ETV Bharat / state

"BJP নেতাদের মাথা চাই", ভীমপুরে মাওবাদী পোস্টার !

আজ সকালে নদিয়ার ভীমপুরের একাধিক জায়গায় দেখা যায় মাওবাদীদের পোস্টার ৷ পোস্টারে স্থানীয় BJP নেতা ও ভীমপুর বাজার কমিটির সম্পাদক সনৎ বিশ্বাস সহ আরও তিনজনের মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ পোস্টারের নিচে লেখা CPI(মাওবাদী) ৷

author img

By

Published : Aug 31, 2019, 5:01 PM IST

Updated : Aug 31, 2019, 11:10 PM IST

মাওবাদী

ভীমপুর (নদিয়া), 31 অগাস্ট : BJP নেতাদের খুনের হুমকি । পোস্টার নদিয়ার ভীমপুরে ।

আজ সকালে নদিয়ার ভীমপুরের একাধিক জায়গায় দেখা যায় এই পোস্টার ৷ পোস্টারে স্থানীয় BJP নেতা ও ভীমপুর বাজার কমিটির সম্পাদক সনৎ বিশ্বাস সহ আরও তিনজনের মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ পোস্টারের নিচে লেখা CPI(মাওবাদী) ৷

পোস্টার ঘিরে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে । খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ এসে পোস্টারগুলি ছিঁড়ে দেয় । পাশাপাশি স্থানীয় BJP নেতা সনৎ বিশ্বাস অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "গত নির্বাচনে BJP ভীমপুর পঞ্চায়েতে জয়লাভ করে ৷ লোকসভা নির্বাচনেও এই এলাকায় BJP এগিয়ে ছিল ৷ সামনে বিধানসভা নির্বাচন । তাই মাওবাদীদের নাম নিয়ে তৃণমূল নেতারা এই কাজ করতে পারে ।" স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ।

ভিডিয়োয় দেখুন

বেশ কয়েক বছর আগেও ভীমপুরে মাওবাদীদের উপস্থিতি ছিল । মাঝে মধ্যেই তাদের পোস্টার পড়ত । 2014-র পর থেকে এই ধরনের কার্যকলাপ চোখে পড়েনি । এবার ফের পোস্টার পড়ল । তাহলে কি সত্যিই এই এলাকায় ঘাঁটি গাড়ছে মাওবাদীরা ? পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কাদের কার্যকলাপ, খতিয়ে দেখা হবে ।

ভীমপুর (নদিয়া), 31 অগাস্ট : BJP নেতাদের খুনের হুমকি । পোস্টার নদিয়ার ভীমপুরে ।

আজ সকালে নদিয়ার ভীমপুরের একাধিক জায়গায় দেখা যায় এই পোস্টার ৷ পোস্টারে স্থানীয় BJP নেতা ও ভীমপুর বাজার কমিটির সম্পাদক সনৎ বিশ্বাস সহ আরও তিনজনের মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ পোস্টারের নিচে লেখা CPI(মাওবাদী) ৷

পোস্টার ঘিরে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে । খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ এসে পোস্টারগুলি ছিঁড়ে দেয় । পাশাপাশি স্থানীয় BJP নেতা সনৎ বিশ্বাস অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "গত নির্বাচনে BJP ভীমপুর পঞ্চায়েতে জয়লাভ করে ৷ লোকসভা নির্বাচনেও এই এলাকায় BJP এগিয়ে ছিল ৷ সামনে বিধানসভা নির্বাচন । তাই মাওবাদীদের নাম নিয়ে তৃণমূল নেতারা এই কাজ করতে পারে ।" স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ।

ভিডিয়োয় দেখুন

বেশ কয়েক বছর আগেও ভীমপুরে মাওবাদীদের উপস্থিতি ছিল । মাঝে মধ্যেই তাদের পোস্টার পড়ত । 2014-র পর থেকে এই ধরনের কার্যকলাপ চোখে পড়েনি । এবার ফের পোস্টার পড়ল । তাহলে কি সত্যিই এই এলাকায় ঘাঁটি গাড়ছে মাওবাদীরা ? পুলিশ বলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । কাদের কার্যকলাপ, খতিয়ে দেখা হবে ।

Intro:বিজেপি নেতাদের খুনের হুমকি দিয়ে মাওবাদী পোস্টারকে ঘিরে চাঞ্চল্য নদীয়ার ভিমপুরে।
সূত্রের খবর,শনিবার সকালে নদীয়ার ভিমপুর থানা এলাকায় স্থানীয় বিজেপি নেতা ও ভিমপুর বাজার কমিটির সম্পাদক সনৎ বিশ্বাস সহ আরও তিন জনের মাথা কেটে নেওয়া হবে লিখে পোস্টার দেখতে পান স্থানীয় মানুষজন।পোস্টারের নীচে সিপিআই মাওবাদী লেখা থাকায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।শনিবার সকালে এই পোস্টারের কথা জানাজানি হওয়ার পর ভিমপুর থানার পুলিশ এসে পোস্টারগুলি ছিঁড়ে নিয়ে যায়।বিজেপি নেতা ও ভিমপুর বাজার কমিটির সম্পাদক সনৎ বিশ্বাসের অভিযোগ,এর পিছনে তৃণমূলের হাত থাকলেও থাকতে পারে।তার অভিযোগ,গত পঞ্চায়েত ভোটে এলাকায় তৃণমূল বিজেপির কাছে ব্যাপক হারের সম্মুখীন হয়।এবার সামনে বিধানসভা নির্বাচন।আর সেই কারণেই মাওবাদী নামে তৃণমূল এই কাজ করতে পারে।যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।প্রসঙ্গত 2011 সালের আগে এই এলাকা মাওবাদী অধ্যুষিত ছিল।কিন্তু দীর্ঘদিন তাদের আর কোনো কার্যকলাপ চোখে পড়েনি।কিন্তু পুনরায় ওই এলাকায় মাওবাদী নামে পোস্টার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে ভিমপুর থানার পুলিশ।Body:VIMPUR POSTARConclusion:
Last Updated : Aug 31, 2019, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.