ETV Bharat / state

Bengalis in Ukraine : ইউক্রেনে আটকে শান্তিপুরের সুমন, আপাতত ঠাঁই পোল্যান্ডে - Bengalis in Ukraine

কাজের সূত্রে ইউক্রেনে গিয়ে আটকে শান্তিপুরের সুমন অধিকারী (Santipur man stranded in Ukraine) ৷ তবে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বেরিয়ে পোল্যান্ডে পৌঁছেছেন তিনি ৷ এদিকে সুমনের চিন্তায় ঘুম ও খাওয়া উড়েছে স্ত্রী এবং পরিবারের অন্যান্যদের ৷

Russia Ukraine Conflict
Man from Shantipur Stranded in Ukraine
author img

By

Published : Feb 26, 2022, 11:17 AM IST

শান্তিপুর, 26 ফেব্রুয়ারি : পরিবারের আর্থিক হাল ফেরাতে 4 মাস আগে ডেলিভারি বয়ের কাজে ইউক্রেন পাড়ি দিয়েছিলেন ৷ কিন্তু, সেখানকার বর্তমান পরিস্থিতিতে ফেঁসে গিয়েছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা সুমন অধিকারী (Santipur man stranded in Ukraine) ৷ আর তাঁর চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছে তাঁর পরিবার ৷ সুমনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ৷ বর্তমানে পোল্যান্ডে রয়েছেন তিনি ৷ তাঁর ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার ৷

বছর একত্রিশের সুমন অধিকারীর বাড়ির নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ৷ তাঁর বাড়িতে স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধা শাশুড়ি রয়েছেন ৷ তাঁর বাবা-মা অনেক আগেই মারা গিয়েছেন ৷ কোনও রকমে সংসার চালাতেন ৷ বাচ্চা ছেলেটি বিশেষভাবে সক্ষম ৷ এরাজ্যে থেকে যে উপার্জন করতেন, তাতে আর্থিক অনটন লেগেই থাকত ৷ তাই খানিকটা আর্থিক স্বস্তির আশা নিয়ে 4 মাস আগে ইউক্রেনে গিয়েছিলেন ৷ সেখানে ডেলিভারি বয়ের কাজ শুরু করেন ৷ সবকিছু ঠিকঠাক চলছিল ৷ কিন্তু বৃহস্পতিবার রুশ সেনার হামলায় সব হিসেব তালগোল পাকিয়ে গিয়েছে ৷

ডেলিভারি বয়ের কাজে যোগ দিতে ইউক্রেন যান বছর একত্রিশের সুমন

আরও পড়ুন : Bengal Students stranded in Ukraine : ইউক্রেনে আটকে সোনারপুর ও রায়দিঘির 3 পড়ুয়া, সন্তানের চিন্তায় ঘুম উড়েছে মা-বাবার

প্রথমে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার ৷ শুক্রবার সুমনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তাঁর স্ত্রী ৷ সুমন জানিয়েছেন, অন্যান্য ভারতীয়দের সঙ্গে তিনি বর্তমানে পোল্যান্ডে শরণার্থী কেন্দ্রে রয়েছেন ৷ সেখান থেকে ভারত সরকার তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে ৷ আপাতত বিদেশমন্ত্রকের তরফে তেমনই ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বেরিয়ে গেলেও, যতক্ষণ না সুমন অধিকারী সুস্থ অবস্থায় বাড়ি ফিরছেন, ততক্ষণ চিন্তা যাচ্ছে না পরিবারের ৷

শান্তিপুর, 26 ফেব্রুয়ারি : পরিবারের আর্থিক হাল ফেরাতে 4 মাস আগে ডেলিভারি বয়ের কাজে ইউক্রেন পাড়ি দিয়েছিলেন ৷ কিন্তু, সেখানকার বর্তমান পরিস্থিতিতে ফেঁসে গিয়েছেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা সুমন অধিকারী (Santipur man stranded in Ukraine) ৷ আর তাঁর চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছে তাঁর পরিবার ৷ সুমনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ৷ বর্তমানে পোল্যান্ডে রয়েছেন তিনি ৷ তাঁর ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার ৷

বছর একত্রিশের সুমন অধিকারীর বাড়ির নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ৷ তাঁর বাড়িতে স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধা শাশুড়ি রয়েছেন ৷ তাঁর বাবা-মা অনেক আগেই মারা গিয়েছেন ৷ কোনও রকমে সংসার চালাতেন ৷ বাচ্চা ছেলেটি বিশেষভাবে সক্ষম ৷ এরাজ্যে থেকে যে উপার্জন করতেন, তাতে আর্থিক অনটন লেগেই থাকত ৷ তাই খানিকটা আর্থিক স্বস্তির আশা নিয়ে 4 মাস আগে ইউক্রেনে গিয়েছিলেন ৷ সেখানে ডেলিভারি বয়ের কাজ শুরু করেন ৷ সবকিছু ঠিকঠাক চলছিল ৷ কিন্তু বৃহস্পতিবার রুশ সেনার হামলায় সব হিসেব তালগোল পাকিয়ে গিয়েছে ৷

ডেলিভারি বয়ের কাজে যোগ দিতে ইউক্রেন যান বছর একত্রিশের সুমন

আরও পড়ুন : Bengal Students stranded in Ukraine : ইউক্রেনে আটকে সোনারপুর ও রায়দিঘির 3 পড়ুয়া, সন্তানের চিন্তায় ঘুম উড়েছে মা-বাবার

প্রথমে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার ৷ শুক্রবার সুমনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তাঁর স্ত্রী ৷ সুমন জানিয়েছেন, অন্যান্য ভারতীয়দের সঙ্গে তিনি বর্তমানে পোল্যান্ডে শরণার্থী কেন্দ্রে রয়েছেন ৷ সেখান থেকে ভারত সরকার তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে ৷ আপাতত বিদেশমন্ত্রকের তরফে তেমনই ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বেরিয়ে গেলেও, যতক্ষণ না সুমন অধিকারী সুস্থ অবস্থায় বাড়ি ফিরছেন, ততক্ষণ চিন্তা যাচ্ছে না পরিবারের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.