ETV Bharat / state

রানাঘাটে তৃণমূলের উদ্যোগে চালু হল মা ক্যান্টিন - যুব নেতা আনন্দ দে

রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী কড়া বিধিনিষেধ চালু করেছেন, যা একপ্রকার লকডাউনের সামিল ৷ বহু সাধারণ মানুষ কাজ হারিয়েছেন ৷ তাঁদের সাহায্যার্থে রানাঘাটের জিজিআরপি মোড়ে চালু হল মা ক্যান্টিন ৷

রানাঘাটে চালু হল মা ক্যান্টিন
রানাঘাটে চালু হল মা ক্যান্টিন
author img

By

Published : May 21, 2021, 1:15 PM IST

রানাঘাট, 21 মে : চালু হল মা ক্যান্টিন । তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় রানাঘাট জিআরপি মোড়ে এদিন মা ক্যান্টিনের উদ্বোধন হয়।

এই ক্যান্টিন থেকে পাঁচ টাকায় ডিম, ভাত, সব্জি ও ডাল পায় সাধারণ মানুষ । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই মা ক্যান্টিন । এখান থেকে খাবার পেয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাধারণ মানুষ । তাঁদের বক্তব্য এই লকডাউনের সময় মুখ্যমন্ত্রীর জন্যই তাঁরা এই খাবার পেয়েছেন, তাই তাঁর প্রতি কৃতজ্ঞ তাঁরা ।

আরও পড়ুন : ভ্যাকসিন নিতে রাতেই মশারি টাঙিয়ে লাইন ময়নাগুড়িতে

এই প্রসঙ্গে রানাঘাট পৌরসভার পৌরপ্রশাসক পবিত্রকুমার ব্রহ্ম জানান, রানাঘাট সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিংহরায়, যুব নেতা আনন্দ দে, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিৎ পালের উদ্যোগে এই মা ক্যান্টিন চালু করা হয়েছে ৷ সাময়িক লকডাউনে বহু মানুষের কাজ নেই ৷ তাদের সাহায্যার্থেই এই ব্যবস্থা ৷ যদিও তাদের কাছ থেকে 5 টাকা নেওয়া হচ্ছে ৷ যতদিন লকডাউন চলবে, ততদিন এই ক্য়ান্টিন চালু থাকবে, এমনকি যদি লকডাউন বাড়ানো হয়, তাহলে এই ক্যান্টিনও চালু থাকবে ৷

রানাঘাটে চালু হল মা ক্যান্টিন

এদিন রানাঘাট যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় 300 জন মানুষের হাতে মা ক্যান্টিন থেকে 5 টাকার বিনিময়ে ডিম-ভাত তুলে দেওয়া হয় । তৃণমূল কর্মী সমর্থকরা জানান রানাঘাটে এই প্রথম মা ক্যান্টিন চালু হল ।

রানাঘাট, 21 মে : চালু হল মা ক্যান্টিন । তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় রানাঘাট জিআরপি মোড়ে এদিন মা ক্যান্টিনের উদ্বোধন হয়।

এই ক্যান্টিন থেকে পাঁচ টাকায় ডিম, ভাত, সব্জি ও ডাল পায় সাধারণ মানুষ । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই মা ক্যান্টিন । এখান থেকে খাবার পেয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাধারণ মানুষ । তাঁদের বক্তব্য এই লকডাউনের সময় মুখ্যমন্ত্রীর জন্যই তাঁরা এই খাবার পেয়েছেন, তাই তাঁর প্রতি কৃতজ্ঞ তাঁরা ।

আরও পড়ুন : ভ্যাকসিন নিতে রাতেই মশারি টাঙিয়ে লাইন ময়নাগুড়িতে

এই প্রসঙ্গে রানাঘাট পৌরসভার পৌরপ্রশাসক পবিত্রকুমার ব্রহ্ম জানান, রানাঘাট সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিংহরায়, যুব নেতা আনন্দ দে, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিৎ পালের উদ্যোগে এই মা ক্যান্টিন চালু করা হয়েছে ৷ সাময়িক লকডাউনে বহু মানুষের কাজ নেই ৷ তাদের সাহায্যার্থেই এই ব্যবস্থা ৷ যদিও তাদের কাছ থেকে 5 টাকা নেওয়া হচ্ছে ৷ যতদিন লকডাউন চলবে, ততদিন এই ক্য়ান্টিন চালু থাকবে, এমনকি যদি লকডাউন বাড়ানো হয়, তাহলে এই ক্যান্টিনও চালু থাকবে ৷

রানাঘাটে চালু হল মা ক্যান্টিন

এদিন রানাঘাট যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় 300 জন মানুষের হাতে মা ক্যান্টিন থেকে 5 টাকার বিনিময়ে ডিম-ভাত তুলে দেওয়া হয় । তৃণমূল কর্মী সমর্থকরা জানান রানাঘাটে এই প্রথম মা ক্যান্টিন চালু হল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.