কল্যাণী, 1 জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট নদিয়ায় ৷ তারই জেরে রণক্ষেত্রের চেহারা নিল কল্যাণীর কাঁটাবেলে এলাকা । বোমাবাজির পাশাপাশি লোহার রড দিয়ে চলল মারধার ৷ এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী ৷ আতঙ্কিত এলাকার মানুষ ।
সামনেই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি । সেই কর্মসূচির আয়োজন উপলক্ষে কাঁটাবেলে তৃণমূল পার্টি অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয় দলের পক্ষ থেকে । বুধবার সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কর্মী ও নেতৃত্বরা । আলোচনা সভার মধ্যেই জাহাঙ্গির আর সাইফুল মণ্ডলের সমর্থকদের মধ্যে শুরু হয় বচসা । সেই বচসা থেকেই জাহাঙ্গির আর সাইফুলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি ও মারামারি । লোহার রড দিয়ে আঘাত করা হয় সাইফুল মণ্ডলের মাথায় । এছাড়াও আহত হন একাধিক তৃণমূল কর্মী ।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । বোমাবাজি করার অভিযোগ ওঠে জাহাঙ্গিরের সমর্থকদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ । রক্তাক্ত অবস্থায় সাইফুলকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে । পঞ্চায়েত ভোটের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব বেশ অস্বস্তিতে ফেলল শাসকদলকে ।
এই ঘটনা প্রসঙ্গে সাইফুল মণ্ডলের অভিযোগ, তিনি এলাকার নব সভাপতি নির্বাচিত হয়েছেন বলেই দলীয়ভাবে কয়েকজন তৃণমূল সমর্থক মেনে নিতে পারছেন না । এছাড়াও তিনি অভিযোগ করেন, জাহাঙ্গির ও তাঁর সমর্থকরা এলাকায় প্রভাব খাটিয়ে বেআইনিভাবে অর্থ রোজগার করছেন । তিনি নব সভাপতি নির্বাচিত হওয়ার পর সেই কাজে বাধা দিয়েছেন বলেই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর ।
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শাসকদলের অভ্যন্তরের এই গণ্ডগোল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । বিজেপি নেতা শুভাশিস বিশ্বাস জানান, এই গোষ্ঠীদ্বন্দ্ব আজকের নয় । এই দলে শুরু থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে । এই ঘটনা শুধু কাঁটাবেলে এলাকায় নয়, গোটা রাজ্যজুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে । দুর্নীতির জেরেই যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাও প্রকাশ্যে এসেছে বলে দাবি তাঁর ৷ বিজেপি নেতার অভিযোগ, এই দলটি লুটের রাজত্ব চালাচ্ছে । এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে । মানুষ একটু শান্তি চায় বলে দাবি করেন শুভাশিস বিশ্বাস ৷
আরও পড়ুন: ডোমকলে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে আহত 6