ETV Bharat / state

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ, বিচারবিভাগীয় হেপাজত বাবার - নদিয়া

বাবার বিরুদ্ধে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ৷ নদিয়ার তাহেরপুরের ঘটনায় নাবালিকার দিদার অভিযোগের ভিত্তিতে ধৃত অভিযুক্ত৷ তাকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেপাজতে পাঠাল রানাঘাট মহকুমা আদালত৷

WB_NAD_01_TAHERPUR_RAPE_WB10029
নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ, বিচার বিভাগীয় হেপাজত বাবার
author img

By

Published : Feb 8, 2021, 3:39 PM IST

তাহেরপুর (নদিয়া), 8 ফেব্রুয়ারি : নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । নদিয়ার তাহেরপুরের ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা৷ অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ রানাঘাট মহকুমা আদালতের৷

4 ফেব্রুয়ারি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তোলেন তার দিদিমা। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতেই নাবালিকার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই রবিবার ওই ব্য়ক্তিকে গ্রেপ্তার করে তাহেরপুর থানার পুলিশ৷ নাবালিকার দিদিমার দাবি, ফাঁকা বাড়িতে তাঁর নাবালিকা নাতনিকে ধর্ষণ করেছে জামাই ৷ ঘটনার তদন্ত চলছে৷ ইতিমধ্যে অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত৷

আরও পড়ুন: জোড়াবাগানের ছায়া রিজেন্ট পার্কে, বালিকা নিগ্রহে ধৃত 1

সরকারি আইনজীবী অপূর্বকুমার ভদ্র এই প্রসঙ্গে বলেন, ‘‘এটি একটি নিন্দনীয় এবং নারকীয় ঘটনা। আমাদের আশা, নাবালিকা সুবিচার পাবে।’’

যদিও অভিযুক্তের আইনজীবীর পালটা দাবি, তাঁর মক্কেলকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে৷ এই মামলায় পকসো আইনের অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷

তাহেরপুর (নদিয়া), 8 ফেব্রুয়ারি : নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । নদিয়ার তাহেরপুরের ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা৷ অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ রানাঘাট মহকুমা আদালতের৷

4 ফেব্রুয়ারি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তোলেন তার দিদিমা। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতেই নাবালিকার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই রবিবার ওই ব্য়ক্তিকে গ্রেপ্তার করে তাহেরপুর থানার পুলিশ৷ নাবালিকার দিদিমার দাবি, ফাঁকা বাড়িতে তাঁর নাবালিকা নাতনিকে ধর্ষণ করেছে জামাই ৷ ঘটনার তদন্ত চলছে৷ ইতিমধ্যে অভিযুক্তকে 14 দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত৷

আরও পড়ুন: জোড়াবাগানের ছায়া রিজেন্ট পার্কে, বালিকা নিগ্রহে ধৃত 1

সরকারি আইনজীবী অপূর্বকুমার ভদ্র এই প্রসঙ্গে বলেন, ‘‘এটি একটি নিন্দনীয় এবং নারকীয় ঘটনা। আমাদের আশা, নাবালিকা সুবিচার পাবে।’’

যদিও অভিযুক্তের আইনজীবীর পালটা দাবি, তাঁর মক্কেলকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে৷ এই মামলায় পকসো আইনের অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.