ETV Bharat / state

প্রাক্তন রেলকর্মীর বাড়িতে হামলার অভিযোগে চাকদহে রাজ্য সড়ক অবরোধ

চাকদহে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তাঁর ভাইয়ের দুর্নীতির প্রতিবাদ করায় আক্রান্ত হলেন প্রাক্তন রেলকর্মী এবং তাঁর আইনজীবী ছেলে ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ উঠেছে ৷ তারই প্রতিবাদে চাকদহ-বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা

locals-block-the-road-for-protest-of-bombing-at-a-house-by-tmc-goons-in-chakdaha-nadia
প্রাক্তন রেলকর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগে চাকদহ রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের
author img

By

Published : Jun 1, 2021, 4:13 PM IST

চাকদহ(নদিয়া), 1 জুন : দুর্নীতির প্রতিবাদ করায় এক আইনজীবী এবং প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ভাঙচুর এবং বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ । নদিয়ার চাকদহ থানার গোরাচাঁদতলা এলাকার ঘটনায় তৃণমূল পরিচালিত তাতলা 1নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্তরা ৷ যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে আজ চাকদহ-বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা ৷

সূত্রের খবর, চাকদহের গোরাচাঁদ এলাকার বাসিন্দা সঞ্জিতকুমার বিশ্বাস প্রাক্তন রেলকর্মী । তাঁর ছেলে আনন্দ বিশ্বাস পেশায় আইনজীবী । তাঁদের অভিযোগ, তাতলা 1নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সমর্থক পার্থপ্রতিম দে এবং তাঁর ভাই শুভাশিস দে দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতি করে চলেছেন । পাশাপাশি এলাকার একাধিক ব্যাংক ডাকাতির সঙ্গেও তাঁরা যুক্ত বলে অভিযোগ উঠেছে ৷ তারই প্রতিবাদ করায় সঞ্জিতকুমার দে’র বাড়িতে গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ এমনকি বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করা হয় ৷

প্রাক্তন রেলকর্মীর বাড়িতে হামলার অভিযোগ চাকদহে

আরও পড়ুন : কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

এই হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন আক্রান্ত সঞ্জিতকুমার বিশ্বাস এবং তাঁর ছেলে ৷ অভিযোগ পুলিশ ঘটনায় কোনও ব্যবস্থা নেয়নি ৷ বিষয়টি জানাজানি হতেই আজ চাকদহ-বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা ৷ যার জেরে ব্যাপক যানজট তৈরি হয় ৷

চাকদহ(নদিয়া), 1 জুন : দুর্নীতির প্রতিবাদ করায় এক আইনজীবী এবং প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ভাঙচুর এবং বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ । নদিয়ার চাকদহ থানার গোরাচাঁদতলা এলাকার ঘটনায় তৃণমূল পরিচালিত তাতলা 1নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন আক্রান্তরা ৷ যে ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে আজ চাকদহ-বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা ৷

সূত্রের খবর, চাকদহের গোরাচাঁদ এলাকার বাসিন্দা সঞ্জিতকুমার বিশ্বাস প্রাক্তন রেলকর্মী । তাঁর ছেলে আনন্দ বিশ্বাস পেশায় আইনজীবী । তাঁদের অভিযোগ, তাতলা 1নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সমর্থক পার্থপ্রতিম দে এবং তাঁর ভাই শুভাশিস দে দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতি করে চলেছেন । পাশাপাশি এলাকার একাধিক ব্যাংক ডাকাতির সঙ্গেও তাঁরা যুক্ত বলে অভিযোগ উঠেছে ৷ তারই প্রতিবাদ করায় সঞ্জিতকুমার দে’র বাড়িতে গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ এমনকি বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করা হয় ৷

প্রাক্তন রেলকর্মীর বাড়িতে হামলার অভিযোগ চাকদহে

আরও পড়ুন : কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

এই হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন আক্রান্ত সঞ্জিতকুমার বিশ্বাস এবং তাঁর ছেলে ৷ অভিযোগ পুলিশ ঘটনায় কোনও ব্যবস্থা নেয়নি ৷ বিষয়টি জানাজানি হতেই আজ চাকদহ-বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা ৷ যার জেরে ব্যাপক যানজট তৈরি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.