ETV Bharat / state

পুনে থেকে নদিয়ায় ফিরলেন পরিযায়ী শ্রমিকরা

মহারাষ্ট্রের পুনেতে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা ফিরলেন নদিয়ায় । স্বাস্থ্যবিধি মেনে জেলায় ফেরানো হল তাঁদের ।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 12:59 PM IST

শান্তিপুর , 23 মে : পুনে থেকে বাসে করে নদিয়ায় ফিরলেন পরিযায়ী শ্রমিকরা । স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রথমে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় ।

লকডাউনের জেরে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া অনেকেই আটকে পড়েন। এদিকে কাজও বন্ধ হয়ে যায় । সেই কারণে সমস্যায় পড়েন তাঁরা । ঠিকমতো খাবার পাচ্ছিলেন না । ভেঙে পড়েছিলেন। এই অবস্থায় তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সরকার ।

আজ একটি বাসে 50-60 জন পরিযায়ী শ্রমিক নদিয়ার শান্তিপুরে ফেরেন । তাঁরা মহারাষ্ট্রের পুনেতে একটি হোটেলে কাজ করতেন । জেলায় ফেরার পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে আসা হয় । সেখান থেকে স্থানীয় কোয়ারানটিনে সেন্টারে রাখার ব্যবস্থা করা হয় ।

শান্তিপুর , 23 মে : পুনে থেকে বাসে করে নদিয়ায় ফিরলেন পরিযায়ী শ্রমিকরা । স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রথমে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় ।

লকডাউনের জেরে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া অনেকেই আটকে পড়েন। এদিকে কাজও বন্ধ হয়ে যায় । সেই কারণে সমস্যায় পড়েন তাঁরা । ঠিকমতো খাবার পাচ্ছিলেন না । ভেঙে পড়েছিলেন। এই অবস্থায় তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সরকার ।

আজ একটি বাসে 50-60 জন পরিযায়ী শ্রমিক নদিয়ার শান্তিপুরে ফেরেন । তাঁরা মহারাষ্ট্রের পুনেতে একটি হোটেলে কাজ করতেন । জেলায় ফেরার পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে আসা হয় । সেখান থেকে স্থানীয় কোয়ারানটিনে সেন্টারে রাখার ব্যবস্থা করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.