ETV Bharat / state

শান্তিপুরে পুরোহিত খুনে গ্রেপ্তার 3

নবমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শান্তিপুর থানার বাগদেবী তলার পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি । বৃহস্পতিবার সকালে একটি খালের জলে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় সুপ্রিয়বাবুর মৃতদেহ । ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ ৷

ছবি
author img

By

Published : Oct 13, 2019, 2:28 PM IST

শান্তিপুর , 13 অক্টোবর : নদিয়ার শান্তিপুরে পুরোহিতকে খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ৷ গতকাল তাদের রানাঘাট আদালতে তোলা হয় ৷ ধৃতদের নাম স্বপন প্রামাণিক, তরুণ মণ্ডল ও সুব্রত ধাড়া ।

নবমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শান্তিপুর থানার বাগদেবী তলার পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি । পরেরদিন খোঁজাখুজির পর তাঁর পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করে । নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তিনজনকে সেদিন আটক করে জিজ্ঞাসাবাদ করে শান্তিপুর থানার পুলিশ ।

এরপর বৃহস্পতিবার সকালে একটি খালের জলে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় সুপ্রিয়বাবুর মৃতদেহ । উত্তেজিত জনতা রাস্তা আটকে অবরোধ শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে শান্তিপুর থানার পুলিশ গেলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা । দীর্ঘক্ষণ বিক্ষোভের পর এবং রানাঘাট SDPO ঘটনাস্থানে গিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় স্বীকার করে যে নবমীর দিন রাত দুটো নাগাদ সুপ্রিয় ব্যানার্জি লক্ষ্মীকান্তপুরের একটি মণ্ডপে যান ৷ সেখানে তিনি বচসায় জড়িয়ে পড়েন । এরপর এই তিনজন জোর করে তাঁকে বাড়িতে নিয়ে যেতে চায় ৷ বাড়ি যাওয়ার সময় ধাক্কা মেরে পাশের একটি নালায় ফেলে দেয় সুপ্রিয়কে । পরে ঘটনাস্থান ছেড়ে চলে যায় তারা । ধৃত তিনজনকে গতকাল রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের 5 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

শান্তিপুর , 13 অক্টোবর : নদিয়ার শান্তিপুরে পুরোহিতকে খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ৷ গতকাল তাদের রানাঘাট আদালতে তোলা হয় ৷ ধৃতদের নাম স্বপন প্রামাণিক, তরুণ মণ্ডল ও সুব্রত ধাড়া ।

নবমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শান্তিপুর থানার বাগদেবী তলার পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি । পরেরদিন খোঁজাখুজির পর তাঁর পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করে । নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তিনজনকে সেদিন আটক করে জিজ্ঞাসাবাদ করে শান্তিপুর থানার পুলিশ ।

এরপর বৃহস্পতিবার সকালে একটি খালের জলে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় সুপ্রিয়বাবুর মৃতদেহ । উত্তেজিত জনতা রাস্তা আটকে অবরোধ শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে শান্তিপুর থানার পুলিশ গেলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা । দীর্ঘক্ষণ বিক্ষোভের পর এবং রানাঘাট SDPO ঘটনাস্থানে গিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় স্বীকার করে যে নবমীর দিন রাত দুটো নাগাদ সুপ্রিয় ব্যানার্জি লক্ষ্মীকান্তপুরের একটি মণ্ডপে যান ৷ সেখানে তিনি বচসায় জড়িয়ে পড়েন । এরপর এই তিনজন জোর করে তাঁকে বাড়িতে নিয়ে যেতে চায় ৷ বাড়ি যাওয়ার সময় ধাক্কা মেরে পাশের একটি নালায় ফেলে দেয় সুপ্রিয়কে । পরে ঘটনাস্থান ছেড়ে চলে যায় তারা । ধৃত তিনজনকে গতকাল রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের 5 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

Intro:নদীয়ার শান্তিপুরে পুরোহিত খুনের ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তাদের আজ রানাঘাট আদালতে তোলা হবে। অভিযুক্ত তিনজনের নাম স্বপন প্রামানিক, তরুণ মন্ডল এবং সুব্রত ধারা। উল্লেখ্য, গত নবমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নদীয়া শান্তিপুর থানার বাগদেবী তলা পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি। পরেরদিন খোঁজাখুজির পর অবশেষে সুপ্রিয় ব্যানার্জির পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় মিসিং ডায়েরি করে। মিসিং ডাইরির ভিত্তিতে তিনজনকে সেদিন আটক করে জিজ্ঞাসাবাদ শান্তিপুর থানার পুলিশ।গত বৃহস্পতিবার সকালে একটি খালের জলে থাকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। এরপরে উত্তেজিত হয়ে পড়ে ওই এলাকার মানুষজন। রাস্তা আটকে অবরোধ শুরু করে তারা। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গেলে বডি আটকে ধরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। দীর্ঘক্ষন বিক্ষোভের পর এবং রানাঘাট এসডিপিও ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এরপরই আটক করা তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় স্বীকার করে, নবমীর দিন রাত দুটো নাগাদ সুপ্রিয় ব্যানার্জি লক্ষীকান্তপুর এর একটি মন্ডপে গিয়ে ঝামেলা করছিল। এরপর এই তিনজন জোর করে তাকে বাড়িতে নিয়ে আসার সময় পাশের একটি নালায় ধাক্কা মারে। এবং তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। অভিযুক্ত তিনজনকে আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর পুলিশ ধৃত তিন জনকে নিজেদের হেফাজতে চাইতে পারে।Body:SANTIPUR MARDARConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.