রানাঘাট , 14 জানুয়ারি : BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস । রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় রানাঘাট থানায় এই অভিযোগ দায়ের করেন ।
কয়েকদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন, অসম-উত্তরপ্রদেশে যেভাবে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে, বাংলাতেও একইরকম করা হবে । এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় । সোমবার রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, অবিলম্বেই যেন তাঁকে গ্রেপ্তার করা হয় ।
এ প্রসঙ্গে তিনি বলেন , "12 জানুয়ারি দেশবাসীর কাছে পবিত্র দিন । ওই দিন দিলীপ ঘোষ যে মিছিল করেন প্রশাসনিক তরফে তার কোনও অনুমতি ছিল না । তার উপর মঞ্চে দাঁড়িয়ে গুলি করে মারার হুমকি দেন । আমাদের দাবি তাঁর কাছে কোনও আগ্নেয়াস্ত্র থাকলে তা বাজেয়াপ্ত করতে হবে । এমনকী তিনি কর্নার্টক, অসম, উত্তরপ্রদেশে সরকারের মদতে যে দমননীতি চলছে তাও স্বীকার করেছেন প্রকাশ্যে । আমরা সবাই মিলে বাংলাকে সুন্দর করে গড়ে তুলতে চাইছি । সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিলীপ ঘোষ সারা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করছেন । আমরা দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামব । বাংলার জনগণকে এর বিরুদ্ধে সরব হওয়ার জন্য আবেদন জানাচ্ছি । "