ETV Bharat / state

লকডাউন ও আমফানের জেরে ক্ষতির মুখে নদিয়ার আম চাষিরা

author img

By

Published : May 22, 2020, 11:51 PM IST

চতুর্থ দফার লকডাউন চলছে দেশে । এর মাঝেই বুধবার আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান । ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আম চাষিরা ।

ছবি
ছবি

নদিয়া, 22 মে : লকডাউনের জেরে বন্ধ পরিবহন । আম যাচ্ছে না ভিনরাজ্যেও। সংক্রমণের ভয়ে বাজারে খুব একটা বিক্রিও হচ্ছে না । তার উপর আমফানের দাপট। এই দুইয়ের কবলে পড়ে এখন সর্বস্বান্ত নদিয়ার আম চাষিরা।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ বাজার । জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত পরিবহন । যদিও চতুর্থ দফায় কিছুটা ছাড় মিলেছে । এই অবস্থায় আম চাষিরা অন্য জেলায় বা রাজ্য়ে আম পাঠাতে পারছেন না। আমির চাহিদাও তলানিতে ঠেকেছে। এর মাঝে যেটুকু আশা ছিল তা শেষ করে দিয়েছে ঘূর্ণিঝড় আমফান । ঝড়ের দাপটে ভেঙে গেছে প্রচুর আম গাছ। আম চাষিরা জানান, প্রায় 90 শতাংশ গাছ ভেঙে গেছে । সব আম পড়ে গেছে । এখন 1 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না আম। আম চাষ করতে প্রচুর টাকা খরচ হয়েছে । তার উপর প্রচুর শ্রমিক রাখতে হয় রক্ষণাবেক্ষণের জন্য। খরচের টাকা কীভাবে উঠবে আর কীভাবেই বা শ্রমিকদের মজুরি দেওয়া হবে বুঝতে পারছেন না তাঁরা ।

কিছু ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা । নাহলে আগামীদিনে ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে বলে তাঁদের আশঙ্কা ।

নদিয়া, 22 মে : লকডাউনের জেরে বন্ধ পরিবহন । আম যাচ্ছে না ভিনরাজ্যেও। সংক্রমণের ভয়ে বাজারে খুব একটা বিক্রিও হচ্ছে না । তার উপর আমফানের দাপট। এই দুইয়ের কবলে পড়ে এখন সর্বস্বান্ত নদিয়ার আম চাষিরা।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ বাজার । জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত পরিবহন । যদিও চতুর্থ দফায় কিছুটা ছাড় মিলেছে । এই অবস্থায় আম চাষিরা অন্য জেলায় বা রাজ্য়ে আম পাঠাতে পারছেন না। আমির চাহিদাও তলানিতে ঠেকেছে। এর মাঝে যেটুকু আশা ছিল তা শেষ করে দিয়েছে ঘূর্ণিঝড় আমফান । ঝড়ের দাপটে ভেঙে গেছে প্রচুর আম গাছ। আম চাষিরা জানান, প্রায় 90 শতাংশ গাছ ভেঙে গেছে । সব আম পড়ে গেছে । এখন 1 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না আম। আম চাষ করতে প্রচুর টাকা খরচ হয়েছে । তার উপর প্রচুর শ্রমিক রাখতে হয় রক্ষণাবেক্ষণের জন্য। খরচের টাকা কীভাবে উঠবে আর কীভাবেই বা শ্রমিকদের মজুরি দেওয়া হবে বুঝতে পারছেন না তাঁরা ।

কিছু ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা । নাহলে আগামীদিনে ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে বলে তাঁদের আশঙ্কা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.