ETV Bharat / state

দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের - Dilip ghosh

দিলীপ ঘোষের গুলি করে মারার মন্তব্যে অভিযোগ দায়ের করা হয় ।

image
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 14, 2020, 3:35 PM IST

রানাঘাট , 14 জানুয়ারি : BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস । রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় রানাঘাট থানায় এই অভিযোগ দায়ের করেন ।

কয়েকদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন, অসম-উত্তরপ্রদেশে যেভাবে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে, বাংলাতেও একইরকম করা হবে । এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় । সোমবার রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, অবিলম্বেই যেন তাঁকে গ্রেপ্তার করা হয় ।

এ প্রসঙ্গে তিনি বলেন , "12 জানুয়ারি দেশবাসীর কাছে পবিত্র দিন । ওই দিন দিলীপ ঘোষ যে মিছিল করেন প্রশাসনিক তরফে তার কোনও অনুমতি ছিল না । তার উপর মঞ্চে দাঁড়িয়ে গুলি করে মারার হুমকি দেন । আমাদের দাবি তাঁর কাছে কোনও আগ্নেয়াস্ত্র থাকলে তা বাজেয়াপ্ত করতে হবে । এমনকী তিনি কর্নার্টক, অসম, উত্তরপ্রদেশে সরকারের মদতে যে দমননীতি চলছে তাও স্বীকার করেছেন প্রকাশ্যে । আমরা সবাই মিলে বাংলাকে সুন্দর করে গড়ে তুলতে চাইছি । সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিলীপ ঘোষ সারা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করছেন । আমরা দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামব । বাংলার জনগণকে এর বিরুদ্ধে সরব হওয়ার জন্য আবেদন জানাচ্ছি । "

রানাঘাট , 14 জানুয়ারি : BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস । রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় রানাঘাট থানায় এই অভিযোগ দায়ের করেন ।

কয়েকদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন, অসম-উত্তরপ্রদেশে যেভাবে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে, বাংলাতেও একইরকম করা হবে । এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় । সোমবার রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, অবিলম্বেই যেন তাঁকে গ্রেপ্তার করা হয় ।

এ প্রসঙ্গে তিনি বলেন , "12 জানুয়ারি দেশবাসীর কাছে পবিত্র দিন । ওই দিন দিলীপ ঘোষ যে মিছিল করেন প্রশাসনিক তরফে তার কোনও অনুমতি ছিল না । তার উপর মঞ্চে দাঁড়িয়ে গুলি করে মারার হুমকি দেন । আমাদের দাবি তাঁর কাছে কোনও আগ্নেয়াস্ত্র থাকলে তা বাজেয়াপ্ত করতে হবে । এমনকী তিনি কর্নার্টক, অসম, উত্তরপ্রদেশে সরকারের মদতে যে দমননীতি চলছে তাও স্বীকার করেছেন প্রকাশ্যে । আমরা সবাই মিলে বাংলাকে সুন্দর করে গড়ে তুলতে চাইছি । সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিলীপ ঘোষ সারা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করছেন । আমরা দলের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামব । বাংলার জনগণকে এর বিরুদ্ধে সরব হওয়ার জন্য আবেদন জানাচ্ছি । "

Intro:আবারো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। এবার রানাঘাট থানায় অভিযোগ দায়ের করলেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু ব্যানার্জি। মূলত দিলীপ ঘোষের গুলি করে মারার নিদানের পরিপ্রেক্ষিতে এই অভিযোগ।
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতার নাম করে বাংলায় যেভাবে সরকারী সম্পত্তি ধ্বংস হচ্ছে ,তার বিরুদ্ধে মমতা ব্যানার্জীর সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না।গোটা বাংলায় চলছে লুঙ্গি বাহিনীর দাপট।এমন অভিযোগ করে-নদীয়ার রানাঘাটে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসাম ও উত্তর প্রদেশে এদের গুলি করে মারা হয়েছে বলার যে বিধান দিয়েছিলেন তাই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।দিলিপবাবুর এই গুলি করে মারা হবে মন্তব্যর প্রেক্ষিতে এবার রানাঘাট থানায় অভিযোগ দায়ের করলো রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস এর সম্পাদক কৃষ্ণেন্দু ব্যানার্জি।সোমবার রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু ব্যানার্জী। অবিলম্বে দিলীপ ঘোষের গ্রেফতারি চাওয়ার পাশাপাশি কৃষ্ণেন্দু বাবুর দাবি যে, দিলিপ বাবুর কাছে যদি কোনো আগ্নেয়াস্ত্র থাকে তবে তা বাজেয়াপ্ত করতে হবে।পাশাপাশি কর্ণাটক,আসাম,উত্তরপ্রদেশে যেভাবে সকারের মদতে যে দমননীতি চলছে -তা স্বীকার করেছেন বিজেপি রাজ্য সভাপতি।তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন এই তৃণমূল নেতা।Body:RANAGHAT DILIP GHOSHConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.