ETV Bharat / state

Protest in Ranaghat: বোর্ড গঠনের আগে থানায় আটক নির্দল জয়ী প্রার্থী, প্রতিবাদে বিক্ষোভ - গোপাল ঘোষ

পঞ্চায়েত বোর্ড গঠনের আগে নির্দল জয়ী প্রার্থীকে বিনা অপরাধে থানার আটকে রাখার অভিযোগ ৷ তাঁকে ছেড়ে দেওয়ার দাবিতে রানাঘাটে বিক্ষোভ নির্দল কর্মী সমর্থকদের ৷ পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলে দাবি নির্দল জয়ী প্রার্থীর পরিবারের ৷

Protest in Ranaghat
নির্দল জয়ী প্রার্থীকে ছাড়ার দাবিতে বিক্ষোভ
author img

By

Published : Aug 7, 2023, 4:06 PM IST

বোর্ড গঠনের আগে থানায় আটক নির্দল জয়ী প্রার্থী

রানাঘাট, 7 অগস্ট: পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন করতে হলে একজন বিরোধী প্রার্থীর সমর্থন প্রয়োজন ৷ সেই কারণে বিনা অপরাধে নির্দল জয়ী প্রার্থীকে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । ওই নির্দলের জয়ী প্রার্থীর নাম গোপাল ঘোষ ৷ তাঁকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ তুলে সোমবার এলাকাতে বিক্ষোভ দেখান নির্দল কর্মী সমর্থকরা । তাঁদের দাবি, অবিলম্বে গোপালকে ছেড়ে দিতে হবে এবং বোর্ড গঠনের দিন তাঁকে অংশগ্রহণ করতে দিতে হবে ৷ না হলে পথ অবরোধ করে আরও বড়সড় বিক্ষোভের নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্দল কর্মী সমর্থকরা ।

এ বিষয়ে গোপালের পরিবারের সদস্য অপর্ণা ঘোষ বলেন, "দু'দিন পরেই পঞ্চায়েতের ভোট গঠন ৷ সেই কারণে শাসকদলের অঙ্গুলি হেলনে তাঁকে তুলে নিয়ে গিয়েছে প্রশাসন । অবিলম্বে হয় তাঁকে ছেড়ে দিতে হবে, না হলে বোর্ড গঠনের দিন পুলিশকে পঞ্চায়েত অফিসে থাকে নিয়ে আসতে হবে ৷ সে যেন বোর্ড গঠনে অংশগ্রহণ করতে পারে ।" পাশাপাশি তিনি দাবি করেন, সম্পূর্ণ বেআইনিভাবে কোনও কারণ ছাড়াই তাঁকে তুলে নিয়ে গিয়েছে প্রশাসন । আর এর পিছনে মদত দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল ।

জানা গিয়েছে, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল জয়ী প্রার্থী গোপাল ঘোষ ওই এলাকায় আগে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন । 15 বছর ধরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি ৷ এমনকী পাঁচ বছরের জন্য প্রধানও ছিলেন । এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁকে শাসকদল টিকিট দেয়নি । সেই কারণে তিনি নির্দলের হয়ে পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়ে ছিলেন । ভোট গণনার পর দেখা যায়, প্রচুর ভোটে তিনি জয় লাভ করেছেন । হবিবপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 22টি। এবারের তৃণমূলের দখলে গিয়েছে 11টি আসন,8 আসনে বিজেপি জয়লাভ করেছে এবং 3টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে । অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হতে গেলে এখনও একটি আসন প্রয়োজন তৃণমূলের ।

আরও পড়ুন: বিজেপির জয়ী প্রার্থীদের দলে টানতে টাকার টোপ ! বেঁধে রাখা হল তৃণমূল নেতাকে

অভিযোগ, রবিবার গোপাল ঘোষ তাঁর পরিবারের এক ব্যক্তির অসুস্থতার কারণে কলকাতায় একটি হাসপাতালে গিয়েছিলেন । তিনি যখন বাড়িতে ফিরছিলেন সেসময় রানাঘাটে তাঁর গাড়ি আটকায় পুলিশ । তাঁর গাড়ি-সহ তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় । তাঁকে জানানো হয়, তিনদিন থানায় থাকতে হবে ৷ এমনটাই অবশ্য দাবি পরিবারর । তবে তাঁকে আটকে রাখার কারণ হিসেবে কিছুই জানায়নি পুলিশ বলে অভিযোগ ।

বোর্ড গঠনের আগে থানায় আটক নির্দল জয়ী প্রার্থী

রানাঘাট, 7 অগস্ট: পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠন করতে হলে একজন বিরোধী প্রার্থীর সমর্থন প্রয়োজন ৷ সেই কারণে বিনা অপরাধে নির্দল জয়ী প্রার্থীকে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । ওই নির্দলের জয়ী প্রার্থীর নাম গোপাল ঘোষ ৷ তাঁকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ তুলে সোমবার এলাকাতে বিক্ষোভ দেখান নির্দল কর্মী সমর্থকরা । তাঁদের দাবি, অবিলম্বে গোপালকে ছেড়ে দিতে হবে এবং বোর্ড গঠনের দিন তাঁকে অংশগ্রহণ করতে দিতে হবে ৷ না হলে পথ অবরোধ করে আরও বড়সড় বিক্ষোভের নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্দল কর্মী সমর্থকরা ।

এ বিষয়ে গোপালের পরিবারের সদস্য অপর্ণা ঘোষ বলেন, "দু'দিন পরেই পঞ্চায়েতের ভোট গঠন ৷ সেই কারণে শাসকদলের অঙ্গুলি হেলনে তাঁকে তুলে নিয়ে গিয়েছে প্রশাসন । অবিলম্বে হয় তাঁকে ছেড়ে দিতে হবে, না হলে বোর্ড গঠনের দিন পুলিশকে পঞ্চায়েত অফিসে থাকে নিয়ে আসতে হবে ৷ সে যেন বোর্ড গঠনে অংশগ্রহণ করতে পারে ।" পাশাপাশি তিনি দাবি করেন, সম্পূর্ণ বেআইনিভাবে কোনও কারণ ছাড়াই তাঁকে তুলে নিয়ে গিয়েছে প্রশাসন । আর এর পিছনে মদত দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল ।

জানা গিয়েছে, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল জয়ী প্রার্থী গোপাল ঘোষ ওই এলাকায় আগে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন । 15 বছর ধরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি ৷ এমনকী পাঁচ বছরের জন্য প্রধানও ছিলেন । এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁকে শাসকদল টিকিট দেয়নি । সেই কারণে তিনি নির্দলের হয়ে পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়ে ছিলেন । ভোট গণনার পর দেখা যায়, প্রচুর ভোটে তিনি জয় লাভ করেছেন । হবিবপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 22টি। এবারের তৃণমূলের দখলে গিয়েছে 11টি আসন,8 আসনে বিজেপি জয়লাভ করেছে এবং 3টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে । অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হতে গেলে এখনও একটি আসন প্রয়োজন তৃণমূলের ।

আরও পড়ুন: বিজেপির জয়ী প্রার্থীদের দলে টানতে টাকার টোপ ! বেঁধে রাখা হল তৃণমূল নেতাকে

অভিযোগ, রবিবার গোপাল ঘোষ তাঁর পরিবারের এক ব্যক্তির অসুস্থতার কারণে কলকাতায় একটি হাসপাতালে গিয়েছিলেন । তিনি যখন বাড়িতে ফিরছিলেন সেসময় রানাঘাটে তাঁর গাড়ি আটকায় পুলিশ । তাঁর গাড়ি-সহ তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় । তাঁকে জানানো হয়, তিনদিন থানায় থাকতে হবে ৷ এমনটাই অবশ্য দাবি পরিবারর । তবে তাঁকে আটকে রাখার কারণ হিসেবে কিছুই জানায়নি পুলিশ বলে অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.