকে, আজই একই সংস্থার গয়নার শোরুমে দিনে দুপুরে পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায় খদ্দের সেজে লুটপাট চালায় 7 জন দুষ্কৃতী ৷ শোরুমে গ্রাহক সেজে ঢুকে নিরাপত্তারক্ষী এবং শোরুমের কর্মীদের বেঁধে রেখে সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয় বলে জানিয়েছেন দোকানের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া জেলার পুলিশ আধিকারিকরা ৷ ইতিমধ্যে জেলার নাকা পয়েন্ট গুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ । দোকানের কর্মী সুজিত দেওঘরিয়া বলেন, "দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে। ওরা গ্রাহক সেজে আসায় আমাদের কর্মীদের কোনও সন্দেহ হয়নি। প্রায় মিনিট কুড়ির মধ্যে লুটপাট করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ প্রায় কয়েক কোটি টাকার গয়না লুট হয়েছে। "

রাণাঘাটে গয়নার শো-রুমে দুঃসাহসিক ডাকাতি

রানাঘাট ও পুরুলিয়া, 29 অগস্ট: দুঃসাহসিক ডাকাতি । একই সময়ে একই গয়না সংস্থার দুটি শো-রুমে চলল সোনা ও হীরের গয়না লুট । দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কিত ও দিশেহারা পরিস্থিতি । মঙ্গলবার রানাঘাটে গয়নার শোরুমে বন্দুক দেখিয়ে কর্মীদের মারধর এবং কোটি কোটি টাকা সোনার গয়না লুটের অভিযোগ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গুলির লড়াই দুষ্কৃতীদের ৷ এই ঘটনায় জড়িত 8 দুষ্কৃতীদের মধ্যে পুলিশের জালে 4 জন ৷ একই ঘটনা ঘটেছে পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায় ৷ এদিন 7 জনের একটি দুষ্কৃতী দল নামকরা গয়নার শোরুমে গ্রাহক সেজে ঢুকে হামলা চালায় । নিরাপত্তারক্ষী এবং শোরুমের কর্মীদের বেঁধে রেখে সোনা,হীরের গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ।

এই বিষয়ে সোনার দোকানের কর্মরত এক কর্মী বলেন, "আমরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ি। প্রথমে ওরা এক এক করে শোরুমে ঢোকে। দুষ্কৃতীদের ব্যাগে এবং পকেটে আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র বের করে প্রথমে আমাকে মারধর করে। এরপর সকল কর্মীদের এক জায়গায় বসিয়ে রেখে তারা লুটপাট চালায়।"

ঘটনাস্থলে পৌঁছন রানাঘাট পুরসভার পুরপ্রধান কুশল দেব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমার ঘটনাস্থলের পাশেই একটি অনুষ্ঠান ছিল। গুলির আওয়াজ শুনে ছুটে আসি। এতবড় ঘটনা আগে ঘটেনি ৷ আমরা চাই বাকি দুষ্কৃতী যারা ধরা পড়েনি তাদের অবিলম্বে চিহ্নিত করে প্রশাসন গ্রেফতার করুক।"

ঘটনায় সাংবাদিক সম্মেলনে রানাঘাট জেলার পুলিশ সুপার ডক্টর কে কান্নানকে পাশে নিয়ে ডিআইজি রশিদ মুনির খান বলেন, "এই ঘটনায় মোট আটজনের একটি টিম ছিল ৷ এরা প্রত্যেকে বিহারের বাসিন্দা। স্থানীয় একজন বিহারি প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে যায়। তারপর দুষ্কৃতি টিম বিহার থেকে আসে ৷ আজ আনুমানিক তিনটে নাগাদ তারা ক্রেতা সেজে শোরুমে প্রবেশ করে। তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। খবর পেয়ে কুড়ি মিনিটের মধ্যে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদেরকে তাড়া করে আমাদের পুলিশও ফায়ারিং করে ৷ দু'জনের পায়ে গুলি লাগে। তাদের কাছ থেকে মোট চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু অবৈধ বাইকের নম্বর প্লেট এবং আধার কার্ড উদ্ধার করা গিয়েছে ৷ চার দুষ্কৃতিকে আগামিকাল রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে ৷" দুষ্কৃতীদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ 8 জনের দুষ্কৃতী দল এক এক করে সোনার দোকানে ঢোকে। হঠাৎই প্রত্যেকে আগ্নেয়াস্ত্র বের করে হামলা চালায়। পাশাপাশি কর্মীদের মারধর শুরু করে বলে অভিযোগ। কুড়ি মিনিটের মধ্যে কয়েক কোটি টাকার সোনা লুট করে ব্যাগে ঢুকিয়ে নেয় তারা। ঘটনার পর চম্পট দেওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছে যায় রানাঘাট থানার পুলিশ।

পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে। তারপরেই শুরু হয় গুলির লড়াই ৷ পুলিশ, দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পালটা গুলি চালায়। ঘটনায় পুলিশের গুলিতে দুজন দুষ্কৃতী জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এরপর আরও দুই দুষ্কৃতী ধরা পড়ে পুলিশের হাতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানাঘাট থানার পুলিশ সুপার ডক্টর কে কান্নান।

আরও পড়ুন: ভিনরাজ্য থেকে এসে চন্দননগরে ডাকাতি, বিহারের তিন দুষ্কৃতীকে যাবজ্জীবন চুঁচুড়া আদালতের

অন্যদিকে, আজই একই সংস্থার গয়নার শোরুমে দিনে দুপুরে পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায় খদ্দের সেজে লুটপাট চালায় 7 জন দুষ্কৃতী ৷ শোরুমে গ্রাহক সেজে ঢুকে নিরাপত্তারক্ষী এবং শোরুমের কর্মীদের বেঁধে রেখে সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয় বলে জানিয়েছেন দোকানের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া জেলার পুলিশ আধিকারিকরা ৷ ইতিমধ্যে জেলার নাকা পয়েন্ট গুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ । দোকানের কর্মী সুজিত দেওঘরিয়া বলেন, "দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে। ওরা গ্রাহক সেজে আসায় আমাদের কর্মীদের কোনও সন্দেহ হয়নি। প্রায় মিনিট কুড়ির মধ্যে লুটপাট করে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ প্রায় কয়েক কোটি টাকার গয়না লুট হয়েছে। "

Last Updated : Aug 29, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.