ETV Bharat / state

Minor Abuse at Santipur : মামির হাতে আক্রান্ত নাবালিকা, বাঁচাতে গিয়ে মার খেলেন মা - Minor girl abused by her aunt at Santipur

মামির হাতে আক্রান্ত নাবালিকা ৷ বাঁচাতে গিয়ে মারধর খেলেন মা (Minor Abuse at Santipur) ৷ ঘটনাটি শান্তিপুর মুন্সিরপুল সংলগ্ন মানিকনগর এলাকার ৷ গুরুতর জখম নাবালিকা হাসপাতালে ভর্তি ৷

Santipur News
শান্তপুরে মামির হাতে আক্রান্ত ভাগ্নি
author img

By

Published : Apr 24, 2022, 11:03 AM IST

শান্তিপুর, 24 এপ্রিল : মামির হাতে আক্রান্ত হল 14 বছরের নাবালিকা ৷ বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন ওই নাবালিকার মা-ও ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি নাবালিকা । ঘটনাটি ঘটেছে শান্তিপুর মুন্সিরপুল সংলগ্ন মানিকনগর এলাকায় (Minor Abuse at Santipur) ৷

জানা গিয়েছে, মেয়ে সীমা সামন্তকে নিয়ে মানিকনগর এলাকায় মাধবী সামন্ত তাঁর বাপের বাড়িতে থাকতেন । প্রায়ই বাড়ির বাচ্চাদের মধ্যে খেলতে খেলতে বচসা-মারামারি বাঁধত ৷ সেরকমই শনিবার সন্ধ্যায় অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে সীমা হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷ তারপরই মাধবীদেবীর ভাইয়ের স্ত্রী সীমাকে বেধড়ক মারধর করেন । ঘটনাস্থলে জ্ঞান হারায় সীমা । সঙ্গে সঙ্গে মাধবীদেবী সন্তানকে বাচাঁনোর জন্য ছুটে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ পরে মেয়েকে কোনওরকমে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসেন মাধবীদেবী ৷ ওই নাবালিকার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন । বর্তমানে ওই সীমা আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷

শনিবার সন্ধ্যায় মামির হাতে আক্রান্ত হয় সীমা

আরও পড়ুন : Baby Shower at School : স্কুলে সাধের অনুষ্ঠান ! নেমন্তন্ন না পেয়ে তুমুল ঝগড়া শিক্ষিকাদের ; জ্ঞান হারালেন হেডমিস্ট্রেস

মাধবীদেবী জানান, প্রায়ই তাঁকে এবং তাঁর মেয়েকে মারধর করত ভাইয়ের স্ত্রী ৷ কিন্তু এনিয়ে কেউ প্রতিবাদ করেনি । এই বিষয়ে মাধবীদেবীও এর আগে কোনও প্রতিবাদ করেননি ৷ কারণ পরিবারে একসঙ্গে থাকলে ঝামেলা লেগেই থাকে ৷ কিন্তু আজ তাঁর মেয়েকে বেধড়ক মারধর করলে সেখানে জ্ঞান হারায় ৷ প্রতিবাদ করতে গেলে তাঁর ওপরও চড়াও হয় ভাইয়ের স্ত্রী । এই ঘটনায় তিনিও গুরুতর আহত হন ৷ মেয়ে আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন ৷

শান্তিপুর, 24 এপ্রিল : মামির হাতে আক্রান্ত হল 14 বছরের নাবালিকা ৷ বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন ওই নাবালিকার মা-ও ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি নাবালিকা । ঘটনাটি ঘটেছে শান্তিপুর মুন্সিরপুল সংলগ্ন মানিকনগর এলাকায় (Minor Abuse at Santipur) ৷

জানা গিয়েছে, মেয়ে সীমা সামন্তকে নিয়ে মানিকনগর এলাকায় মাধবী সামন্ত তাঁর বাপের বাড়িতে থাকতেন । প্রায়ই বাড়ির বাচ্চাদের মধ্যে খেলতে খেলতে বচসা-মারামারি বাঁধত ৷ সেরকমই শনিবার সন্ধ্যায় অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে সীমা হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷ তারপরই মাধবীদেবীর ভাইয়ের স্ত্রী সীমাকে বেধড়ক মারধর করেন । ঘটনাস্থলে জ্ঞান হারায় সীমা । সঙ্গে সঙ্গে মাধবীদেবী সন্তানকে বাচাঁনোর জন্য ছুটে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ পরে মেয়েকে কোনওরকমে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসেন মাধবীদেবী ৷ ওই নাবালিকার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন । বর্তমানে ওই সীমা আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷

শনিবার সন্ধ্যায় মামির হাতে আক্রান্ত হয় সীমা

আরও পড়ুন : Baby Shower at School : স্কুলে সাধের অনুষ্ঠান ! নেমন্তন্ন না পেয়ে তুমুল ঝগড়া শিক্ষিকাদের ; জ্ঞান হারালেন হেডমিস্ট্রেস

মাধবীদেবী জানান, প্রায়ই তাঁকে এবং তাঁর মেয়েকে মারধর করত ভাইয়ের স্ত্রী ৷ কিন্তু এনিয়ে কেউ প্রতিবাদ করেনি । এই বিষয়ে মাধবীদেবীও এর আগে কোনও প্রতিবাদ করেননি ৷ কারণ পরিবারে একসঙ্গে থাকলে ঝামেলা লেগেই থাকে ৷ কিন্তু আজ তাঁর মেয়েকে বেধড়ক মারধর করলে সেখানে জ্ঞান হারায় ৷ প্রতিবাদ করতে গেলে তাঁর ওপরও চড়াও হয় ভাইয়ের স্ত্রী । এই ঘটনায় তিনিও গুরুতর আহত হন ৷ মেয়ে আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.