চাকদা, ৮ মার্চ : চাকদার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুধীন সোম খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত শুভঙ্কর মজুমদার। গোপন সূত্রে খবর পেয়ে আজ ছত্তিশগড়ের জাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৮ ফেব্রুয়ারি, বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন চাকদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুধীন সোম। তাঁকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ ওঠে শুভঙ্কর মজুমদারের বিরুদ্ধে। শুভঙ্কর BJP সমর্থক বলে পরিচিত। এর আগে দলের পতাকা বাধা নিয়ে শুভঙ্কর ও সুধীনের মধ্যে বিবাদ হয়েছিল। যদিও শুভঙ্করকে দলীয় কর্মী বলে মানতে নারাজ BJP। এটা তৃণমূলের দলীয় কোন্দল বলে জানিয়েছিল তারা।
সুধীন খুনের পরই তৃণমূল কর্মীরা পলাতক শুভঙ্করের বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। আজ গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড়ের জাজপুরে যায় নদিয়া পুলিশের একটি দল। সেখান থেকে শুভঙ্করকে গ্রেপ্তার করা হয়। তাকে ট্রানজ়িট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কাল অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানান পুলিশ সুপার রূপেশ কুমার।