ETV Bharat / state

Attempt to Murder: খুনের চেষ্টা ! গলায় ত্রিশূলে বিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক - যুবক হাসপাতালে চিকিৎসাধীন

মর্মান্তিক ঘটনা ঘটেছে নদিয়ায় ৷ যুবকের গলায় এপার থেকে ওপার হয়ে গিয়েছে ত্রিশূল (Attempt to Murder) ৷ আহত ভাস্কর রায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

Attempt to Murder
Attempt to Murder
author img

By

Published : Nov 28, 2022, 4:24 PM IST

Updated : Nov 28, 2022, 6:13 PM IST

নদিয়া, 28 নভেম্বর: যুবককে ত্রিশূল দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল ৷ গলার এপার থেকে ওপার হয়ে গিয়েছে ত্রিশূলটি ৷ সেই অবস্থাতেই আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । ঘটনাটি নদিয়ার কল্যাণীর গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডে ।

জানা গিয়েছে, বছর 33 এর ওই যুবকের নাম ভাস্কর রায় ৷ তিনি বাড়িতে একাই থাকতেন ৷ হঠাৎই তাঁর ঘরে ঢুকে যুবকের গলায় ত্রিশূল ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা (Miscreants attempt to Murder Youth with trishul ) ৷ যুবক চেঁচামেচি করতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা । ছুটে আসে স্থানীয়রা ৷ তড়িঘড়ি ওই যুবককে গলায় ত্রিশূল গাঁথা অবস্থায় নিয়ে যায় কল্যাণী জিএনএম হাসপাতালে । এরপর তাঁকে স্থানান্তর করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে ৷

আরও পড়ুন: 'খাওয়ানোর টাকা নেই', দু'বছরের শিশুকে খুন বাবার !

খবর দেওয়া হয় কল্যাণী থানার পুলিশকে ৷ এরপর পুরো ঘটনার তদন্ত শুরু করে তারা । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই যুবককে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ । আজ ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় । তবে ধৃতদের দাবি তাদেরকে ফাঁসানো হয়েছে । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় । ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার জনপ্রতিনিধি লক্ষ্মী বাউড়ি ৷ তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিত ।

নদিয়া, 28 নভেম্বর: যুবককে ত্রিশূল দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল ৷ গলার এপার থেকে ওপার হয়ে গিয়েছে ত্রিশূলটি ৷ সেই অবস্থাতেই আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । ঘটনাটি নদিয়ার কল্যাণীর গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডে ।

জানা গিয়েছে, বছর 33 এর ওই যুবকের নাম ভাস্কর রায় ৷ তিনি বাড়িতে একাই থাকতেন ৷ হঠাৎই তাঁর ঘরে ঢুকে যুবকের গলায় ত্রিশূল ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা (Miscreants attempt to Murder Youth with trishul ) ৷ যুবক চেঁচামেচি করতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা । ছুটে আসে স্থানীয়রা ৷ তড়িঘড়ি ওই যুবককে গলায় ত্রিশূল গাঁথা অবস্থায় নিয়ে যায় কল্যাণী জিএনএম হাসপাতালে । এরপর তাঁকে স্থানান্তর করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে ৷

আরও পড়ুন: 'খাওয়ানোর টাকা নেই', দু'বছরের শিশুকে খুন বাবার !

খবর দেওয়া হয় কল্যাণী থানার পুলিশকে ৷ এরপর পুরো ঘটনার তদন্ত শুরু করে তারা । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই যুবককে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ । আজ ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় । তবে ধৃতদের দাবি তাদেরকে ফাঁসানো হয়েছে । এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় । ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার জনপ্রতিনিধি লক্ষ্মী বাউড়ি ৷ তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিত ।

Last Updated : Nov 28, 2022, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.