শান্তিপুর, 24 সেপ্টেম্বর: রাতে তালা ভেঙে গ্রামপঞ্চায়েত অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা । নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।
সকালে হরিপুর গ্রামপঞ্চায়েতের গেট এবং অফিসের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা । খবর দেওয়া হয় প্রধান শোভা সরকারকে । পঞ্চায়েত অফিসে আসেন তাঁরা। দেখেন, পঞ্চায়েত অফিসের ভিতরের প্রায় সবক'টি ঘরের দরজার তালা ভাঙা । প্রায় 10 থেকে 12টি আলমারির তালা ভাঙা এবং টেবিলের বেশ কয়েকটি ড্রয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । চারিদিকে কাগজপত্র ছড়িয়ে রয়েছে । খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।
পঞ্চায়েত প্রধান শোভা সরকার বলেন, "পঞ্চায়েত অফিসে কোনও টাকা পয়সা ছিল না । প্রতিদিনের টাকা ব্যাঙ্কে জমা দিয়ে দেওয়া হয় । তবে কাগজপত্র সব অগোছালো হয়েছিল । প্রায় 10 থেকে 12টি আলমারির তালা ভেঙেছে দুষ্কৃতীরা ।" তাঁর অভিযোগ, নথিপত্র চুরির জন্যই হানা দিয়েছিল দুষ্কৃতীরা । এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে তিনি মনে করেন । তবে নথিপত্র ছাড়া অন্য কিছু চুরি হয়েছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ । ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজ চলছে ।