ETV Bharat / state

হাসিমুখে পেট ভরানোর আবেদনেই চোখে জল আসে পদ্মশ্রী বাঙালি তাঁত শিল্পীর - তাঁতশিল্পী বীরেনকুমার বসাক পেলেন পদ্মশ্রী সম্মান

দীর্ঘ সময় নিজে তাঁত বুনেছেন, বাড়ি বাড়ি গিয়ে ফেরিও করেছেন । তাঁর সংস্থায় শাড়ি বুনেই নিজেদের রুজিরুটির ব্যবস্থা করেছেন পাঁচ হাজার তাঁত শিল্পীর ।

loom weaver from bengal honored with padmashree
loom weaver from bengal honored with padmashree
author img

By

Published : Jan 28, 2021, 5:23 PM IST

শান্তিপুর, 28 জানুয়ারি : শৈল্পিক নৈপুণ্য়ে তাঁতের উপর আধুনিক জামদানির কারুকাজ । যার হাতের কাজে জামদানি শাড়ি তার অপরূপ সৌন্দর্য নিয়ে ধরা দিয়েছে বিশ্বের দরবারে, নদিয়ার সেই তাঁতশিল্পী বীরেনকুমার বসাক এবার পেলেন পদ্মশ্রী সম্মান । পেলেন তাঁর অসামান্য দক্ষতার স্বীকৃতি । খবর পাওয়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন । এবার পদ্মশ্রী সম্মান পাওয়া সাত বাঙালির মধ্যে শিল্প বিভাগে নাম রয়েছে সত্তর বছর বয়সি এই তাঁত শিল্পীর ।

নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা বীরেনকুমার বসাক । দীর্ঘ 47 বছর ধরে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তিনি । নিজে তাঁত বুনেছেন দীর্ঘ সময় । এক মহাজনের কাছে প্রথম তাঁত বোনা শুরু করেন । কলকাতার অলিতে-গলিতে শাড়ি ফেরিও করতেন তিনি । এর আগে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার । তাঁত শাড়ির উপর কারুকাজের জন্য নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে । বর্তমানে তাঁর অধীনে প্রায় 5000 তাঁত শিল্পী কাজ করেন । তাঁদের মধ্যে 2000 মহিলা এবং 3000 পুরুষ শিল্পী রয়েছেন ।

পদ্মশ্রী বাঙালি তাঁতি

আরও পড়ুন : পদ্মশ্রী সম্মান পাচ্ছেন 7 বাঙালি

বীরেনকুমার বসাক বলেন, "আমার সঙ্গে যে শিল্পীরা কাজ করছেন, তাঁরা মূলত নিম্নবিত্ত, পিছিয়ে পড়া শ্রেণির মানুষ । তাঁদের হাতের কাজ শেখানো হয়েছে । তাঁরা মূলত জামদানি শাড়ি বোনেন ।" একইসঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে তাঁত শিল্পীদের জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন বীরেনকুমার বসাক ।

শান্তিপুর, 28 জানুয়ারি : শৈল্পিক নৈপুণ্য়ে তাঁতের উপর আধুনিক জামদানির কারুকাজ । যার হাতের কাজে জামদানি শাড়ি তার অপরূপ সৌন্দর্য নিয়ে ধরা দিয়েছে বিশ্বের দরবারে, নদিয়ার সেই তাঁতশিল্পী বীরেনকুমার বসাক এবার পেলেন পদ্মশ্রী সম্মান । পেলেন তাঁর অসামান্য দক্ষতার স্বীকৃতি । খবর পাওয়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন । এবার পদ্মশ্রী সম্মান পাওয়া সাত বাঙালির মধ্যে শিল্প বিভাগে নাম রয়েছে সত্তর বছর বয়সি এই তাঁত শিল্পীর ।

নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা বীরেনকুমার বসাক । দীর্ঘ 47 বছর ধরে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তিনি । নিজে তাঁত বুনেছেন দীর্ঘ সময় । এক মহাজনের কাছে প্রথম তাঁত বোনা শুরু করেন । কলকাতার অলিতে-গলিতে শাড়ি ফেরিও করতেন তিনি । এর আগে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার । তাঁত শাড়ির উপর কারুকাজের জন্য নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে । বর্তমানে তাঁর অধীনে প্রায় 5000 তাঁত শিল্পী কাজ করেন । তাঁদের মধ্যে 2000 মহিলা এবং 3000 পুরুষ শিল্পী রয়েছেন ।

পদ্মশ্রী বাঙালি তাঁতি

আরও পড়ুন : পদ্মশ্রী সম্মান পাচ্ছেন 7 বাঙালি

বীরেনকুমার বসাক বলেন, "আমার সঙ্গে যে শিল্পীরা কাজ করছেন, তাঁরা মূলত নিম্নবিত্ত, পিছিয়ে পড়া শ্রেণির মানুষ । তাঁদের হাতের কাজ শেখানো হয়েছে । তাঁরা মূলত জামদানি শাড়ি বোনেন ।" একইসঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে তাঁত শিল্পীদের জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন বীরেনকুমার বসাক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.