ETV Bharat / state

Santipur State General Hospital: 3 দিন ধরে হাসপাতালে নেই অ্যানাস্থেটিস্ট ! সমস্যায় প্রসূতিরা - অ্যানাস্থেশিয়ার চিকিৎসক

অস্ত্রোপচারের সময় অজ্ঞান করার প্রয়োজন হয় ৷ তার জন্য় বিশেষ চিকিৎসক থাকেন প্রতিটি হাসপাতালে ৷ কিন্তু শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সপ্তাহে তিন দিন সেই বিশেষ চিকিৎসক বা অ্যানাস্থেটিস্ট আসেন না ৷ এতে অসুবিধেয় পড়তে হয় প্রসূতিদের ৷

Santipur State General Hospital
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
author img

By

Published : Apr 18, 2023, 3:20 PM IST

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নেই অ্যানাস্থেটিস্ট

শান্তিপুর, 18 এপ্রিল: রোগীকে প্রয়োজনে অজ্ঞান করার চিকিৎসক নেই তিন দিন ধরে ৷ জরুরি পরিস্থিতিতে প্রসূতি মায়েদের স্থানান্তরিত করতে হচ্ছে । শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে । রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামো ফেরাতে উদ্যোগী হয়েছে । বিশেষত স্বাস্থ্য দফতরের তরফে প্রসূতি বিভাগকে গুরুত্ব সহকারে দেখা হয় ৷

এদিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অন্য চিত্র ধরা পড়ল ৷ এখানে সপ্তাহে তিনদিন রোগীকে অজ্ঞান করা চিকিৎসক অর্থাৎ অ্যানাস্থেশিয়ার চিকিৎসক থাকেন না ৷ তাই এই তিনদিন বন্ধ থাকছে সিজার ৷ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় সন্তানসম্ভবা গর্ভবতী মহিলাদের স্থানান্তরিত করা হচ্ছে অন্য হাসপাতালে ৷ জরুরি অবস্থায় স্থানান্তর করার ফলে গর্ভবতী মহিলার যদি কোনও দুর্ঘটনা ঘটে এর দায় কে নেবে ? সেই প্রশ্নই এখন সামনে এসেছে ৷

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার হাসপাতালে এখন অপারেশনের সুবিধা রয়েছে ৷ অর্থাৎ, জরুরি পরিস্থিতিতে চিকিৎসকরা সিজারের মাধ্যমে সন্তান প্রসব করাতে পারবেন ৷ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালও তার ব্যতিক্রম নয় ৷ পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতাল চত্বরে পরিষ্কার লেখা রয়েছে 24 ঘণ্টা সিজারের পরিষেবা রয়েছে ৷ কিন্তু দীর্ঘদিন ধরে রোগীকে অজ্ঞান করার ডাক্তার না-থাকায় দুর্ভোগে রোগী ও তাঁর আত্মীয়রা ৷

তবে অসুবিধের কথা মেনে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের প্রসূতি চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, "অজ্ঞান করার চিকিৎসক সপ্তাহে তিন দিন থাকছেন না ৷ এতে শান্তিপুর হাসপাতালে প্রসূতি বিভাগের চিকিৎসকদের কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে ৷ তার কারণ, ওই তিন দিন চিকিৎসক না-থাকাকালীন প্রসূতিদের সিজারের প্রয়োজন হলে আমরা বাধ্য হয়ে অন্য হাসপাতালে স্থানান্তরিত করি ৷ তবে স্বাস্থ্য দফতর চিন্তাভাবনা করছে ৷ খুব শিগগিরি চিকিৎসকের সমস্যার সমাধান হবে ৷"

এই প্রসঙ্গে শান্তিপুরের বাসিন্দা সুব্রত মৈত্র বলেন, "শান্তিপুরবাসীর একমাত্র ভরসার জায়গা এই স্টেট জেনারেল হাসপাতাল ৷ বহু রোগীরা আসেন এখানে ৷ বিশেষত প্রসূতি বিভাগটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ আর সেই বিভাগেই যদি রোগীকে অজ্ঞান করার ডাক্তার না-থাকে, তাহলে তা খুবই অসুবিধের ও ঝুঁকিপূর্ণ ৷"

আরও পড়ুন: রোগী ভরতির সময় পাখা আনবেন, পোস্টার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল চত্বরে

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নেই অ্যানাস্থেটিস্ট

শান্তিপুর, 18 এপ্রিল: রোগীকে প্রয়োজনে অজ্ঞান করার চিকিৎসক নেই তিন দিন ধরে ৷ জরুরি পরিস্থিতিতে প্রসূতি মায়েদের স্থানান্তরিত করতে হচ্ছে । শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে । রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামো ফেরাতে উদ্যোগী হয়েছে । বিশেষত স্বাস্থ্য দফতরের তরফে প্রসূতি বিভাগকে গুরুত্ব সহকারে দেখা হয় ৷

এদিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অন্য চিত্র ধরা পড়ল ৷ এখানে সপ্তাহে তিনদিন রোগীকে অজ্ঞান করা চিকিৎসক অর্থাৎ অ্যানাস্থেশিয়ার চিকিৎসক থাকেন না ৷ তাই এই তিনদিন বন্ধ থাকছে সিজার ৷ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় সন্তানসম্ভবা গর্ভবতী মহিলাদের স্থানান্তরিত করা হচ্ছে অন্য হাসপাতালে ৷ জরুরি অবস্থায় স্থানান্তর করার ফলে গর্ভবতী মহিলার যদি কোনও দুর্ঘটনা ঘটে এর দায় কে নেবে ? সেই প্রশ্নই এখন সামনে এসেছে ৷

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার হাসপাতালে এখন অপারেশনের সুবিধা রয়েছে ৷ অর্থাৎ, জরুরি পরিস্থিতিতে চিকিৎসকরা সিজারের মাধ্যমে সন্তান প্রসব করাতে পারবেন ৷ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালও তার ব্যতিক্রম নয় ৷ পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতাল চত্বরে পরিষ্কার লেখা রয়েছে 24 ঘণ্টা সিজারের পরিষেবা রয়েছে ৷ কিন্তু দীর্ঘদিন ধরে রোগীকে অজ্ঞান করার ডাক্তার না-থাকায় দুর্ভোগে রোগী ও তাঁর আত্মীয়রা ৷

তবে অসুবিধের কথা মেনে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের প্রসূতি চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, "অজ্ঞান করার চিকিৎসক সপ্তাহে তিন দিন থাকছেন না ৷ এতে শান্তিপুর হাসপাতালে প্রসূতি বিভাগের চিকিৎসকদের কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে ৷ তার কারণ, ওই তিন দিন চিকিৎসক না-থাকাকালীন প্রসূতিদের সিজারের প্রয়োজন হলে আমরা বাধ্য হয়ে অন্য হাসপাতালে স্থানান্তরিত করি ৷ তবে স্বাস্থ্য দফতর চিন্তাভাবনা করছে ৷ খুব শিগগিরি চিকিৎসকের সমস্যার সমাধান হবে ৷"

এই প্রসঙ্গে শান্তিপুরের বাসিন্দা সুব্রত মৈত্র বলেন, "শান্তিপুরবাসীর একমাত্র ভরসার জায়গা এই স্টেট জেনারেল হাসপাতাল ৷ বহু রোগীরা আসেন এখানে ৷ বিশেষত প্রসূতি বিভাগটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ আর সেই বিভাগেই যদি রোগীকে অজ্ঞান করার ডাক্তার না-থাকে, তাহলে তা খুবই অসুবিধের ও ঝুঁকিপূর্ণ ৷"

আরও পড়ুন: রোগী ভরতির সময় পাখা আনবেন, পোস্টার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল চত্বরে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.